নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি কৃতজ্ঞতা : গুগল
উকিলরা পেশাগতভাবে মিথ্যুক!
ছেলেরা যৌবনের শুরুতে প্রেম করার জন্য মারিয়া হয়ে ওঠে; তবে নিজের বোনকে সবসময় এসব থেকে দূরে রাখার চেষ্টা করে। ঐ যে-শিশুদের নাগালের বাইরে রাখুন!
পুরুষের তুলনায় নারীরা বেশি প্রশংসাপ্রিয়।
বাংলাদেশের রাজনীতি এখন আর মেধাবীদের দখলে নেই, সুবিধাবাদী ব্যবসায়ীদের দখলে!
পুরুষ কখনোই সুন্দর মন চায় না, সুন্দর শরীর চায়!
কান্না হলো নারীর দাবি আদায়ের বড়ো অস্ত্র!
নারী সুন্দর করে হেসে কথা বললেই পুরুষরা সুযোগ খোঁজে!
বেশি প্রচার-প্রসার কিংবা বিজ্ঞাপনের চিন্তা করলেই বুঝতে হবে সেই লেখক ফুরিয়ে যাচ্ছেন।
নারীদের খিটখিটে মেজাজই তাদের সংসার ভাঙার জন্য দায়ী!
যে নারীরা টাকার পাগল তাদের কাছে পুরুষের চেহারার গুরুত্ব তেমন একটা নেই!
ভিখারির প্রধান সম্পদ ছেঁড়া পোশাক এবং কণ্ঠ!
মামলা সব সময় আতঙ্ক এবং ঘৃণার বিষয় হলেও বর্তমান রাজনৈতিক মামলাগুলো উল্টো অর্থই ধারণ করেছে। --
দেশে নারী নির্যতনের আইন থাকলেও পুরুষ নির্যাতনের আইন নেই!
বেশিরভাগ শিক্ষকই পাঠবইয়ের বাইরে পড়াশোনা করতে অনাগ্রহী। এরা কেবল চাকরি করে শিক্ষকতা নয়!
চাকুরিজীবী নারীরা কদাচিৎ পুরুষের নিয়ন্ত্রণে থাকে!
টাকার বিকল্প হিসেবে ‘বিনয়’ স্থান পেতে পারে। কেননা, বিনয় দিয়েও অনেক কাঠিন্যকে জয় করা যায়!
প্রেম করার মুহূর্তগুলোতে পুরুষরা টাকার হিসেবনিকেশ করে না! করলেও তা বিনিয়োগ হিসেবে মনে করে!
সাহিত্যের গঠনমূলক সমালোচনাকেও আজকাল বাঁকা চোখে দেখা হয়; আর সরকারের সমালোচনা তো করাই যায় না!
সরকারের আদর্শও পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে। ক্ষমতা টিকিয়ে রাখতে আদর্শকে জলাঞ্জলি দিতে কোনো সরকারেরই রুচিতে বাধে না!
গলাবাজি করা বা গোষ্ঠীকেন্দ্রিক সাহিত্যিক সমকালের আস্তাকুঁড়েই পড়ে থাকে, মহাকালে ঠাঁয় হয় না!
কোনো কাব্যের একটি কবিতা জনপ্রিয় হলে সে কাব্যটিও পরবর্তীতে আলোচনায় ওঠে আসে।
অর্থকষ্টে পড়ে বহু প্রতিভাই অকালে ঝরে যায়।
যুবতী নারীদের হাসি বুড়াদের মধ্যেও মাদকতার মতো কাজ করে!
ধর্ম নিয়ে পুরুষ যতটুকু আগ্রহী নারী ততটুকু নয়!
বেশি কথা বলা নারীদের পুরুষ কম পছন্দ করে।
মুনশি আলিম
জাফলং, সিলেট
ই-মেইল : [email protected],
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: প্রশ্নবোধক চিহ্ন একটা দিলেই তো বুঝতাম! বেশি দেওয়ার যেমন নিয়মও নেই তেমনি বিশেষ অর্থও বহন করে না।
জি আমার লেখা।
ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩
ধ্রুবক আলো বলেছেন: কথা গুলো ভালো লাগলো, তবে বেশির ভাগ কথাই জানা।
অভিনন্দন
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৫
অতঃপর হৃদয় বলেছেন: আপনার লেখা???