নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিস্ক

সিদ্ধার্থ.

.....

সিদ্ধার্থ. › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা কয়েকটা বম্ব বাস্টিং কবিতে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

ওকে ..... ৮৮ সালে আমার জন্ম ।আর ৯৬ সালে আমার কাকার মেয়ের জন্ম হয় ।তো সেই কাকার মেয়ের জন্ম উপলক্ষে আমার প্রথম কবিতে -



"গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে

প্রিয়া মহাশয় আসিতেছে তার নিজের বাড়িতে "



ঘটনা হলো আমার কাকার মেয়ে (প্রিয়া ) জন্ম হবার পর থেকে দেড় বছর পর্যন্ত তার মামার বাড়িতে ছিল ,তাই আমাদের বাড়িতে আসার অতি উত্তেজনায় রবি ঠাকুরের দেবতার গ্রাস থেকে চুরি করে কবিতাটি প্রসব হয় ।কবিতা জগন্নাথ বসু আর উর্মিমালা বসুর কন্ঠে শুনতাম ,মানে বাবা মা টেপ রেকর্ডার এ শুনত ।



যাই হোক এটা আমার প্রথম বাংলা কবিতে ।









যাইহোক তারপরই টাইটানিক মুভিটা মুক্তি পেল ।ক্লাসে কানাকানি ,ফিসফাস ।কিনা !!সেই সিন টা ।সেই ছবি আকার সিনটা ।ক্লাসে সবাই উত্তেজিত ,দেখতেই হবে ।আমার আর দেখা হলো না ।তাই অতি উত্তেজনায় আরো একটি কবিতে প্রসব ।তবে টাইটানিক যেহেতু ইংরাজি মুভি তাই আমার কোবেতে টাও ইংরাজি ।আমার লেখা প্রথম ইংরাজি কবিতা -



The Titanic

-The black cat



Titanic titanic you are biggest

Titanic titanic you are the largest!



You are like a small city

When you land on a jetty;



Titanic you are unsinkable

You drown?

That is unthinkable!



At least

There was a total panic

The unsinkable titanic

Sank into the atlantic!!



সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ।এখানে বলা ভালো "The black cat" এটা নিশ্চই আমার নিক ছিল ।এখন মনে করতে পারছি না ,কেন এই নাম টাই নিয়েছিলাম ।তবে এটাই আমার প্রথম আর শেষ ইংরাজি কবিতে ।না ঠিক শেষ না ......এর বহু বছর পর লুলামি করতে গিয়ে একটা রোমান্টিক কোবেতে নামিয়েছিলাম ।মেয়েটা মারোয়ারী (মারোয়ারী মানে রাজস্থানী )ছিল তাই অগত্যা বাধ্য হয়ে ..





তবে বাংলায় হাল ছাড়িনি ।একের পর এক কোবেতে প্রসব করে গেছি ।মনে আছে যখন টুইন টায়ারের ঘটনার পর লাদেন এর বীরগাথা লিখেছিলাম দুই পাতা ধরে ।

এর পর কিছু মোটামুটি মানের লিখে খান্ত দিয়েছিলাম ।একখান উপন্যাস লেখাও শুরু করেছিলাম ,এবং শেষে যথারীতি তালগোল পাকিয়ে ফেলেছিলাম ।এই হল আমার সাহিত্য চর্চা ।যা এখন পুরোপুরি বন্ধ ।



তবে লেখা ছাড়লেও সাহিত্য আড্ডা থামেনি ।সেটা চলছে ।ছাদের যে ঘরটা আমাদের আড্ডার জন্য বরাদ্দ ,তার কয়েকটা ছবি -













হ্যা ।আগে আমিও বাম আদর্শের বুলি ঝাড়তাম ।তবে এখন আর না ।এনাফ !



নরকের পথে ...



মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

রসায়ন বলেছেন: ভালো লিখেছেন । সাহিত্য চর্চা পুনরায় আরাম্ভ করেন ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সিদ্ধার্থ. বলেছেন: :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: আপনার ইংরেজি কবিতা পড়ে তো পুরাই পাঙ্খা হয়ে গেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সিদ্ধার্থ. বলেছেন: হা হা ..
:)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

সায়েম মুন বলেছেন: ইংরেজী ছড়াটা মজার। খুব ভাল লেগেছে।
আবারও লেখালেখি শুরু করুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সিদ্ধার্থ. বলেছেন: :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ। আবারো লিখুন :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

সিদ্ধার্থ. বলেছেন: :P :)

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪

শায়মা বলেছেন: সিদ্ধার্থ বুঝা যাচ্ছে কবিতের জন্য আরও ধ্যান প্রয়োজন!:)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

সিদ্ধার্থ. বলেছেন: সেই সুজাতা নেই ,সেই পায়েশ নেই ,সেই ধ্যানও নেই B-) ..... তাই কবিতার ছুটি ।

ধন্যবাদ শায়মা দিদি ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

জুন বলেছেন: সিদ্ধার্থ আপিনার প্রোফাইলে ম্যাক্স মুলারের নাম লেখা দেখে ইতিহাসবিদ সদ্য প্রয়াত তপন রায় চৌধুরীর রোমন্থন বইতে একটি লাইন মনে পরে গেলো। বাংগালীকে উনি আর্য বলেছিলেন কি না জানিনা, তবে আলসে বাংগালী নিয়ে লাইনটি হলো:-
মোক্ষ মুলার বলেছে আর্য
সেই থেকে মোরা ছেড়েছি কার্য :
P

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

সিদ্ধার্থ. বলেছেন: লাইন গুলি সব মুছে দিলাম । একটু বেশি দেশপ্রেম দেখিয়ে ফেলেছিলাম ।আসলে আগে ভারতকে নিয়ে কেউ উল্টোপাল্টা বললে রক্ত গরম হয়ে যেত । সেই কারণেই প্রোফাইলে ওই উক্তি গুলি লিখে রেখেছিলাম ।তবে এখন আমি অনেক বেশি সহিষ্ণু । :`> :)


ম্যাক্স মূল্যের "আরিয়ান ইনভেসান থেওরি " এর প্রবক্তা ।অনার মতে আসল আর্য হলো ইউরোপের স্কান্দেনেভিয়ান দেশ গুলির মানুষ ,যারা পরবর্তী কালে ভারতে চলে আসে ।

তবে জুন দিদি ,কবির সাথে আমি মোটেই একমত নই ।জমিদার টাইপের লোক গুলি বাদ দিয়ে সবাই দেখবেন উদয়াস্ত পরিশ্রম করে চলেছে ।

অনেক শুভকামনা । :)

৭| ২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৪:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: টাইটানিক কালা বিলাই লেখছে? আপনার নিক কি কালা বিলাই ছিলো?

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

সিদ্ধার্থ. বলেছেন: হুম .... ছেলেবেলায় বাবা আমাদের কে থ্রিলার উপন্যাসের সার সংক্ষেপ গল্প আকারে বলতেন ।"দা ডে অফ দা জ্যাকেল ","গড ফাদার " এইসব ;) ।তাই ঠিক করে নিয়েছিলাম নিজের ডায়রী তে লিখলেও নিজের নামে লেখা যাবে না ,নিক একটা তো নিতেই হবে ।

৮| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০২

উদাসী স্বপ্ন বলেছেন: তাই বইলা সুরন্জিতের কালা বিলাই?

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২১

সিদ্ধার্থ. বলেছেন: হা হা .....এইবার বুঝলাম ।টিউব লাইট হয়ে গেছি। :D
তবে কবিতে টা সুরঞ্জিত কান্ডের অনেক আগে লেখা ।নিশ্চই সুরঞ্জিত আমার কবিতে পড়ে অনুপ্রানিত । !:#P

৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার কাজিন বড় হইয়া কি সেও রবী ঠাকুরের গ্রাস হরনকারী কোবতে লেখার ট্রাই করছে?

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪১

সিদ্ধার্থ. বলেছেন: নাহ !! সে ডিজুস ।

১০| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


"হ্যা ।আগে আমিও বাম আদর্শের বুলি ঝাড়তাম ।তবে এখন আর না ।এনাফ ! "

-বাম মন ও হৃদয় নিয়ে জন্মাতে হয়, লেনিনের সেই রকম জন্ম ছিলো, হয়তো।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

সিদ্ধার্থ. বলেছেন: দেখুন সোজাসুজিই বলি ...আমাদের দেশের বামপন্থীরা হিপোক্রিট ,দলকানা , অর্ধ শিক্ষিত ,এবং ইসলামিস্ট । এদের থেকে বেশি কিছু পাবার আশা আমি করি না ।

১১| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!

এখনও কি সাহিত্যবিহীনই আছো???


তবে যাই বলো আর তাই বলো টাইটানিক কবিতা ওয়াজ এক্সসেলেন্টো!!!!!!!!!

