নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্নিগ্ধ বিকেলের ভাললাগার সমস্ত নির্যাস সেদিন আমি দেখেছিলাম তোমার চোখজুড়ে, চাহনিতে ছিল পূর্ণিমার ভরা জোয়ার; পিরামিডের আজন্ম রহস্য ছিল দৃষ্টির ভাঁজে ভাঁজে - ভ্রুর আঙিনা জুড়ে ব্লাকহোলের সুতীব্র শতদল - সময় রোমন্থনে নির্বিকার সুন্দর; ডাগর চোখের শৈল্পিক ভাষায় সভ্যতা থেকে সভ্যতার হাতছানি, আবির মাখা ঠোঁটের মৃদু কম্পনে রোমান্টিকতার ঢেউ পুনঃপুনঃ জন্ম নেয় সমুদ্র জোয়ারের মত; বৈরি হাওয়া চিত্রকরের আলেখ্য এঁকেছিল চুলের প্রান্তীয় অঞ্চলে; চিবুক জুড়ে ছিল জগৎবিখ্যাত টাইটানিকের বিষ্ময়! সবুজ ঘাস ছুঁয়ে পাশাপাশি, কাপড় ধরার ছলে আলদো ছুঁয়ে দিয়েছিলে আমার হাত, মুহূর্তেই মনে হল - মাইকেল জ্যাকসনের কোটি কোটি ভক্তের সব আনন্দের অংশ যেন স্থান করে নিয়েছে অনুভূতির সকল স্তর, আগ্নেয়গিরীর লাভা উদগীরণের সমস্ত উষ্ণতা সঞ্চিত হয়েছিল অন্তঃকোঠরের প্রাচীর জুড়ে – সব ভ্রমরেরা ঈর্ষায় যেন কমর্ক্লান্ত; দৃষ্টির সীমানা জুড়ে আর কেই ছিল না – শুধু ছিলাম তুমি আর আমি... আর ছিল প্রকৃতির ঐ নিটোল দেশ।
18.05.2014
টিলাগড়, সিলেট
You &Me
..........................................................................................
all the alluring extract of pleasing evening I saw on that day throughout your eyes, flood tide of full moon in your glance – in every fold of glance there was mystery of Pyramid scanty lotus throughout the sty of eyebrow – umaltered beauty in reminiscences of time; Beckoning with the hand from civilization to civilization in artistic language of large eye. Wave of romanticism take birth again & again in smooth vibration of colored lip; Like flood tide of sea, unfavoured wind drew painting as artist in marginal region of hair, throughout chest astonishment of world famous Titanic ! Existing near touching green grass, prepending to touch cloth touches my hand, in that moment it seemed that all the pleaser of Michal Jackson’s crore crore sallow have taken place in step of every feeling – all the warmth of spreading out Volcanic Lava have been saved in core of heart all bee as are busy in jealousy none wass there in the border of glance, Only there were u & me... that day was the pure country of nature.
18.05.2014
Tilagar, Sylhet
©somewhere in net ltd.