নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোয়াতি শব্দের খেয়াঘাটে বিকিনি পড়া রাজনীতির মৃদু উল্লাস, সৈরাচারের পৃষ্ঠতলে চাপা সুতো দিয়ে বানানো জোৎস্নাজল; বাগ্মিতার রঙ্গমঞ্চে অতৃপ্ততার ঢেঁকুর অবগাহন,
প্রাগৈতিহাসিক চেতনার প্রচ্ছদ জুড়ে নগ্ন ক্ষমতার পূজোর অদ্ভূত আল্পনা
উন্নয়নের জোয়ারে গর্ভবতী দেশ,
বিকলাঙ্গতার দ্বারপ্রান্তে বহুল প্রত্যাশিত মুক্তিযুদ্ধের চেতনা,
রাষ্ট্রীয় চিন্তায় মাৎস্যন্যায় ভিন্ন সাজে;
অদূরে অস্তরেখায় নৈতিকতার বিক্ষিপ্ত আলো,
কেবলি নিভু নিভু।
.....................................................
১৯.০৯.২০১৪
শিবগঞ্জ, সিলেট
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। কষ্ট স্বীকার করে পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ।
শরতের সকল শুভ্রতা ছুঁয়ে যাক আপনার সৃষ্টিশীল আগামির প্রতিটি ক্ষণ।
অনেক ভাল থাকুন। শুভ কামনা।
@যমুনার চোরাবালি
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
যমুনার চোরাবালি বলেছেন: দারুন লিখেছেন।