নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব - ৩
****** গ্লাস উইং বাটারফ্লাই। কাঁচের মতো সচ্ছ ডানা আছে এই প্রজাপতির
►►ঠান্ডা পানির চেয়ে গরম পানি বেশি তাড়াতাড়ি বরফ হয়
►► ৫০ বছর না হলে কোন গাছে ফল হয় না জানেন?? ওক গাছ!
►►শুক্রগ্রহে কোনো ঋতু নাই!! কিন্তু কেন?? কারন, মহাবিশ্বে শুক্রই একমাত্র গ্রহ যা কাত হয়ে ঘুরে না !!
►►আঙ্গুলের নখ পায়ের আঙ্গুলের নখের চেয়ে ৪ গুণ বেশি বড়!
►► পৃথিবীর শীতলতম স্থান - রাশিয়ার ভারখয়ানস্ক।
►►ইংল্যান্ডের সংসদের স্পিকারের কথাবলার অনুমতি নাই!!
►► বিশ্বের সবচেয়ে বড় ললিপপ টি লম্বায় ৫ ফুট ১১ ইঞ্ছি, প্রস্থে ৩ ফুট ছয় ইঞ্চি, ওজন ৩১০০ কেজি!
►►সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়! কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!!
►► হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়!!
►► ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে!!
►► রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!
►► নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!
►► চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!!
►► ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন করে (সকল প্রকার তরল মিলিয়ে)!!
►► ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!!
►► শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট বাতাস গ্রহন করে!!
►► ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!
►► ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া করে!!
►► প্রাচীন মিসরে তরুণীরা দিনের শুরুতে মাথায় জমাট বাঁধা পশুর চর্বি দিয়ে রাখত। পরে সূর্যের তাপে গলে চুলে মিশে যেত এই চর্বি। ওটাই ছিল তাদের চুলের কন্ডিশনার।
►► ১৮৭০ সালে মার্কিন সেনারা মাথায় বিশেষ ধরনের টিনের টুপি পরত। এর ওপর লাগানো থাকত প্রদীপ। টুপির ভেতরেই থাকত তেল। রাতের আঁধারে পথ চলতেই এ ব্যবস্থা।
►► ১৯৪২ সালে মার্কিন ক্যাপ্টেন সিরিল জোনস বিমান থেকে লাফিয়ে নেমেছিলেন সুমাত্রা জঙ্গলে।তবে মাটি ছোঁয়ার আগেই গাছের ডগায় তাঁর প্যারাসুট আটকে যায়। শত্রুদের হাতে ধরা পড়ার আগে ঝাড়া ১২ দিন শূন্যে ঝুলে ছিলেন তিনি। আর এ সময়ে তাঁকে খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিল একটি বানর!
►► শুধু লন্ডনে গ্রাফিতি তথা দেয়ালচিত্র পরিষ্কার করতে সরকারকে বছরে খরচ করতেহয় প্রায় এক হাজার কোটি টাকা!
►►পরিসংখ্যানে দেখা গেছে যে, প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে।
►► বিয়ের আংটি সব সময় অনামিকা আঙ্গুলে পড়ানো হয়। কারণ সেই আঙ্গুলের সাথে হার্ট এর সংযোগ আছে বলে ধরা হয়।
►► যে স্বামী তার স্ত্রীকে প্রতিদিন সকালে কিস করে সে অন্যদের চেয়ে পাচঁ বছর বেশি বাঁচে!
►►যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের দেহে সেরেটোনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হওয়া কমে যায়। যার ফলে মন কিছুটা উদাস থাকে বা বিষণ্ণতায় ভুগে।
►► বেশিরভাগ ব্রেক-আপ হয়ে থাকে রিলেশনের ৫-৬ মাসের মাথায়।
►►৪০-৭০% নারীহত্যা সংঘটিত হয় তাদের প্রেমিক বা স্বামী দ্বারা।
►► শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম (আ) কে সৃষ্টি করা হয়েছে।।
►► এই দিনে হযরত আদম (আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।।
...
