নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

এনটিভির `হাসো`, অনুষ্টানে আমরা কি শুনেছি?

০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৩১

মাঝে মধ্যে এনটিভির `হাসো`, অনুষ্টানটি দেখতাম। কয়েকদিন আগে এই প্রতিযোগিতা শেষ হয়েছে। এক পর্বে কিছু অশ্নীল কৌতুক শুনেছি। পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে দেখতে গিয়ে অনেকে হয়ত লজ্বা পেয়েছেন। দুটি কৌতুক ছিল এই রকমঃ



এক প্রতিযোগী বিচারক নিপুনের দিকে তাকিয়ে বললঃ



নিপুন আপু চা খাচ্ছে--

চায়ের মধ্যে একটি মাছি ঢুকেছে--

নিপুন আপু মাছিসহ চা খেয়ে ফেলেছে--

কিছুক্ষন পর মাছিটির মা এসে নিপুন আপাকে বলল--

এই যে আপনার পেটে আমার বাচ্চা------



আরেকজন প্রতিযোগীর বললঃ



এক যুবক রাস্তায় দাড়িয়ে আছে--

তার পাশে এক যুবতী দাড়িয়ে আছে--

হঠাৎ যুবকটি একটি ছবি রাস্তায় পড়ে গেছে--

সেই ছবিটির উপর যুবতী পা দিয়েছে--

যুবকটি সেই যুবতীকে বলল--

আপনার কাপড় তোলেন--

আমি ছবি তুলব--



এই কৌতুক শুনে সবাই হেসে উঠ্ল--হাত তালি দিল--



এই অনুষ্টানের মাধ্যমে এই রকম আরো অনেক অশালীন কৌতুক শুনেছি। এই অশালীন কৌতুক গুলো শুনে আমাদের ছোট ছোট সন্তানেরা ও তাদের বন্ধূদেরকে শুনাতে পারে। তাই বলছিলাম কি, কৌতুক অনুষ্টান করেন ভাল কথা কিন্ত অশালীন শব্দ যেন কেউ ব্যবহার না করে সেই দিতে দৃষ্টি রাখলে ভাল হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুন নিম্নমানের দুইটা কৌতুক

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০০

সিটিজি৪বিডি বলেছেন: এই রকম আরো অনেক নিম্মমানের কৌতুক ছিল।

২| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৪

শান্ত কুটির বলেছেন: মিরাক্কেল নামক বেয়াক্কেল এর প্রভাব।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০০

সিটিজি৪বিডি বলেছেন: এই বেয়াক্কালরা সমাজের অধঃপতন ঘটাবে।

৩| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৫

এস বাসার বলেছেন: ফাউল জুকিং!

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০০

সিটিজি৪বিডি বলেছেন: পুরাটাই ফাউর্ল

৪| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৭

আজাদ আল্-আমীন বলেছেন: হুম খুবই বাজে লাগে এসব নোংরা কৌতুক। X(

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০১

সিটিজি৪বিডি বলেছেন: আমাদের কাছে বাজে লাগলে ওদের কাছে মজা লাগে। পাবলিককে নষ্ট করতে ওরা সব সময় তৎপর রয়েছে।

৫| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৫২

চোরাবালি- বলেছেন: অশ্লীলতা প্রতিষ্ঠা করাটায় এদের প্রধান লক্ষ্য

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০৩

সিটিজি৪বিডি বলেছেন: বেসরকারী চ্যানেলগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। মেয়েদেরকে ঘর থেকে তুলে এনে উলঙ্গ করে বাজারের পন্য বানাচ্ছে।

৬| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:০৪

বনসাই বলেছেন: গত শুক্রবার দুপুরে প্রথমবারের মতো এনটিভিতে হা-Show দেখার দুর্ভাগ্য হয়। এতো নোংরা এতো অশ্লীল ভাঁড়ামিকে কৌতুক বলে চালানো হলো যে তুষার-নিপুন-কাদেরকে সেই সময়ের নায়িকা ময়ূরীর অশ্লীলতার সমকক্ষ মনে হলো। দেবাশিষের অবস্থা তো ওরা যা-তা করে ছেড়েছে সেখানে।

ভাবছিলাম এনটিভি আত্মোন্নয়নের জন্য ধর্মীয় অনুষ্ঠান করছে আবার নৈতিকতা ধ্বংসের আয়োজনেও পিছিয়ে নেই। ঊঠতি বয়সীদের জন্য কি শিক্ষা তারা রাখছে?

সবচেয়ে বড় কৌতুককর বিষয় ছিলো তাদের খবরে দেখলাম, এক পরিচালক আপাদমস্তক ঘোমটা টেনে অশ্লীল কৌতুক বেশ ইঞ্জয় করছেন।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৫

সিটিজি৪বিডি বলেছেন: এই সব ফাউল অনুষ্টান দেখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে পরিবারের সবাই দেখতে গিয়ে লজ্বা পেতে হবে।

৭| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:১১

বিডি আইডল বলেছেন: এইসব অনুষ্ঠান আপ্নার বাচ্চারে নিয়া দেখতে বলে কে??

