নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۩۞۩ প্রেমিক-প্রেমিকাদের নিরাপদ স্থান ۩۞۩

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:০৯



۞ পার্কে ۞



পার্কে দিন দুপুরে প্রেমিক-প্রেমিকাদের অন্তরঙ্গ মূহুত্বের দৃশ্য দেখলে যে কারও লজ্জা পাওয়ার কথা। প্রেমিক-প্রেমিকারা আজকাল পার্কে ফ্রি স্টাইলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বসে থাকে। কে দেখল, কে কি ভাবল, সেদিকে তাদের কোন মাথা ব্যাথা নেই। অবৈধ মেলামেশা করতে গিয়ে তাদের লজ্বা-শরম ও উঠে গেছে।



۞ সাইবার ক্যাফেতে ۞



দেশের বিভিন্ন শহরে/বাজারে ব্যাঙের ছাতার মত স্যাইবার ক্যাফে গড়ে উঠছে। এই সাইবার ক্যাফে গুলিই এখন প্রেমিক-প্রেমিকাদের নিরাপদ স্থান। স্কুল-কলেজর ক্লাস ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা ঘন্টার পর ঘন্টা স্যাইবার ক্যাফেতে বসে ইন্টারনেট এ এডাল্ট মুভি/পিকচার দেখছে। সাইবার ক্যাফের মালিকেরা অর্থের বিনিময়ে তাদেরকে এই অবৈধ কর্মকান্ড করতে সুযোগ করে দিচ্ছে।



۞ ব্যাচেলর রুমে ۞



অবৈধ কর্মকান্ডের আরেক নিরাপদ স্থান হচ্ছে ব্যাচেলর রুম। এই ব্যাচেলর রুম গুলোতেও প্রেমিক-প্রেমিকারা অবাধে মেলামেশায় লিপ্ত হয়।



۞ সমুদ্র সৈকতে ۞



সমুদ্র সৈকত এরিয়ায় পর্দা গিয়ে ঘেরা বিভিন্ন রকমের রেষ্টুরেন্ট দেখা যায়। এই রেষ্টুরেন্টগুলোর ভিতরে ছোট ছোট কামরা আছে। এই কামরাগুলো প্রেমিক-প্রেমিকাদের নিরাপদ স্থান।



۩۞۩ সমাধানের উপায় কি?



۞ আপনার আদরের ছেলে-মেয়ে, ভাই-বোনের বক্তিগত কম্পিউটারে/মোবাইলে অবৈধ কিছু আছে কি না দেখে নিন।



۞ বেশী রাত জেগে পড়াশুনার নাম করে কি করছে কার সাথে কথা বলে একটু খেয়াল রাখবেন।



۞ ভাল ছেলে-মেয়েদের সাথে ফ্রেন্ডশীপ করতে বলবেন। কারন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা আছে, ভাল এর সাথে হাটিলে খায় বাটার পান, খারাপের সাথে হাটিলে কাটা যায় দুই কান।



۞ স্কুল-কলেজ-ভার্সিটি, কোচিং সেন্টারে, প্রাইভেট স্যারের বাসায়, বন্ধু-বান্ধবীর বাসায় যাবার নাম করে কোথায় যাচ্ছে মাঝে মধ্যে ফলো করবেন।



۞ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায, কোরআন ও হাদিস পড়তে আদেশ দিবেন। কারন, মনের মধ্যে আল্লাহর ভয় ও পরকালের ভয় থাকলে খারাপ পথ থেকে অবশ্যই দূরে থাকবে।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

ব্লগার সুফি বলেছেন: ভালো কথাবলছেন। আর এসব কাজ বেশীর ভাগই করে স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা।

_______________________

Free Movies Downloads - Direct Links

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

পাগলাগরু বলেছেন: ভাই আপনের ল্যাপটপের সানি লিওন আগে ডিলিট করেন তারপর যত খুশি প্যাচাল পারেন।

৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ।যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার কমেন্টে ধন্যবাদ ।

৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১২

ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট

৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১৯

একজন পথশিশু বলেছেন: প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায, কোরআন ও হাদিস পড়তে আদেশ দিবেন। কারন, মনের মধ্যে আল্লাহর ভয় ও পরকালের ভয় থাকলে খারাপ পথ থেকে অবশ্যই দূরে থাকব


একমত পোষণ করি

৬| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:২২

princejohn বলেছেন: পাগলাগরু বলেছেন: ভাই আপনের ল্যাপটপের সানি লিওন আগে ডিলিট করেন তারপর যত খুশি প্যাচাল পারেন।

৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৪

গান পাগলা বলেছেন: ۞ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায, কোরআন ও হাদিস পড়তে আদেশ দিবেন। কারন, মনের মধ্যে আল্লাহর ভয় ও পরকালের ভয় থাকলে খারাপ পথ থেকে অবশ্যই দূরে থাকবে।

একমত পোষণ করি

৮| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৬

ধীবর বলেছেন: আপ্নাকে মাইনাস। আর প্রগতিশীলতা অসাম্প্রদায়িক স্বাধীনতার "চেতনা" বিরোধী মতামত প্রকাশ করায় পোস্ট রিপোর্টেড। ;)

৯| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

খোকন_৮২ বলেছেন: ধর্মিয় অনুশাসন মেনে চলুন তাহলে এই সব অপকর্ম হতে বাচা যাবে

১০| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

পথহারা সৈকত বলেছেন: খোকন_৮২ বলেছেন: ধর্মিয় অনুশাসন মেনে চলুন তাহলে এই সব অপকর্ম হতে বাচা যাবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.