নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সি প্যানেল

সি প্যানেল › বিস্তারিত পোস্টঃ

আপনার ওয়েবসাইটের নিরাপত্তায় "DMCA ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট" বিষয়ে সচেতন হোন

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

DMCA তথা ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট এক্ট । পুরো পৃথিবীর অধিকাংশ ওয়েবসাইট নিয়ন্ত্রিত হয় এর আওতায় ।

সম্প্রতি দেশের যুগশ্রেষ্ঠ কন্ঠ শিল্পী আসিফ যেভাবে মামলায় হয়রানি হলেণ গীতিকার সুরকার শফিক তুহিনের করা মামলায় । পূর্বে বর্তমানের আইসিটি মন্ত্রী কর্তৃক বিজয় সফটওয়্যার সংশ্লিষ্ট কপিরাইট ঝামেলাও অনেককেই সচেতন করেছে, তবু মোটের উপর আমাদের দেশে মেধা সত্ত্ব সংক্রান্ত মামলা মোকদ্দমা, আলোচনা খুবই কম ।
বিশ্বকাপ খেলার কারনে ফেসবুকে অনেককেই দেখা যাচ্ছে লাইভ বিশ্বকাপ দেখার লিঙ্ক চাইতে, অনেকে আবার নিজেদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং এর লিঙ্ক দিচ্ছেন । অনেকেই এই ইভেন্ট থেকে বিশাল এমাউন্ট ইনকাম করবেন বিজ্ঞাপন দেখিয়ে, এফিলিয়েট করে । কিন্তু অনেকেই সচেতন না যে, আপনাদের অনেকের ওয়েবসাইট ই সেই DMCA কমপ্লেইন খাবে । বিশেষ করে আমেরিকা বা ইউরোপের ডাটাসেন্টারে হোস্ট করা ওয়েবসাইটে যে কোন কিছু পাবলিশ করার আগে খুব ভাল করে দেখবেন যে, কপিরাইট আইন লঙ্ঘন করছে কি না, নয়তো আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবে, আপনার হোস্টিং প্রোভাইডার কোম্পানিকেও নিজের অজান্তেই ক্ষতির মধ্যে ফেলবেন ।

নিজস্ব সার্ভারে এরকম সাইট হোস্ট করা খুব রিস্কি । অনভিজ্ঞ ওয়েব হোস্টিং কোম্পানি তাদের ক্লায়েন্টকে এরকম সুবিধা দিলে ঝামেলায় পড়তে পারেন, এক ক্লায়েন্টের জন্য ফুল সার্ভার ডাউন হয়ে যেতে পারে রিপোর্ট পেলে ।

সহজ কথায়, নিজের সত্ত্ব না থাকলে বা ওপেনসোর্স না হলে বেনামে অন্যের সত্ত্বের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দেখাবেন না, প্রকাশ করবেন না, তাতে নিরাপদ থাকবেন ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: আইটি দের এই পোষ্ট টা কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.