![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধার লেলিহান শিখায় দগ্ধ শত সহস্র প্রাণ পেটে পীড়া বাঁধে তবু নিছক সান্ত্বনায় সন্তানকে ভুলাতে উনুনে পানি গরম করে জননী জীবন পরিক্রমায় হাহাকার রোদন হয়ে বেদনার নীল বিষবাষ্পে অন্তর্লীণ প্রকৃতির অবঞেলা মানব রুচির চেয়েও করুণ ভয়ানক ক্লান্তির অবসাদ মুছে এদেশের মাটি গোলাপি স্বপ্ন ফলায়তবু এ মাটি ক্ষতাক্ত হয় কুটিল প্রহরে জোছনার ময়ুর পালক খসে খসে পড়ে ক্লান্তির আস্তাকুঁড়ে স্বপ্নের বিলাসিতা শকুনের বাঁকা ঠোঁটে চড়ক পূজার মত ঝুলে যখন অপার সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকে যখন মনের সবুজ মাঠে জোনাকি চড়তে আসে ভোরের মোরগ নতুন দিনের বাঁক দেয় জোছনার মাংশ খাবলে খেতে তখনই শকুন নামে দল বেধে - প্রকৃতিও কখনো কখনো ওদের মৌন সম্মতি দেয় অতঃপর নীরব।
©somewhere in net ltd.