নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো, শুনতে পাচ্ছো
..............................................................................................................
ওগো, শুনতে পাচ্ছো ! . . . ; গ্রীষ্মের অলস দুপুরে ঘাস ফড়িংয়ের কথনবিলাস, লাইব্রেরি কোলাহল থেকে খানিক দূরে ব্যালকনির ছদ্মবেশি নির্জনতায়, ঝর্ণার ফল্গুধারার মত - সময়ের কলেবরে বিরতিহীন দূরপাল্লার বাসের মত; এক দুই তিন চার (ঘণ্টা) বা তারও অধিককাল! দূর থেকে ভেসে আসা চুম্বনের শব্দ সাহারা, লাদাখ হয়ে রূপসী বাংলায় পৃথিবীর আদিম আবেগের পুনঃ পুনঃ প্রকাশ, সময়ের ক্যানভাসে একটুকরো ভালবাসা যমুনার নীল জল ছুঁয়ে আফ্রিকার ঘন অরণ্যে, পানামার অথৈ জলে গুচ্ছ গুচ্ছ অভিমান উল্কা বৃষ্টির মত পড়ে, হোয়াংহো নদী থেকে উঠে আসা ট্রিলিয়ন ট্রিলিয়ন দুঃখ আজ যমুনার নীল জল হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে; সুদীর্ঘ সময়ের ক্লান্তি আজ জমা পড়েছে জর্ডানের মর্মর সাগরে। ওখানে যে সবই মৃত!
উৎসর্গ: প্রিয় বন্ধু তাজ...
20.04.2014
Oh listen
................................................................................................................
Oh listen, ... Conversation of grasshopper in the idle noon of summer. Far away from noisy library in the disguised alienation of balcony. Like the flow of fountain, far fetched restless bus in the canvass of time 1, 2, 3, 4- or something more. Sound of kiss floating from far away, repetitive expression of primitive feelings either from Shahara, Ladak or beautiful landscape of Bangladesh. Slidht love in the canvass of time touching the blue water of river Jamuna to deep jungle of Africa. Little little egotism in the water of Panama falls as raindrop, rillion trillion sorrowness from river Houangho to Andaman Nikhobor Island through river jumona.Tiredness of longtime has fallen, To Mormor ocean of Zorden, Everthing is dead there!
©somewhere in net ltd.