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:১৭

সিটিজি৪বিডি বলেছেন: চ্যানেলগুলোতে আজকাল ভাল অনুষ্টান খুবই কম হয়। তাই বাধ্য হয়ে কোন না কোন অনুষ্টান দে খতে হয়।

৮| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:১২

বাংলার আকাশ বলেছেন: সঠিক । একদিন কলার একটা জোকস শুনলাম, মহিলা বিচারক রা মনে হলো খুবই মজা পেয়েছে !!!

সব জাতি উন্নতি করে আর আমরা দিন কে দিন ফালতু হচ্ছি ।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:২০

সিটিজি৪বিডি বলেছেন: আমি মাত্র দু্টা শেয়ার করেছি। এর চাইতে আরো বেশী নোংরা কৌতুক ছিল।

৯| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:২০

চাঁদ ~ মামা বলেছেন: আরেকটার কথাতো বলেন্নাই


এক প্রেমিক গেছে দোকানে
ভাই একটা গিফ্ট দেন গার্ল ফেন্ডকে দেব
এটা নেন
না ভাই ওটা তার আছে
নেন এটা ভাল
না এটাও আছে
তাইলে এটাই নেন, বেশ মানাবে
নাই ভাই, আপনি বরং একটা জাঙ্গিয়া দেন
কেন? আপনি কি প্রেমিকাকে জাঙ্গিয়া উপহার দিবেন?

আরে নাহ, ওটাতো কভার মাত্র, উপহারতো আমার আছেই


এটা শুনেই নিপু আপুর কি যে হাসি


যত্তসব গাজাঁখুরি অনুষ্ঠান X((

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:২২

সিটিজি৪বিডি বলেছেন: যতসব গাঁজাখুরি অনুষ্টান-----------------ঠিক বলেছেন।

১০| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩০

আনমনেএকাকী বলেছেন: কেন যে এমন ফালতু পোগ্রাম বানায়

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩২

সিটিজি৪বিডি বলেছেন: আমাদেরকে নোংরা ভাষা শিখানোর জন্য

১১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

বিডি আইডল বলেছেন: বাচ্চাদের জন্য ডিভিডি বা পিসিতে কার্টুন/আ্যনিমেশন মুভি চালান। সব অনুষ্ঠান বাচ্চাদের জন্য নয়

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪২

সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন। টিভিতে বাচ্চাদের জন্য অনুষ্টান খুব কম হয়।

১২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

বাংলার আকাশ বলেছেন: কিছু রিক্সওয়ালা শ্রেনীর মানুষ মজা পা্য় !

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২৩

সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন।

১৩| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

শুটকাভাই বলেছেন: ফালতু একটা অনুষ্ঠান, দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় কোন নতুনত্ব ছিল না। পরিবিশনা ছিল চটি বইয়ের চুটকি।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২৪

সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন।

১৪| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০৫

পরের তরে বলেছেন: এদের ধরে গণধোলাই দেওয়া উচিৎ। মানুষ এত নিচে কিভাবে নামতে পারে???

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২৪

সিটিজি৪বিডি বলেছেন: কে দেবে ধোলাই?

১৫| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১১

সৌভিক ঘোষাল বলেছেন: যা ভালো লাগে না সেটা না দেখাই ভালো। তবে গণরুচির কথা যদি বলেন তা পৃথিবীর বেশির ভাগ দেশে বেশির ভাগ সময়ে খুব রিফাইন্ড ছিল না। ক্লাসিক শিল্প সাহিত্য সিনেমা, হাই আর্ট - এসব তো আছেই, রুচিশীল মানুষের জন্য। সেসব আঁকড়ে ধরেই রুচিশীলদের বাঁচতে হবে। আর একটূ কম, হাই আর্ট নয়, কিন্তু রুচিহীন নয়, এরকম জনপ্রিয় সিনেমা সাহিত্য তো প্রচুর আছেই। উত্তম সুচিত্রার 'বয় মিটস গার্ল' এর ভালো সংস্করণগুলো আছে, আরো অনেক কিছু তৈরি হচ্ছে।
সমস্যা হচ্ছে আজকের দিনে পপ আর্ট, স্থূল আর্ট টেলিভিশনের দৌলতে একেবারে ঘরের মাঝে ঢুকে পড়ছে, আগে তার কাছে যেতে হত চাইলে, এখন সে এসে ঢুকে পড়ছে না চাইলেও। এই তফাৎটাই মারাত্মক। চ্যানেল বেছে চালানো দরকার, অন্তত অনুষ্ঠান বেছে। তবে লঘুচিত্ত মানুষের জন্য লঘুচিত্ত বিনোদন থাকবেই। ওটা অর্থনীতির সাপ্লাই ডিমাণ্ডের নিয়ম মেনে চলবেই। রাগুন, দুঃখ করুন, মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই, অন্তত এই রমরমা পুজিবাদী দুনিয়ায়।

১৬| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সানফ্লাওয়ার বলেছেন: এই ফালতু অনুষ্ঠান দেখে আমার মনে হয়েছে, বিচারক রা জোর করে হাসছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.