নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেন শুনেন শুনেন সবাই শুনেন দিয়া মন,
রগু মিয়ার মেয়ের কথা আমি, করিব বর্ণন।
আটগ্রামেতে বাড়ি তাহার সর্বলোকে জানে,
সহজ সরল মানুষ বলে গ্রামের লোকে মানে।
রগু মিয়ার বড়ো মেয়ে শুনেন তাহার কথা,
পাড়ার সকল ছেলেদের দেখে ঘুরে মাথা।
মেয়ের নামটি ফুলপরি দেখতে চমৎকার,
এমন সুন্দর কন্যা বুঝি নাইকো কোথাও আর!
যেমন তার মুখের গড়ন তেমন তাহার চুল,
বুড়া জোয়ান দেখে তারে খালি করে ভুল!
রগুর মনে অনেক আশা ফুলপরিকে নিয়া,
বড়ঘরের ছেলের সঙ্গে তারে দিবে বিয়া।
মেয়ে তার সবেমাত্র হাইস্কুলে পড়ে,
হাতের কাজও শিখে নিছে একটু একটু করে।
বাবা ডাকে ফুল আর মায়ে ডাকে পরি,
দাদুমণি বাজার থেকে কিনে দিছেন ঘড়ি।
চোখে মাখে কাজল আর চুলে বাধে ফিতা,
সকাল দুপুর সঙ্গে থাকে পাশের বাড়ির মিতা।
দুইজনাতে মিলেমিশে স্কুলেতে যায়,
যাওয়ার সময় গুনগুনিয়ে কত গান গায়!
এইভাবেতে যাচ্ছে সময় কত সপ্তাহ মাস,
মনের মধ্যে কত রঙের স্বপ্ন করে বাস!
পরি এখন হাইস্কুলের আটকেলাসে পড়ে,
কালু মিয়া পাগল হইছে নিবে তারে ঘরে।
ধুলু মিয়া ছলু মিয়া, কত মিয়া রোজ,
পাগল হয়ে সকালদুপুর নিচ্ছে পরির খোঁজ।
একদিন …
পথের মাঝে দাঁড়ায় কালু ফুল হাতে নিয়া,
হাসিমুখে বলে সে—করব তোমায় বিয়া।
ফুলপরির ফুলের প্রতি নাইত কোনো লোভ,
কালুর আচরণে পরির মনে জাগল ক্ষোভ!
মুখভেংচি মেরে পরি সামনে হাঁটতে চায়,
কালু মিয়া আঁচল ধরে পরিরে থামায়।
কোমর থেকে বের করে লম্বা একটি চাকু,
বাবা আমার মেম্বার ওসি আমার কাকু!
চাকু দেখে পরির শরীর কাঁপে থরথর,
কেমন করে যাব এখন আমার নিজ ঘর!
এর পরেতে কি হইল শুনেন মন দিয়া,
পরির পড়া বন্ধ হইল তারে দিব বিয়া।
শুক্রবারে বিয়ার তারিখ ঠিকঠাক হইল,
পরির জবানবন্দি কেহ নাহি নিতে চাইল।
ছোটো পরি কান্দে দেখ হয়ে জারে জার
বেঁচে থেকে লাভ নাই কী করিব আর!
মায়ে বাপে পাড়াপড়শি সুযোগ করে আসে,
হাসিমুখে বুঝায় তারে বসে তাহার পাশে।
বাল্যবিয়ে হয়ে গেল বলব কী আর ভাই,
ছমাস পরে খবর এলো পরি আর নাই!
গর্ভবতী হয়ে মরল পরি অকালে,
বাল্যবিয়ের কুফল বললাম শুনেন সকলে।
এমন ভুল না করিতে আসুন করি পণ,
জীবন মোদের ধন্য হবে সুস্থ থাকবে জীবন।
০৯-০৭-২০১৮
সিলেট
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৭
সৃষ্টিশীল আলিম বলেছেন: ভালোবাসা নিরন্তর।
২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪১
আকিব হাসান জাভেদ বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ছন্দ ছড়া পুথি ।
ফুলপরিদের ফুলের মন
ভেঙ্গে যায় তবে অকালে
যে জিবন টা বুঝার সময়
সেই সময়টা বলি হয় বাল্যবিবাহে।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৩
সনেট কবি বলেছেন: যথেষ্ট ভাল হয়েছে পুঁথি।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩২
সৃষ্টিশীল আলিম বলেছেন: ধন্যবাদ।
৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
আমেজ দারুণ! পড়ার সময় মনে হল গ্রামে বসে আছি!
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: অফুরন্ত ভালোবাসা।
৫| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৩
ব্লগ মাস্টার বলেছেন: বাল্য বিবাহ সমাজের জন্য অভিশাপ।
১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩
সৃষ্টিশীল আলিম বলেছেন: হুম। ঠিক তাই।
ধন্যবাদ।
৬| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন পুঁঠি।
৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: পুরো একটা গল্প কবিতায় তুলে ধরেছেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫
শামচুল হক বলেছেন: দারুণ। ধন্যবাদ