নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

এটাই জীবন, এটাই বাস্তব, এবং সত্য।।।

০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১২



পৃথিবীতে আসলে কেউ কারো নয়, জীবনটা হচ্ছে সিনেমার সুটিং স্পট। এবং আমরা সবাই অভিনেতা। প্রয়োজন মত সবাই সবার আপন, প্রয়োজন শেষে সবাই একা। এটাও সত্য যে সুখের সময় সবাইকে দেখা যায়, কিন্তু দুঃখের সময় কাউকে দেখা যায় না। দুঃখ টা হচ্ছে একান্ত নিজের। মানুষের সঙ্গে আকাশের তুলনা করা যায়, রাতে আকাশের বুকে তাঁরা দেখা যায়, সকালে আর দেখা যায় না। দিনে সূর্য দেখা যায়, রাতে দেখা যায় না। মানুষ আকাশের মতই একা।



সব কিছুর পরও মানুষ বেঁচে থাকে। কাউকে ভালবেসে সুখ পায়, দুঃখ পায়, জীবনে সফলতা পায়, আবার ব্যর্থ ও হয়। আবার ও আশার কাজল চোখে একে সামনে এগিয়ে যায়, এটাই জীবন, এটাই বাস্তব, এবং সত্য।।।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-২

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

চিকনমিয়া বলেছেন: কতা হাচা
অতি আনন্দে পেলাচ

০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

সিটিজি৪বিডি বলেছেন: অনেক দির পর পেলাস দিলা। যাক আমার খুব ভাল লাগছে। তোমার মাইনাস খেতে থেতে....................

২| ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২০

নির্জন রহমান বলেছেন: ভাল লাগলো লেখাট পড়ে........


তবে ভাই একটা কথা .. আপনার সব পোষ্ট যে আপনার প্রিয়তে রহস্য টা কি জানতে পারি...

০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২২

সিটিজি৪বিডি বলেছেন: কারন আমার পোষ্টগুলো প্রতিদিন পড়ি তাই প্রিয়তে রেখেছি।

৩| ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২০

কিরিটি রায় বলেছেন: এটাই জীবন, এটাই বাস্তব, এবং সত্য।।।

আর আমরা চলেছি ঘোরের মাঝে....

+

০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

সিটিজি৪বিডি বলেছেন: আসলে আমরা সবাই ঘোরের মধ্যই বসবাস করছি। আমাদের শেষ কোথায় আমরা নিজেই জানিনা।

৪| ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: হুম

৫| ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

প্রশান্ত শিমুল বলেছেন: ভাইরে দিন কাল খারাপ যাইতাছে হ্যাচা কতা কওনের সময় অহনো আহেনাই.............

০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

সিটিজি৪বিডি বলেছেন: সামনের দিনগুলি আরো কঠিন যাবে..........................

৬| ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৯

অতন্দ্র প্রহরী বলেছেন: কিরে ভাই, হঠাৎ এরকম কথা। মন খারাপ নাকি?

০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৯

সিটিজি৪বিডি বলেছেন: জি ভাই, সকাল থেকে মন খারাপ। কখন যে দেশে আসব। প্রবাসে আর ভাল লাগছেনা ।

৭| ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৫

সুরভিছায়া বলেছেন: একমত হতে পারলাম না।মন খারাপ হয়েছে বলে হয়তো এসব লিখেছেন।
মানুষ আকাশের মত ঠিকই বলেছেন ,ঝড় ওঠে আবার রংধনুও দেখা দেয়।একা নয় সে।ভাল থাকুন।

৮| ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫০

পারভেজ বলেছেন: হমম! এটা লিখলেন যখন মন খারাপ নিয়ে! মন ভাল থাকা অবস্থায় লিখুন-আরেকটা লেখা পড়তে চাই, কমেন্ট তখন করবো! আপাততো প্লাস..

৯| ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৭

মনযূর মান্নান বলেছেন: সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.