নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে অনেকদিন আগের কথা। মামা রুবজ এ রহমান তখন স্কুলে পড়তেন। তার প্রিয় পোষাপ্রাণি ছিল কচ্ছপ। তার পুকুরঘাট ও আমবাগান জুড়ে ছিল শুধু কচ্ছপ আর কচ্ছপ! কচ্ছপকে নিয়ে তার কৌতূহলেরও যেন শেষ নেই! কচ্ছপ নিয়ে এ যাবৎ রচিত যত ছড়া, কবিতা, শিশুতোষ গল্প রয়েছে মোটামুটি সবই তার দখলে। কচ্ছপের প্রেমে পড়ে এখন পুরো পৃথিবীকেই তার কাছে মনে হয় কচ্ছপময়!
একদিন সন্ধ্যায় মামার ভীষণ পেটখারাপ করল। বাথরুম অনেক দূরে। কিন্তু এরই মধ্যে মামার অবস্থা (পায়খানার বেগ) খুবই শোচনীয়! তিনি আশেপাশে তাকালেন। কেউ নেই। পুকুরের পাশে ঘাসের ওপর রাখা ছিল এক গামছা। মামা আর কুলাতে পারলেন না। সে গামছার মধ্যেই কাজ সেরে ফেললেন। কাজ শেষ হতেই তিনি গামছার দিকে তাকালেন। ওমা! পায়খানাভরা গামছাটি একা একাই হাঁটছে। মুহূর্তেই হেঁটে হেঁটে অদৃশ্য হয়ে গেলো। পুরো বিষয়টিই তার কাছে বড়োই তাজ্জব মনে হলো।
পরের দিন। মামার ঘনিষ্টবন্ধু রুহেল আমিন ওরফে গিট্টু মিয়ার সঙ্গে বিষয়টি শেয়ার করলেন। মামা বললেন—তোর বিশ্বাস না অইলে সন্ধ্যার সময় পুকুরঘাটো আইছ। লগে একখান গামছা লইয়া আইছ। যে কথা সেই কাজ। গিট্টু মিয়া গামছা নিয়ে পুকুরঘাটে এল। মামা বললেন—তুইন ইবায় চাইছ না; ওউ হবায় চা। আমি খাম সারিলাই। বলেই তিনি ভাঁজ করা গামছার পুরো অংশই প্রায় ভরিয়ে ফেললেন। কাজ শেষ করে বললেন—অউ দেখ আমার গু কিলান আটের!
গিট্টু খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। কিন্তু গামছার কোনো নাড়াচাড়া সে দেখতে পেল না। মামাও অবাক! ব্যাপার কী? গতকাল গু-ভরা গামছা হেঁটে হেঁটে অদৃশ্য হয়ে গেল আর আজ? মুহূর্তেই মামা ভীষণ রেগে গেলেন। গামছাটি ধরে মাটির সঙ্গে জোরে আছাড় মারতে লাগলেন। এমন জোরে মারলেন যে, খণ্ড খণ্ড হলুদ অংশগুলো চারদিকে ছড়িয়ে পড়লো। সেই সঙ্গে দুর্গন্ধও! সেকি গন্ধ! গিট্টু মিয়ার খুবই বমি পেল। কিন্তু মামার ভয়ে বমিটাও চেপে গেলেন। মামা পিছনে ফিরে দেখে গিট্টু মিয়ার সাদা শার্ট একেবারে হলুদ হয়ে গেছে। গিট্টু গুয়ের গন্ধে কাঁদতে লাগলেন। মামা কী বলবেন ভেবে পেলেন না। শুধু বললেন। চল, ওই পুষ্কুণিত যাই। পুকুরঘাটে যেতেই মামা অবাক হয়ে দেখলেন—একজোড়া কচ্ছপের ওপর গতদিনের সেই গুয়ের গামছা
সারকথা : ভালোভাবে পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত নিবেন না।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
প্রতিভাবান অলস বলেছেন: হা হা হা, দারুন গল্প!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে রম্য বলে না, কমবুদ্ধির লেখা বলা যায়
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিক জোক...
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭
ব্লগার_প্রান্ত বলেছেন: এত সুন্দর গল্প জীবনে পড়িনি।