নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিগ্রি পাসকোর্স শিক্ষার্থীদের কলেজে উপস্থিতির মূল বিষয় হলো-যেমন ইচ্ছে লেখা তাদের হাজিরার খাতা!
সংসারধর্মের অপর নাম যাপিত জীবন।
আত্মবিশ্বাসীরা দেরিতে হলেও সফল হয়।
মানুষ সাধারণত তার নিজের মোবাইল নাম্বার ভুলে না।
তরুণ-তরুণীরা সর্বদা নিজেকে ইনটেক প্রচার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
জটিল বাক্যের মতো জটিল ব্যক্তিও সাধারণভাবে পরিত্যাজ্য।
স্ত্রীর আরেক নাম পরিবার।
চামরার জুতো কেবল টেকসইয়ের জন্যই নয়, আভিজাত্যের জন্যও মানুষ ব্যবহার করে।
বাংলাদেশে শব্দদূষণ কেবল কাগুজে অপরাধ।
রাজনীতিবিদরা জনগণকে প্রকৃতপক্ষে ভালোবাসে না; ভোটের জন্য কেবল সুসম্পর্ক বজায় রাখে।
বাংলাদেশের সিনেমাগুলো সাহিত্য নির্ভর নয়, শরীর নির্ভর।
খালি পেটে খাদ্য ভালো-মন্দের প্রসঙ্গ ওঠে না, প্রসঙ্গ ওঠে ভরা পেটে।
সাধারণত দিনের বেলায় ভূত বিশ্বাসীদের ভূতের কথা মনে থাকে না।
মানুষ স্বভাবতই ঈর্ষাপরায়ণ। কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে।
যারা প্রশংসা করে তারাই সাধারণত প্রশংসা কামনা করে।
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫০
সৃষ্টিশীল আলিম বলেছেন: অনেক অনেক ভালোবাসা।
২| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনার গায়ের ছাদরটা কি আপনার স্ত্রীর, নাকি অন্য কোন মহিলার?
১৪ ই মে, ২০১৭ রাত ১১:৩৩
সৃষ্টিশীল আলিম বলেছেন:
তা জেনে কী করবেন ভাইজান?
৩| ১৫ ই মে, ২০১৭ রাত ১:০২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোষ্ট
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৯
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা।
৪| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
তা অবশ্য ঠিক, মেয়েদের ছাদর আপনি গায়ে দিয়েছেন, আমার জানার দরকার কি!
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮
সৃষ্টিশীল আলিম বলেছেন: দূর থেকে আপনি এত নিশ্চিত হলেন কী করে জনাব?
৫| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৪০
রুমি৯৯ বলেছেন: এত কিছু থুইয়া ভাইজান চাদর নিয়া টানাটানি করতাছেন ক্যা?
১৯ শে মে, ২০১৭ রাত ১২:২৭
সৃষ্টিশীল আলিম বলেছেন:
আমিও তো বুঝতে পারছি না।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: আপনার বচন গুলো আমার খুব ভালো লাগে।