নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার রাজ্যে আমি রাজা, আমি সর্বময়।

কি লিখব বুঝতেসি না।

এম এ মনা

এম এ মনা › বিস্তারিত পোস্টঃ

আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য বেস্ট সোশ্যাল কন্টেন্ট লকার প্লাগিন

১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ওয়ার্ডপ্রেস সাইটে মাঝে মাঝে এমন কিছু ইনফর্মেশন অ্যাড করার দরকার পরে যা আমরা একটি নির্দিষ্ট সংখ্যক ভিজিটররের কাছে প্রকাশ করতে চাই। হয়তোবা কোন ইবুক অথবা কোন মিডিয়া ফাইল অথবা যা কিছুই হোক না কেন। এরকম পরিস্থিতিতে আমরা সমস্যায় পড়ে যাই। এরকম সমস্যা খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন দিয়ে করা সম্ভব।



আপনি চাইলে অনেক ধরনের রেসট্রিকশন দিয়ে রাখতে পারবেন যেমন কন্টেন্ট দেখতে হলে লগিন করতে হবে। অথবা ফেসবুক শেয়ার, টুঁইটার শেয়ার অথবা গুগল প্লাস শেয়ারের মাধ্যমে কন্টেন্ট আনলক করা যাবে। আমি আজ সোশ্যাল কন্টেন্ট লকারের জন্য বেস্ট একটা প্লাগিন শেয়ার করবো।এই প্লাগিনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজের লাইক অথবা টুঁইটার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন।



ডেমো দেখুনঃ ডেমো সাইট



প্লাগিন ডাউনলোড করুনঃ ডাউনলোড লিঙ্ক



ব্যবহারবিধি কঠিন কিছু নয়। প্লাগিনটি ডাউনলোড করে ইন্সটল করলে ওয়ার্ডপ্রেস মেন্যুতে social locker নামে একটি অপশন দেখতে পাবেন।



কন্টেন্ট লক করার জন্য একটি শর্টকোড ব্যবহার করতে হবে। শর্টকোডটি হবে এরকমঃ [sociallocker] আপনার কন্টেন্ট [/sociallocker]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.