►► এই দিনেই হযরত আদম (আ) পৃথিবীতে অবতরণ করেন।।
►► সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম (আ) মৃত্যুবরণ করেছিলেন।
►► শুক্রবার দু'আ কবুলেরও দিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না।
►► ‘মাস’ শব্দটা এসেছে ১২ বার, ‘দিন’ শব্দটা এসেছে ৩৬৫ বার
►► ‘জিহ্বা’ শব্দটা এসেছে ২৫ বার, ‘উত্তম বাক্য’ শব্দটা এসেছে ২৫ বার
►► ‘যাকাত’ শব্দটা এসেছে ৩২ বার, ‘বরকত’ শব্দটা এসেছে ৩২ বার
►► ‘মানুষ’ শব্দটা এসেছে ৩৬৮ বার, ‘রাসূল’ শব্দটা এসেছে ৩৬৮ বার
►► ‘জীবন’ শব্দটা এসেছে ১৪৫ বার, ‘মৃত্যু’ শব্দটা এসেছে ১৪৫ বার
►► ‘উপকার’ শব্দটা এসেছে ৫০ বার, ‘ক্ষতিকর’ শব্দটা এসেছে ৫০ বার
►► ‘ফেরেশতা’ শব্দটা এসেছে ৮৮ বার, ‘শয়তান’ শব্দটা এসেছে ৮৮ বার
►► ‘দুনিয়া’ শব্দটা এসেছে ১১৫ বার, ‘আখিরাত’ শব্দটা এসেছে ১১৫ বার
►► জান্নাত শব্দটা এসেছে ১০০০ বার, ‘জাহান্নাম’ শব্দটা এসেছে ১০০০ বার।
►► ‘হালাল’ শব্দটা এসেছে ২৫০ বার, ‘হারাম’ শব্দটা এসেছে ২৫০ বার।
►► ‘আদেশ’ শব্দটা এসেছে ১০০০ বার, ‘নিষেধ’ শব্দটা এসেছে ১০০০ বার।
►► ‘পুরুষ’ শব্দটা এসেছে ২৪ বার, ‘নারী’ শব্দটা এসেছে ২৪ বার।
►► একটি মৃতদেহ মাটি থেকে পানিতে চার গুণ বেশি তাড়াতাড়ি পচে।
►► একটি রাবার অণুতে ৬৫ হাজার পরমাণু থাকে।
►► কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো “Big Village (বড় গ্রাম)”!!
►►কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
►► কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!
►►প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরের রক্তকনিকা বাড়ে, ফলে ত্বক পরিস্কার হয়।
►►ছোট এলাচ, খেঁজুর ও আঙ্গুর একসঙ্গে পিষে মধু মিশিয়ে খেলে হাপানির কষ্ট কমে।
►►কাঁচা হলুদ গরম করে গন্ধ শুকলে সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।
►►জিভে ঘা হলে, পানির সাথে কর্পূর গুলে জিভ কয়েকদিন ধুলে জিভের ঘা ভাল হয়।
►►ডায়াবেটিস কমাতে কাঁচা ঢেড়স পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খান।
►► যারা নিয়মিত সকালের নাশতায় ডিম খাওয়ার অভ্যাস করেছেন তাদের স্মৃতিশক্তি অন্যদের চেয় অনেক তুখোড়।
►► কলা খেয়ে সোজা হয়ে কিছু সময় বসে থাকলে মাথা ব্যথা কমে।
►►আপেলের চেয়ে আমড়ার পুষ্টিগুণ বেশি।
►► প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরে বাড়ে, ফলে ত্বক পরিস্কার হয়।
►►ঠাণ্ডা লেগে মাথাব্যথা হলে চাম পেঁয়াজের রসের সঙ্গে দ্বিগুণ পানি মিশিয়ে একবার খেলে ব্যথা কমে যাবে।
►► ডালিম গাছের বাকল, পাতা, অপরিপক্ক ফল এবং ফলের খোসার রস পাতলা পায়খানা, আমাশয় ও রক্তক্ষরণ বন্ধ করে।
►► বলুন তো, পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে? মরুর জাহাজ খ্যাত উট? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল
করবেন। কিন্তু সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটি উটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!
►► পৃথিবীর মোট জীবিত প্রানির ৮৫ ভাগই পানিতে বাস করে (সমুদ্রে)!!
►► কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো “Big Village (বড় গ্রাম)”!!
►► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
►► একটি তিমি মাছের হৃৎপিণ্ড মিনিটে ৯ বার স্পন্দিত হয়!
►► আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার অফার পান
(চলবে
----------------------------
৩১.০৫.২০১৫
মুনশি আলিম
জাফলং, সিলেট
Email: [email protected],
বি.দ্র. সব শেষের পোস্টে লিংক দেওয়া হবে।
৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: বলেন কী ???
২| ০১ লা জুন, ২০১৫ রাত ১০:১৭
বিষাদ সময় বলেছেন: পোস্টটি পড়ে ভাল লাগলো, যদিও বোঝা যাচ্ছে তারপরও উল্লেখ করা প্রয়োজন ছিল--
►►হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়!!
►► ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে!!
►► রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!
►► নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!
...............কত সময়ে?
►► ‘মাস’ শব্দটা এসেছে ১২ বার, ‘দিন’ শব্দটা এসেছে ৩৬৫ বার
►► ‘জিহ্বা’ শব্দটা এসেছে ২৫ বার, ‘উত্তম বাক্য’ শব্দটা এসেছে ২৫ বার
►► ‘যাকাত’ শব্দটা এসেছে ৩২ বার, ‘বরকত’ শব্দটা এসেছে ৩২ বার
..................কোথায়?
০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
সৃষ্টিশীল আলিম বলেছেন: বুঝলে আর বলার দরকার কী!
৩| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:৪০
সুমন কর বলেছেন: হুম !!! কয়েকটা পয়েন্ট পুরোপুরি লেখা হয়নি।
০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সৃষ্টিশীল আলিম বলেছেন: কোন কোন পয়েন্ট ধরিয়ে দিলে সংশোধন করে নিতাম।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
"শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম (আ) কে সৃষ্টি করা হয়েছে।। "
২০০০ সাল অবধি, ৭০% বাংগালী নিজের জন্মদিন জানতো না।