![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় সেবা (চিকিৎসা) বা পর্যটনের জন্য ভিসার আগের প্রস্তুতির জন্য "ই-টোকেন" একটা অন্যতম নাম । যেটা দেওয়ার নিয়ম ফ্রি
কিন্তু এই ফ্রিটা নিয়ে যে সিন্ডিকেট শুরু হয়েছে তার কি কোন খোঁজ খবর কি অর্থ মন্ত্রনালয় বা সরকারি সংস্থা জানে ???????
একটা বিশ্বস্থ সূত্রে জানা গেছে দৈনিক ভারতীয় দূতাবাস ২২০০ থেকে ২৪০০ অ্যাপ্লিকেশান ফ্রম বা ই-টোকেন ছাড়ে কিন্ত এটা পাওয়া এতটা সহজলভ্য নয়!!!
যদি কার পেতে হয় তাহলে গুন্তে হবে ৩০০০ থেকে ৪০০০ টাকা। যার থেকে সিন্ডিকেটের দৈনিক আয় (২২০০*৩০০০) বা ৬৬০০০০০ (ছেষট্টি লাখ টাকা)
এই টাকার কোন আয়কর নেই্, নেই কোন সরকারি হিসাব সম্পূর্ণ অবৈধ বা ব্ল্যাকমানি ।
এই ব্ল্যাকমানি বাংলার গ্লানি, রুখতে হবে সবার, ঝুঁকতে হবে সবার,
একটুও রক্ত যেন পানি না হয়ে যায় ।
"খামখেয়ালী"
২| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:০৩
খামখেয়ালী বলেছেন: ধন্যবাদ আপনাকে ,
পরিস্থিতির উপর বিস্তারিত বলার জন্য।
আসলে দুই দেশ দেশ দুর্নীতি করছে না , দুর্নীতি করছে একটা সংগঠন ।
আর এই সংগঠনের জন্য বিপাকে পরছে এই দুই দেশের দূতাবাস গুলোও । যার কারণেই লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এত পরিমান অর্থ ।
বিঃদ্রঃ এই গাফিলতির কারণেই সময়ের কাজ সময়ে হচ্ছে না। নষ্ট হচ্ছে সময়, অর্থ আর এই দুই দেশের সম্পর্ক ।
"খামখেয়ালী"
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৩৮
অবহেলিত বন্ধু বলেছেন: আপনাকে আরও কিছু তথ্য দেই।আপনি নিজে হয়ত ফর্ম পুরন করলেন কিন্তু আপনি যদি ওয়েব সম্পর্কিত কোন জ্ঞান(HTML,Javascript Etc) না থাকে কোন ভাবে পরবর্তী ধাপ যেতে পারবেন না।সাইটটি এমন ভাবে করা হয়েছে আপনি শুধু ইনফর্মেশন গুলো ফিলাপ করে ফাইল বানতে ঠিক এ পারবেন কিন্তু আক্তি ফাইল এর পরিপেক্ষিতে Appointment Date কোনভাবে নিতে পারবেন না।কিছুদিন আগেও অনেকে নিজে চেষ্টা করে তাদের ডেট পেয়েছেন কিন্তু বর্তমানে বেশ কয়েকবার তাদের সাইট আপডেট হবার পর তথা কথিত সফটওয়্যার পার্টি বা হ্যাকার পার্টি সব ডেট নিয়ে নিচ্ছে আপনাকে তার বিনিময়ে গুনতে হচ্ছে ৩০০০-৫০০০ টাকা।
কিছু বিষয় লক্ষণীয়
সাইট রক্ষণাবেক্ষণ করা হয় ইন্ডিয়া নিউ দিল্লি থেকে।সব রকমের আপডেট হয় NIC(National Informatics Centre),দিল্লি থেকে
এখন কথা হচ্ছে তারা সাইট যেভাবে করে রেখেচ্ছেন তাতে কোন ভাবে সাধারন মানুষের পক্ষে নিজেদের সাক্ষাতের ডেট নেয়া অসম্ভব।
তাহলে বুঝতে পারছেন নিশ্চয় যে এই টাকার ভাগ আসলে কোন পর্যন্ত যায় আর কেন এই সমস্যার সমাধান হয়না
এই বেপার নিয়ে হাজার লেখালেখি করে দেখেন কোন কাজ হবে বলে মনে হয়না
দুই দেশের দুর্নীতি মিলিয়ে যে অবস্থার তারা সৃষ্টি করেছে সেটি নিরসনের উপায় কোথায় ????????????????