নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি কৃতজ্ঞতা : গুগল
* দুই শ্রেণির লোক কখনোই কথা রাখে না-টেইলার এবং রাজনীতিবিদ!
* নারী কখনোই নিজের জন্য সাজে না; আর পুরুষ কখনোই নারীর সত্যিকার প্রশংসা করে না!
* বিক্রেতারা সবসময়ই লাভ চায়, এমনকি ক্রেতা হলেও!
* চোখে চোখ রেখে মানুষ মিথ্যে বলতে পারে না!
* দোষ মানুষই করে, আর দোষ হয় বিভিন্ন তন্ত্রের (গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র...)
* স্বর্ণকারদের স্বভাবই লোক ঠকানো এমনকি তাদের স্ত্রীদের ক্ষেত্রেও!
* পুরুষ সবচেয়ে বেশি রেগে যায় তাকে ‘মহিলা/ বেটি’ বলে গালি দিলে।
* আবেগের জায়গায় ধনী, গরিব সকলেই সমান!
* চুমুতে চিনি নেই, কিন্তু তা চিনির চেয়েও মিষ্টি!
* ধূমপান স্বাস্থের জন্য যেমন ক্ষতিকর, তেমনি জোরে কথা বলাও।
* দিন যেমন রাতের কাছে ঋণী তেমনি রাতও দিনের কাছে। ধনী যেমন গরিবের কাছে ঋণী তেমনি গরিবও ধনীর কাছে। তবে অপ্রিয় সত্য-গরিব এ মহান সত্য স্বীকার করলেও ধনীরা তাতে সংকোচবোধ করে!
* মুখ থেকে মোবাইলের দূরত্ব এক/দেড় ইঞ্চি জেনেও মোবাইলের মানুষটাকে (অপর প্রান্তের) কাছের ভাবতে পারে না, জোরে জোরেই কথা বলে!
* প্রেমিক-প্রেমিকারা সবসময় জনহীন অন্ধকার স্থানই বেশি ভালোবাসে!
মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],
০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা অহর্নিশ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
শোভ বলেছেন: প্রেমিক-প্রেমিকারা সবসময় জনহীন অন্ধকার স্থানই বেশি ভালোবাসে! ******** একটু যোগ করি , যাদের প্রেম যত গভীর তারা ততো গভীর অন্ধকার আর ঘন ঝোপ পছন্দ করে ।
০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
সৃষ্টিশীল আলিম বলেছেন:
ধন্যবাদ প্রিয়।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
সৃষ্টিশীল আলিম বলেছেন: এ যুগে জন্ম নিলে বোধ হয় তা আর করতেন না!
৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: কিছু বাক্য তো আগের পোস্টের মধ্যেও ছিল।
০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার নিখুঁত পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
হাফিজ রাহমান বলেছেন: ভাল লাগল ভাই! ধন্যবাদ।