| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ডাঙায় ইচ্ছেগুলো পিপিলীকার মত ঘুরে আবার জোঁকের মতই স্তবির হয়ে পড়ে দ্বৈতনীতি মানসপটে রেখাপাত করে শরীররটা বাগানের মতো আর ইচ্ছেশক্তি সেই বাগানের মালি পূর্ণতা রুদ্ধদ্বার খুলে দেয় হাতছানি দিয়ে ডাকে কুয়াশার ভেতর ঘুমোট নির্জনতা যেথা অপূর্ণতার বেদন মাথা কুড়ে মরে সজিব নির্জীবতার দুয়ারে রিক্তের বেদন শূন্য হাহাকার কালের জটিলতায গাঢ় অমনিশা তবুও প্রত্যাশা একমুঠু ইচ্ছার পূর্ণতা হৃদয়াকাশে নীলাভ মেঘের ঘন অরণ্যে ইচ্ছেগুলোর নপুংশক শাবকের মত নির্লিপ্ত রোদন আঁধারের কুঠিরেই মুখ গুমরে পড়ে থাকে দিনের পর দিন,বছরের পর বছর শতাব্দির পর শতাব্দি ।
©somewhere in net ltd.