নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিল্পী নন্দী সদা হাস্যময়ী ফুটফুটে তরুণী। তার হাসির ভাঁজে ভাঁজে খেলা করে পৃথিবীর সব সাজানো মুগ্ধতা! পৃথিবীর গোপন দুঃখগুলো তার হাসির আভায় ম্লান হয়ে যায়! মনের কোথাও যেন কোন প্রকার দুঃখ, ক্লেদ, ঘৃণা নেই। আদর্শিক প্রবাসী বাঙালি। পেশায় ফ্যাশন ডিজাইনার হলেও পুরোপুরি প্রগতিশীল চেতনার ধারক। যে সমস্ত বাঙালিদের দেশের প্রতি অপরিসীম দরদ রয়েছে শিল্পী নন্দী তাঁদের মধ্যে অন্যতম প্রধান। ২০১০ সালে ভার্চুয়াল জগতে প্রবেশ। বিশেষ করে ফেসবুকে প্রায়শই তার সরব উপস্থিতি লক্ষ্য করার মতো।
আর-দশজন মানুষের চিন্তা-ভাবনা থেকে শিল্পী নন্দী ভিন্ন। মনের ভেতরে কোন প্রকার কালিমা নেই বললেই চলে। পুরোপুরি এক অসাম্প্রদায়িক মানুষ। কবে যে এই মহিয়সী নারীর সাথে পরিচয় হয়েছিল তা সঠিক করে বলতে পারি না। তবে তাঁর সকল প্রকার কথা-বার্তা, আদেশ-উপদেশের মধ্যে যেমন পরম আন্তরিকতার ছোঁয়া খুঁজে পেয়েছিলাম, তেমনি জাত্যাভিমানহীন এক সরল মানুষের প্রতিমূর্তিও অবলোকন করেছিলাম। বন্ধুত্ব যে বেছে বেছেই করতে হয় তা অনেকটা তার কাছ থেকেই শিখা।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনার পর বর্তমানে সপরিবারে বাস করছেন ফ্রান্সের প্যারিসে। এক কন্যা সন্তানের জননী। নানা কাজে ব্যস্ত থাকার কারণে ২০১৪ সালে এই সৌখিন, সুখী, দেশপ্রেমিক, ভাষাপ্রেমিক দম্পতিকে তাদের বিয়ে বার্ষিক অনুষ্ঠানে শুভ কামনা জানানো হয়নি। দীর্ঘদিন থেকে প্রবাস যাপন করেও তিনি ভুলেননি স্বদেশকে, ভুলেননি মাতৃভাষাকে। বিদেশের মাটিতেও যথাসম্ভব বাংলা ভাষার বিস্তারে আলোকবর্তিকার মতোই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জয়তু শিল্পী নন্দী!
--------------
২৯.০৮.২০১৫
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮
নিয়েল হিমু বলেছেন: বাহ এই না হলে শুভ কামনা জানানো দারুন ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: একগুচ্ছ ভালোবাসা
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২০
প্রবাসী ভাবুক বলেছেন: তাকে আমি ভাল করে চিনি৷ কিন্তু হঠাৎ করে তার গুণগান করার বিষয়টা ঠিক বুঝলাম না৷ এই দিদি তো ২০১০ সালে ফ্রান্সে গিয়েছিল৷ প্যারিসের নিটকবর্তী ক্রিতেই শহরে তার সাথে পরিচয় এবং এই দিদি ও তার মেয়ে ঐসময়ে ফ্রান্সে গিয়ে সম্ভবত রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিল৷ পরে হয়ত তার স্বামীকে নিয়ে থাকতে পারে৷ যাইহোক তার উল্লেখযোগ্য কৃর্তিটা কি উল্লেখ করলে ভাল হত৷
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনি এতকিছু জানেন আর তার ব্যক্তিগত কৃর্তি সম্পর্কে জানেন না, এটা তো খুবই লজ্জাজনক ব্যাপার!
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১
ক্ষতিগ্রস্থ বলেছেন: শিল্পী নন্দী সদা হাস্যময়ী ফুটফুটে তরুণী।
'ফুটফুটে' বিশেষনের খুব অপব্যবহার হল...
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনি আসলেই ক্ষতিগ্রস্থ...
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
প্রবাসী ভাবুক বলেছেন: আমি যে প্রশ্ন করলাম উত্তর না দিয়ে বরং নিজেও উত্তর জানেন না সেটা প্রকাশ করলেন৷ আমি তাকে চিনি কিন্তু তার কোন উল্লেখযোগ্য কীর্তি দেখিনি তাই আপনাকে প্রশ্ন করেছিলাম যেটা হয়ত আমার অগোচরেই রয়ে গেছে৷ আপনার পোস্টটি মূলত তার কীর্তিকে প্রকাশ করে অভিনন্দন জানানোর জন্য৷ সুতরাং আপনি নিশ্চয়ই জানেন তার ব্যক্তিগত কীর্তি৷ তিনি বরং ফ্রান্সে গিয়ে দেশের বদনাম করে আশ্রয় প্রার্থনা করেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর চরম নির্যাতনের কারণে বসবাসের অযোগ্য৷
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
ক্ষুদে লেখক বলেছেন: এমন ভালো কাজ কয়জনইবা করে