নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধা আজিজ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার তিন নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের বাউর বাগ হাওর গ্রামের বাসিন্দা। বয়স প্রায় ছিয়াত্তর ছুঁইছুঁই করছে। নানাবিধ কারণে তিনি এখন শয্যাশায়ী। সরেজমিনে খোঁজখবর নিয়ে জানতে পারলাম- প্রায় কয়েক বছর ধরে তিনি প্যারালাইজডে ভোগছেন। দেখার কেউ নেই! ছেলে-মেয়েরা থেকেও যেন নেই! প্যারালাইজড রোগীকে নিয়মিত ঔষধ-পথ্যাদি দেওয়া আর সেবা-শুশ্রূষা করতে করতে একামাত্র পুত্রবধূ্ও ক্লান্ত!
বছর পাঁচেক ধরে অসুস্থ হলেও এখনো মেলেনি রাষ্ট্রীয় চিকিৎসা সেবা। তাঁকে দেখতে যান না জীবিত সহযোদ্ধারাও। খোঁজখবর নেননি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কিংবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারও! ইউনিয়ন পরিষদ মেম্বার কিংবা চেয়ারম্যানের কথা না হয় নাই বা বললাম। যদিও সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার! উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যানের নির্বাচনী প্রচার ও প্রসারে তাঁর পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল।
নিজের প্রাণের বিনিময়ে হলেও দেশকে রক্ষা করতে হবে- এই পণ করে একসময় জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। লোকমুখে শুনেছি- যুদ্ধক্ষেত্রেও তিনি নাকি বেশ সাহসী ভূমিকা দেখিয়েছেন। নিজের বুদ্ধি ও কৌশলগুণে পাকিস্তানী হানাদারদের হাত থেকে রক্ষা করেছেন সহযোদ্ধাদের। একের পর এক অপারেশনে তাঁর সাহসী ভূমিকায় প্লাটুন কমান্ডার থেকে শুরু করে সহযোদ্ধারাও অভিভূত হয়েছেন।
দেশমাতার অকোতোভয় এই বীর সৈনিক আজ জীবনযুদ্ধে বড়ই ক্লান্ত! দীর্ঘদিন প্যারালাইজডে ভোগা আজিজ মিয়া আজ বড়ই অসহায়। পারিবারিক টানাপোড়েনের কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় চিকিৎসার আশায় এখনো তিনি তীর্থের কাকের মতো অপেক্ষার প্রহর গুণছেন।
চারদিকে অসংখ্য মানুষ; কিন্তু কেউ যেন তাঁর আপন নয়! কেউ যেন তাঁকে দেখেও দেখে না। পৃথিবীর কাছে তিনি ক্রমশ হয়ে উঠছেন আপাঙক্তেয়!
মুনশি আলিম
জাফলং, গোয়াইনঘাট, সিলেট
০৭ ই মে, ২০১৬ রাত ২:৩৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: জি, আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি। পাশ্ববর্তী এলাকার লোক।
ভালোবাসা জানবেন।
২| ০৭ ই মে, ২০১৬ রাত ২:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্যক্তিগতভাবে কি ধরণের পেশায় আছেন (না জানালে অসুবিধা নেই); উনার কি থাকার যায়গা আছে, খাবার চলছে, রান্না করে দিচ্ছে কেহ?
৩| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
সময় পেলে উপরের প্রশ্নগুলো উত্তর দেবেন, প্লীজ
০৭ ই মে, ২০১৬ রাত ৩:১৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: বলেছেন: খাবার দিচ্ছে, কিন্তু যেভাবে তাঁকে খাবার দিচ্ছে আর যা দিচ্ছে তা দেখলে মানবতা থমকে দাঁড়াবে নিঃসন্দেহে!
নিচের অংশটিও সংযোজন করা হলো।
পুরনায় ভালোবাসা জানবেন।
৪| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:০৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: কলেজ শিক্ষক ও সাংবাদিকতা। বৃহত্তর সিলেটের মুক্তিযোদ্ধাদের জীবনী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় একদিন তাঁর বাড়ি গিয়েছিলাম। নদীর পাড়ে বাড়ি। যে কোন সময়ই তাঁর ক্ষুদ্র কুটির ভেঙ্গে যেতে পারে। কিংবা নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তিনি কথা বলার চেষ্টা করেন কিন্তু তাঁর সবকথাই আমার পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনি। প্রতিবেশীদের কাছে জানতে পারলাম, বেশিরভাগ সময়ই তাকে ঘরে বন্দি করে রাখা হয়!
