নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি এবং লেখি

সৃষ্টিশীল আলিম

ক্ষুদে সাহিত্যিক, সৃষ্টির নেশায় উন্মুখ

সৃষ্টিশীল আলিম › বিস্তারিত পোস্টঃ

ফিচার ''এই বুঝি এল হেমন্ত''

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯







ছবি: ফসল তোলার প্রস্তুতি



কার্তিকের ঝকঝকে আকাশই বলে দেয় হেমন্ত দুয়ারে আজ। ঋতুর পালাবদলে এখন প্রকৃতিতে হাজির হয়েছে নতুন করে, নতুন সাজে। ভালবাসার আগে যেমন ভাললাগা তেমনি শীতের আগে শীতের আবেশ ছড়ানোর বার্তা নিয়ে আসে হেমন্ত। এই সময়ে প্রকৃতিতে প্রগাঢ় সবুজ যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় শীতের মিষ্টি আমেজও। গ্রীষ্মের মাটি ফাটানো দাবদাহ নেই, বর্ষার অঝোর ধারায় ভিজে যাওয়া বা কাঁদা নেই, হাড় কাঁপানো শীত যে মাসে নেই তারই নাম কার্তিক। পেঁজা তুলার মতো ছন্নছাড়া মেঘমালা বিদায় নিয়েছে, প্রকৃতিকে নতুনের বার্তা দিয়ে হেসে ওঠেছে হেমন্তের আকাশ। প্রকৃতির কোলজুড়ে স্নিগ্ধতার পরশ, বাতাসে হিম হিম গন্ধ। হেমন্তে দেখা যায় অখণ্ড নীল আকাশ। মিষ্টি সোনা রোদ বলতে যা বুঝা তা দেখা যায় এই হেমন্তেই। হেমন্ত শরৎ থেকে সে খুব পৃথক নয়, শীত থেকেও তেমন বিচ্ছিন্ন নয় তার প্রকৃতি, শীত-শরতের মাখামাখি একটি স্নিগ্ধ সুন্দর বাংলা ঋতু। হেমন্তের শিশির ভেজা ঘাসের ডগা যেন মুক্তার মেলা। সকালে বা সন্ধায় অদৃশ্য আকারে ঝরে আকাশ থেকে। উৎসুক দৃষ্টিতে ভোরের চেহারা আলাদা করে ঠাহর করা যায়। প্রকৃতির নির্যাসে মাটির কাছাকাছি আলতো কুয়াশা জমে, কুয়াশার স্মৃতি রোমন্থন করে ঘাসের ডগায় বুঝি বা মুক্তোদানার মতো শিশিরেরা অস্থায়ী নিবাস গড়ে।

ভোরের কাঁচা রোদ, মৃদু হিমস্পর্শ প্রাণে শিহরণ জাগায়। বাংলাদেশে হেমন্ত আসে ধীর পদক্ষেপে, লাজ নম্র বধূর মত কম্পিত পদক্ষেপে। শীতের পরশ আলতো করে গায়ে মাখে। কার্তিক হচ্ছে, দুই ঋতুর মোহনা। হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া নেই, সারাদিন থমথমে গুমোট মেঘলা আকাশ নেই, গ্রীষ্মের গরম নেই, শীতের কনকনে ঠাণ্ডার সমস্যাও নেই। উচ্ছ্বল শরতের বিগত-যৌবনা কাশফুল অপরূপ হেমন্তে শান্ত-সমাহিত রূপ লাভ করে। মাঠ-ঘাট শুকোতে থাকে, অনাগত শীতের প্রস্তুতি নেয় প্রকৃতি। এ সময় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরে শ্রেষ্ঠ সাজে। অতিথি পাখিরা গ্রামবাংলার আতিথেয়তা গ্রহণের উদ্দেশ্যে নোঙর ফেলে অগ্রহায়ণের শেষে। প্রকৃতি তখন ক্রমশই মুখর হয়ে ওঠে পরিযায়ী পাখিদের কলকাকলীতে। নতুন ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা কৃষক। ফসল তোলা শেষ হতেই নবান্নের উৎসবে মেতে ওঠে গাঁয়ের গৃহবধূ। এই উৎসবের মধ্য দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামবাসী তাদের স্বতঃস্ফূর্ত অন্তরঙ্গতাকে আরও একবার নবায়ন করে নেয় নতুন করে।


......................................
মুনশি আলিম
Email: [email protected]
জাফলং, গোয়াইনঘাট, সিলেট


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা । শুভেচ্ছা :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ভালবাসা রইল।

শুভ কামনা সতত।@অপূর্ণ রায়হান

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

মামুন রশিদ বলেছেন: লেখাটা ভালো লেগেছে ।

আপনার বাড়ি জাফলং !! আপনি চাইলেই জাফলংয়ে বেড়াতে আসা ব্লগাররা আপনার সাথে দেখা করতে পারবে ।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্য হলাম। ভালবাসা রইল। হ্যাঁ, আমার বাড়ি জাফলং। চাইলে আসতে পারেন। জাফলংয়ে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম।

যোগাযোগের জন্য : Click This Link


অবশ্যই ম্যাসেজে আপনার পরিচয় দিবেন।

ভাল থাকুন। শুভ কামনা সতত। @মামুন রশিদ

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভাবনার লেখাগুলো । :)

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ভালবাসা রইল।

শুভ কামনা সতত।@কলমের কালি শেষ

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: হলদে হেমন্ত ! ছবিটা বেশ !

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালবাসা রইল। শুভ কামনা সতত। @স্বপ্নবাজ অভি

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

ডি মুন বলেছেন: মিষ্টি ঝরঝরে লেখা। খুব ভালো লাগল। +++++

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্য হলাম।
অন্তরের গোপন দহলিজ থেকে সবটুকু ভালবাসা উজার করে দিলুম।
শুভ কামনা সতত। @ডি মুন

৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

জেরিফ বলেছেন: ভোরের কাঁচা রোদ, মৃদু হিমস্পর্শ প্রাণে শিহরণ জাগায় !


সাথে এত্ত এত্ত ঘুম |-) |-)

হেমন্তের শুভেচ্ছা :)

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

সৃষ্টিশীল আলিম বলেছেন: আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভাললেগেছে জেনে ভাল লাগলো।

ধন্য হলাম।

শরতের সকল শুভ্রতা ছুঁয়ে যাক আপনার সৃষ্টিশীল আগামি।

শুভ কামনা সতত। @জেরিফ

৭| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্নিগ্ধ বর্ণনাশৈলীর মুগ্ধতার পোস্ট ৷

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্য হলাম।
অন্তরের গোপন দহলিজ থেকে সবটুকু ভালবাসা উজার করে দিলুম।
শুভ কামনা সতত। @জাহাঙ্গীর আলম৫২

৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

লেখোয়াড় বলেছেন:
লেখাটি হৃদয়ের অনেক কাছের।
ছবি দুটিও সুন্দর।

অনেক ভাল লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভাললেগেছে জেনে ভাল লাগলো।

ধন্য হলাম।

হেমন্তের সকল শুভ্রতা ছুঁয়ে যাক আপনার সৃষ্টিশীল আগামি।

শুভ কামনা সতত। @লেখোয়াড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.