নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষ্ময়ী পিঁপড়ার চোখ বেয়ে নেমে আসে যৌবনের অন্ধকার, কামরূপকামাখ্যার চেতনার ওরসে জন্ম চোখহীন উলুদের গর্ভে অষ্টরম্ভা! তবু তারাই চোখে দেখে বেশি; অনুভূতির দিগন্তে কালের পুরনো শামুক; মহাকালের গুমোট অন্ধকার স্নান করা পরিত্যক্ত ঝিনুকে মুক্তো নয় রাধা- কেবল নক্ষত্রের চেতনায় খুঁজে নিতে হয়।
.................................................
২১ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ
টিলাগড়, সিলেট
২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার কমেন্টের মর্মার্থ উদ্ধারে ব্যর্থ। যদি আরেকটু পরিষ্কার করতেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুবর ''অন্যমনস্ক শরৎ'' । অনেক ভাল থাকুন। আজকের পৃথিবীতে ফোটা সকল ফুলের সুবাস ছুঁয়ে যাক আপনার সৃষ্টিশীল হৃদয়ের গোপন দহলিজ।
২| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় আলিম। আপনার এই অনবদ্য বাক্য পড়ে উপলব্ধির যে ঝংকার তার অস্তিত্ব সাত সেকেন্ড। গুরুত্বপূর্ণ সাত সেকেন্ড। এজন্যই একটা সংক্ষিপ্ত ও ধোঁয়াশা কমেন্ট করেছি।
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: মুগ্ধ হলাম বন্ধুবর। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আজকের পৃথিবীর সব মুগ্ধতা ছুঁয়ে যাক আপনার সুন্দর আগমি।
অনেক ভাল থাকুন। নিরন্তর শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: ৭সেকেন্ড।