বিস্তারিত জানার জন্য তাঁর মুক্তিযুদ্ধের নথিপত্র বের করে বিস্তারিত জানার চেষ্টা করি। মুক্তিযোদ্ধারা কেউ এসেছিল কিনা সে বিষয়ে খোঁজখবর নিলাম। সেদিন তাঁর একমাত্র ছেলে বাড়িতে ছিল না। কেবল মুক্তিযোদ্ধার নাতি ও নাতনীসহ পুত্রবধূ বাড়িতে ছিল। পুত্রবধূর মুখেই বিস্তারিত শুনলাম।
তাঁর কাগজে উল্লিখিত সহযোদ্ধাদের মধ্যে জনৈক ব্যক্তিকে একবার জিজ্ঞেস করেছিলাম, তাঁর কোনো খোঁজখবর নিয়েছিল কি না? কিংবা সরকারিভাবে চিকিৎসার কোনো ব্যবস্থা হয়েছে কি না? সে এ বিষয়ে যা বললো তাতে আমি খুবই মর্মাহত হলাম।
এর পরের দিন মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডারকে জিজ্ঞেস করেছিলাম তাঁর (আজিজ মিয়া) সম্পর্কে। সেও আমতা আমতা করে বললো- তাঁর সম্পর্কে জানি যে, তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইজডে ভোগছেন। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রকারের লিখিত সহযোগিতা চাওয়া হয়নি। চাইলে বিষয়টি বিবেচনা করে দেখব।
পুনরায় তাঁর ছেলেকে বললাম- আপনি কোন প্রকারের সাহায্য-সহযোগিতা তাদের কাছে চেয়েছিলেন কি না? উত্তরে তাঁর ছেলে আব্দুর রাজ্জাক বললেন- হ্যাঁ, চেয়েছি। বাবার বিষয়ে ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারাই জানেন। শুধু ইউনিয়ন নয়, উপজেলারও প্রায় তিন চতুর্থাংশ মুক্তিযোদ্ধা জানেন। থানা কমান্ডার তো বটেই!
আমার সাধ্যের মধ্যে যতটুকু সাহায্য করার ছিল করেছি। কিন্তু আমার মনে হয়েছে চিকিৎসাটি কিছুটা ব্যয়বহুল। ফলে রাষ্ট্রীয় সহযোগিতা বা সকল মুক্তিযোদ্ধা বা সুহৃদমহলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন।
৫| ০৭ ই মে, ২০১৬ ভোর ৬:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বড় মর্মান্তিক। দেশের একজন সূর্য সন্তান এভাবে ধুঁকে ধুঁকে মারা যাবেন, কল্পনা করতেও লজ্জা হয়। রাষ্ট্রের কাছে করজোড়ে অনুরোধ, মুক্তিযোদ্ধা আজিজ মিয়ার সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
০৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার সুচিন্তা ও মানবিক চিন্তার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন। শুভকামনা অফুরান।
৬| ০৭ ই মে, ২০১৬ সকাল ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি নিজের টেলিফোন দেন, আমি আপনাকে কল করবো; যদি অসুবিধা থাকে আমার ফোন নম্বর দেবো; আমি নিজেই মুক্তিযোদ্ধা, আমি ১ নং সেক্টরের সৈনিক; আমি আপনার মারফত উনাকে সামান্য সাহায্য করতে চাই।
০৭ ই মে, ২০১৬ সকাল ১১:০০
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার আন্তরিকতা দেখে আমি খুবই আপ্লুত। সেইসাথে আরও খুশি হলাম আপনি মুক্তিযোদ্ধা কথাটি জেনে। আপনার প্রতি শ্রদ্ধা শতগুণে বেড়ে গেল।
নিচে আমার ফেবু লিংক দেওয়া হলো:
https://www.facebook.com/profile.php?id=100000331217752
৭| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:২০
সুমন কর বলেছেন: দুঃখজনক ঘটনা।
০৭ ই মে, ২০১৬ সকাল ১১:০২
সৃষ্টিশীল আলিম বলেছেন: সত্যি দুঃখজনক ঘটনা।
ভালোবাসা জানবেন।
৮| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডারকে জিজ্ঞেস করে, উনার অনুমতি নিয়ে, উনার ফোন নম্বরটা সম্ভব হলে আমাকে দেবেন; যদি ঝামেলা হয়, দরকার নেই।
৯| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:৩৮
জনতা-২০১৬ বলেছেন:
