![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরো পৃথিবী নাকি বিশ্বকাপ জ্বরে কাঁপছে। এই ফুটবল বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে দুইটা আলাদা প্রাণীজগত। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। এ নিয়ে ত্যানা পেচাপেচি চলছে তুমুলে। আমরা বাংলাদেশে যতই এগুলা নিয়া মারামারি করি তাদের মধ্যে কিন্তু সুসম্পর্ক। আমরা জাঁতে বাঙালি। আমাদের কিছু একটা নিয়ে হইচই করার এনার্জি অনেক। কিন্তু টপিক খুজে পাই না। আর কিছু একটা পেলেই হল। ওইটা নিয়ে লাফালাফি'র শেষ নাই। এবারের বিশ্বকাপে আমি যত বড় ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা দেখছি আমার পুরো লাইফে বাংলাদেশের এত বড় পতাকা দেখি নি।
ঘটনা এখানেই শেষ হলেও পারত। দুই দলের সাপোর্টারদের দুইটা আলাদা গ্রুপ তৈরি হয়েছে। তারা একে অন্যকে ফেসবুকে, সাক্ষাতে হেয় করার জন্য সদা প্রস্তুত থাকে। ওইদিন শুনলাম ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে মারামারি করে কয়েকজন হসপিটালে ভর্তি।
তাদের উদ্দেশ্য করে আমার একটাই বানী, 'গ্রো আপ ডূড' ।
ছোটবেলা থেকে খেলাধুলায় কোন ইন্টারেস্ট ছিল না। ইন্টারেস্ট থাকলেও সোয়ার, আমি এইসব নোংরামি করতাম না। সবাই বলে আমি কেন খেলা দেখি না.. আমি খেলা বুঝি না শুনে অনেকে অবাক হয়। কিন্তু কিভাবে বুঝামু তাদের খেলা দেখতে বসলে আমার যে রেঞ্জের ঘুম আসে, ১০ পাতা ট্রিপ্টিনের বাপেও এই রেঞ্জের ঘুম আনতে পারবে না!
২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫০
এম এ মনা বলেছেন: আমরা বাঙালি।
২| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৫
এইচ. ইমরান বলেছেন: ওইদিন শুনলাম ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে মারামারি করে কয়েকজন হসপিটালে ভর্তি।
আমারা বাঙালী আমাদের দ্বারা সবকিছুই সম্ভব
২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫১
এম এ মনা বলেছেন: আমরা সব কিছুতেই বেশী বেশী।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ সকাল ১১:১২
এসব চলবে না..... বলেছেন: নিজেরা খেলি না, তাতে কি? বাড়াবাড়িতে তো আমরা এগিয়ে
খেলা দেখা নিয়ে স্ত্রীর কোপে স্বামীর মৃত্যু
আর্জেন্টিনার পতাকার বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০