২০ শে মে, ২০১৬ সকাল ১১:১৮

সিদ্ধার্থ. বলেছেন: হার এক্সিলেন্সি , মাদাম শায়ামা ,আপনার কবিতাটি ভালো লেগেছে শুনে খুব প্রীত হলাম ।

বর্তমানে আমার অবস্থা সেই সব গাধা গুলির মতো যারা আজীবন বোঝা বয়ে চলে ,তাই লেখা আর সম্ভব হচ্ছে না ।

ততদিন পর্যন্ত ,ডি লা গ্রান্ডি ম্যাফিষ্টফিলাস .......

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

মুশি-১৯৯৪ বলেছেন:
সাম্রাজ্যবাদের নিঠুর কুঠারিয়ার কঠোর কুঠারের আঘাতে আপনি মনে হয় আহত, তাই কবিতাকে দিয়েছেন ছুটি।
তবে ঠিকই বলেছেন বামপন্থিরা মার খেতে খেতে প্রতিরোধ করিবার ব্রত হারাইয়া ফেলিছে ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:০৭

সিদ্ধার্থ. বলেছেন: বর্তমানে বামপন্থা আর ইসলামিক ফ্যাসিজম এর মধ্যে পার্থক্য কতটুকু ? আমরা দেখেও দেখি না ,কমিউনাল হবার ভয়ে "সিকুলার" হয়ে চলেছি ।

১৩| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৩

মুশি-১৯৯৪ বলেছেন:

আপনার কথা কিছুটা সঠিক, বাঙলার বামপন্থীদের ইতিহাস যদি দেখি, ১৯৩৮ সালে হক সাহেবের কৃষক প্রজা দলের কাছে তৎকালীন মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয়।
কৃষক প্রজা দল ছিল হিন্দু মুসলমাদের ঐক্যের দল। কিন্তু সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে এই ঐক্য আজও প্রতিষ্ঠিত হতে পারেনি।
তবে আমি আশাবাদী নতুন প্রজম্নের বামপন্থিরা একদিন মুখোশধারীদের মুখোশ উম্নোচন করবে।
কেননা কোন অন্ধকারই চিরস্থায়ী নয়।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৫

সিদ্ধার্থ. বলেছেন: ভারতে কতদূর হবে তা নিয়ে সংশয় আছে আমার মনে ,তবে আরো একজন আরজ আলী মাতুব্বর আর স্বামী বিবেকান্দের খুব দরকার হয়ে পড়েছে ।আমাদের মাও কিংবা চে এর দরকার নেই বলেই মনে হয় ।

১৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৭

আবিদা সিদ্দিকী বলেছেন: 'টাইটানিক' তো মারাত্মক লাগলো।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:০৭

সিদ্ধার্থ. বলেছেন: টাইটানিকের একটা বাংলা নাম আছে জানেন তো ....."বজরায় ক্যাজরা "

১৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:



নতুন কিছু ছাড়েন

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮

সিদ্ধার্থ. বলেছেন: বায়বীয় না সলিড ?

১৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

মুশি-১৯৯৪ বলেছেন:


চাঁদগাজী ভাই বলেছেন, নতুন কিছু ছাড়েন ।
সাম্রাজ্যবাদ জিনিসটা অনেক বিষাদসিন্ধুই রচনা করিয়াছে। এইসব সিন্ধুর মধ্যে বিষন্নতম সিন্ধুর নাম জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক (ওরফে জাসদ) দল ।
অনেকেই হয়তো বলিবেন, ইহা এমন কী নতুন কথা হইল?
আমি বলি : নাৎসিরা মরে নাই, সাম্রাজ্যবাদের মধ্যেই তাহারা বাঁচিয়া আছে। নতুন কথা সম্ভবত ইহাই।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

সিদ্ধার্থ. বলেছেন: হুম

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: জোস হয়েছে

১৬ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৪

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ভাই ।

১৮| ০১ লা মে, ২০২০ রাত ৯:৩২

শের শায়রী বলেছেন: কেমন আছেন? দেখলাম এক নজর উকি দিয়ে গেলেন আমার ব্লগে। এখনো ভুলতে পারিনাই গনিতের মজা (শূন্য) পোষ্টে আপনার মন্তব্য। ভালো থাকুন ভাই।

১৬ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৬

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ।মনে রেখেছেন জেনে খুব ভালো লাগছে ।কেমন আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.