নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলংকৃত ছবি কৃতজ্ঞতা : গুগল
পুরুষ বেশি কাম প্রত্যাশী, নারী বেশি আদর প্রত্যাশী।
সুন্দর দেহের শিশুদের আদর আর সুন্দর যুবতীদের কদর বেশি।
আইনের দৃষ্টিতে সকলেই যেমন সমান তেমনি প্রগতিশীল লেখকদের কাছে সব শব্দও সমান।
নারীবাদীরা পর্দাহীন নারীদের প্রশংসা করলেও বিয়ের সময় পর্দাওয়ালাদেরই অগ্রাধিকার দেয়।
পরীক্ষা এলেই শিক্ষার্থীদের প্রার্থনালয়ে যাতায়াত বেড়ে যায়।
প্রেমের জন্য ব্যয় করা অর্থ ও সময় কখনোই অপচয় মনে হয় না।
বাধ্যতামূলক শিখার স্থায়িত্ব কম, ভালোবেসে শিখার স্থায়িত্ব বেশি।
মানুষ ব্যর্থতার সময় উৎসাহ দেয় না, দেয় সফলতার সময় ।
দানের পার্সেন্টিজ না দিলে দ্বীনের কাজে টাকা উত্তোলণকারীদেরও খুঁজে পাওয়া যাবে না।
জুনিয়ররা যখন জনপ্রিয় হতে থাকে তখন সুহৃদ সিনিয়ররা হিংসায় দূরত্ব বজায় রাখে।
দেহের যাতনা দেখা যায়, দেখানোও যায়, কিন্তু মনের যাতনা দেখাও যায় না, দেখানোও যায় না।
যুক্তিবোধহীন মানুষ পশুতুল্য।
রাত বাড়ার সাথে সাথে ভয়ও পাল্লা দিয়ে বাড়ে।
স্বার্থের কারণে ঘনিষ্ঠ বন্ধু মুখ ফিরিয়ে নিলেও বই কখনোই তা করে না। সে আমৃত্যু শ্রেষ্ঠ বন্ধু।
নারীদের বামের আসনে বসাতে বসাতে এখন তারা নিজেরাই বামের আসন খোঁজে।
প্রথম অন্তরার পর যারা টিউন সৃষ্টি করে গুণগুণ করে তাদের সাধারণত পরের অংশটি মুখস্থ থাকে না।
বউয়ের জগৎ থেকে বইয়ের জগৎই শ্রেষ্ঠ।
অবিবাহিত পুরুষ একাধিক প্রেম কিংবা বদমাশি করলেও বিয়ের সময় তাদের সতী নারীই কাম্য থাকে।
প্রেমের সময় মেয়েরা চেহারা দেখলেও বিয়ের সময় টাকাওয়ালাদেরই প্রাধান্য দেয়!
অবিবাহিত মেয়েদের কাছে ‘মহিলা’ সম্বোধন অপমান তুল্য!
প্রেমিকাদের মোবাইল নাম্বার স্মৃতিভ্রষ্ট হওয়ার আগ পর্যন্ত প্রেমিকরা মনে রাখে।
কোনো ধরনের অনুষ্ঠান ছাড়াই ‘ল্যাট্রিন’ শব্দটির স্থলে ‘বাথরুম’ শব্দটি স্থান করে নিয়েছে! মাঝে-মধ্যে সেথা ‘ওয়াশরুম’ও উঁকি মারে!
কাজ শেষে পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও বোর্ড পরীক্ষকদের দেওয়া হয় বছরখানেক পর!
ক্যাডারদের পড়াশোনা ক্যাডার হওয়ার আগ পর্যন্ত!
আড়ালে বিখ্যাতদেরও মানুষ নাম ধরে ডাকে।
মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
সৃষ্টিশীল আলিম বলেছেন:
ঠিক বলেছেন।
ভালোবাসা।
২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩
অতঃপর হৃদয় বলেছেন:
৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর। আরও চাই।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: ঠিক বলেছেন
৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯
আরািফন বলেছেন: মুনশি বচন গুলাে বাস্তব সত্য...... প্রতিটি মুনশি বচন পোস্ট ভালাে লেগেছ
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২
সৃষ্টিশীল আলিম বলেছেন: নিরন্তর ভালোবাসা।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
দ্যা ডন বলেছেন: অবিবাহিত মেয়েদের কেবল 'মহিলা' না, আন্টি কইলেও ক্ষেপে যায়! বিশ্বাস না হইলে একদিন ট্রাই মাইরা দেইখেনেন। তয় দৌঁড়ানি খাইলে আমার দোষ না!
এইগুলা পড়তে ভাল্লাগে, কিন্তু মানতে বললে গা গুলায়!