![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত যাত্রী
নিভৃত যাত্রীর নীরব যাত্রা দূর থেকে দূরান্তরে
ছিন্ন অম্রমুকুলের কাঁচা ঘ্রাণ হাস্নাহেনার মৌ মৌ নগ্ন ঘ্রাণ
ক্ষণিকের তরে চিত্তকে ভুলায়
তবু উদাসী মনের কোণে নীরব যাঞ্চনা বেড়েই চলে
কেই জানে না
অনেকটা নক্ষত্রের সুপ্ত দহনের মত
নিভৃত মনে চষে বেড়ায় স্বপ্ন ডাঙার চরে
নারী নক্ষত্রের গন্ধ শুঁকে শুঁকে নিদ্রাচ্ছন্ন
আবারও চলে নারী সমুদ্রের গভীরতা নিরূপণ
কষ্টের নীরব যাঞ্চনা ততক্ষণে ছুটি নিয়েছে
নিভৃত যাত্রী সময়ের তীর ধরে হেঁটেই চলে।
©somewhere in net ltd.