আপনি খুবই গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে লিখেছেন; আপনাকে ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৬ সকাল ১১:১১
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ। হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন।
১০| ০৭ ই মে, ২০১৬ সকাল ১০:২৮
সোজোন বাদিয়া বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার আগ্রহ এবং শ্রদ্ধার জন্য সালাম জানাই। ওনাদের সবচেয়ে বড় ভুল ছিল আমাদের মতো নির্বোধ, নির্বিবেক, লোভী, দলবাজ এবং প্রতিহিংসাপরায়ন একটি জাতির জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন।
১৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: নিরন্তর ভালোবাসা ও শুভকামনা জানবেন।
১১| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনাকে হাজারো ধন্যবাদ। আমি সামান্য টাকা পাঠানোর ব্যবস্হা করবো, আপনি তটুকু পারেন ম্যানেজ করবেন। আপনার সাথে কথা বলার পর, আপনাকে ই-মেইল দেবো।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫
সৃষ্টিশীল আলিম বলেছেন:
আমার ইমেইল: [email protected],
১২| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
আমি ফেসবুক ব্যবহার করি না।
১৩| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
লিখন কাজী সাহেবের সাথে কথা হয়েছে। আপনার নম্বরে ফোন করেছিলাম।
১৪| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
আমি ফোন নিয়েছি; ফোনসহ কমেন্টগুলো মুছে দিতে পারেন।
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার মোবাইল দিয়ে একটি ম্যাসেজ দিবেন প্লিজ।
১৫| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:২১
ইচ্ছের নীল রং বলেছেন: বর্তমানে বাংলাদেশে আসল ও নকল মুক্তিযোদ্ধা চেনা দায়।
আপনার লেখা ভালো লেগেছে। সর্বশেষ শব্দটা একটু বুঝিয়ে বলবেন!!!!!! আমি বুঝিনি
শুভকামনা রইল
১৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৬
সৃষ্টিশীল আলিম বলেছেন: লেখাটি আপনার দৃষ্টিগোচর হয়েছে জেনে ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ শব্দটির অর্থ বিরক্তিকর ! বোঝা ! অথর্ব ! ...
ভালোবাসা জানবেন।
১৬| ০৮ ই মে, ২০১৬ রাত ১:২৩
রাফা বলেছেন: হায়রে দেশ ,এই দেশে সূর্য সন্তানদেরকেও সাহায্য চাইতে হয়।আমাদের দুর্ভাগ্য আমরা এদের পাশে দারানোর মত মানুষও খুব বেশি দেখিনা আমাদের আশেপাশে।
এই বীর মুক্তিযোদ্ধার সাথে সরাসরি যোগাযোগ করার কোন ব্যাবস্থা থাকলে একটু জানান এখানে।যেহেতু তার ছেলের বউ বর্তমানে তার দেখাশুনা করছে -উনার সাথে যোগাযোগ করতে পারলেও হবে।ঠিকানা/ইমেইল বা ফোন নাম্বার দিলে আমার জন্য সুবিধা হয়।
আপনাকে ধন্যবাদ,সৃষ্টিশীল আলীম।
১৬ ই মে, ২০১৬ দুপুর ১:২০
সৃষ্টিশীল আলিম বলেছেন: একটু দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি।
আপনার আন্তরিকতা দেখে সত্যিই মুগ্ধ। আপনি ইচ্ছে করলে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন। সাথে ইউপি মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডারের নাম্বারও দিলাম।
০১৮৬১৪৪৩৬১১ ( ছেলে আব্দুর রাজ্জাক )
০১৮৩৭০৮৬১৯৮ ( ইউপি মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার- লিখন কাজী )
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৬ রাত ২:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি উনার এলাকার লোক? আপনি কি উনাকে দেখেছেন? উত্তর দেবেন, প্লীজ