![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের ক্ষেত্রে নারীদের সবচেয়ে অপছন্দের তালিকায় থাকে টাকলু ব্যক্তি।
টিউবলাইট দেরিতেই জ্বলে। তবু তার কদরই বেশি।
ভালোবেসে কখনোই কেউ বিজ্ঞাপনে চোখ বুলায় না।
মাদকের মতো ক্রীম ব্যবহারও একধরনের নেশা! তবে তা অভ্যাসগত নেশা।
পুরুষের পছন্দের তালিকায় হাস্যময়ী নারীরাই শীর্ষে।
বোধসম্পন্ন নারীমাত্রই কালার সচেতন।
প্রতিটি মানুষ গান শুনে নিজের জীবনের সাথে মিল রেখে।
মানুষ গভীর চিন্তাভাবনা করে কখনোই কথা বলে না।
সমালোচনা হলো পরিশুদ্ধ হওয়ার দর্পণ।
সিগারেটের মতো পানও একধরনের নেশা। তবে তা উপকারী এবং অভ্যাসগত নেশা।
নারীর মুচকি হাসিই হলো পুরুষ বধ করার প্রথম অস্ত্র!
চাকরিতে কোটাপ্রথা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়, কিন্তু মনে নেয় না।
একজন সুন্দরী যুবতী প্রতিনিয়ত যতটা-না ইভটিজিংয়ের শিকার হয় তার চেয়ে ঢের বেশি শিকার হয় টাকলু ব্যক্তি!
কোটায় চাকরি প্রাপ্তদের সামনে কেউ সমালোচনা করে না, আড়াল হলেই ক্ষোভ উগরে দেয়!
পরিবার পরিজন ছাড়াও চলা যায়, কিন্তু মোবাইল ছাড়া একদিনও চলে না।
লেখকের কাছে প্রতিটি লেখাই সন্তানতুল্য।
কোনো দেশে সাধারণের চেয়ে কোটাপ্রথা বেশি হলে সে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে থাকে।
লেখকরা সাধারণত তাদের ধারার বাইরের বইগুলো সম্পর্কে উদাসীন থাকে।
হোঁচট খেলে কেউ-ই সান্ত্বনা দেয় না, উল্টো উপহাস করে।
সাধারণ নারীদের তুলনায় গর্ভবতী নারীদের মেজাজ একটু বেশি খিটখিটে।
মুনশি আলিম
জাফলং, সিলেট
[email protected],
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫
আরািফন বলেছেন: গর্ভবতী নারীদের মেজাজ খালাস হওয়ার আগ পর্যন্ত খিটখিটে থাকে......এই বাক্যটা কেমন জানি আশােভনীয়।তাই লেখকের যতাযত দৃষ্টি আর্কষন করছি....
১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ প্রিয়।
বাক্যটি আমার নিজের কাছেও এখন কেনো যেনো অশোভনীয় মনে হচ্ছে।
খুব শিঘ্রই সংশোধন করবো।
স্পষ্ট মতামতের জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেফিন ভাইয়ের সাথে সহমত
সুন্দর পোস্ট
৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬
মো: আরাফাত ইসলাম বলেছেন: ভাই আপনার পোষ্ট পড়ে আমার অনেক ভাল লেগেছে।
ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা জানবেন।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব কথার সাথে একমত নই। দুঃখিত।
১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: স্পষ্ট মতামতের জন্য ধন্যবাদ।
সবগুলোর সাথেই সবাই সহমত পোষণ করবে এমনটাও অবশ্য প্রত্যাশা করি না।
অফুরন্ত ভালোবাসা জানবেন।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
বুরহানউদ্দীন শামস বলেছেন: গবেষনা ভালই লাগল
৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: গুড। সুন্দর বচন।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা জানবেন।
৮| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্পষ্ট মতামতের জন্য ধন্যবাদ।
সবগুলোর সাথেই সবাই সহমত পোষণ করবে এমনটাও অবশ্য প্রত্যাশা করি না।
অফুরন্ত ভালোবাসা জানবেন।
পরমতসহিষ্ণুতার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মত এবারের পর্ব অনেক সুন্দর।