নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিছু টিপসঃ
১. পাত্রী দেখার আগেই পাত্রীর সাথে কারো সম্পর্ক আছে কিনা জেনে নিবেন।
২. পরিবারের সম্মতিতে দেখা-দেখি পর্ব শেষ করে পাত্রী সাথে সরাসরি এই বিষয়ে কথা বলুন।
৩. কোন মেয়েই সম্পর্কের কথা শিকার করে না। তাই কৌশল অবলম্বন করে জানার চেষ্টা করুন।
৪. কারো সাথে গভীর সম্পর্ক থাকলে দাম্পত্য জীবনে এর প্রভাব পড়বে কিনা ভেবে দেখুন।
৫. আপনি ও কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পরিবারকে বলতে সাহস পাচ্ছেন না। তাই পরিবারের সম্পতিতে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। অতীতকে ভুলে পরিবারের পছন্দের মেয়েকে মেনে নিতে পারবেন কিনা একটু ভেবে দেখুন।
৬. হুট করে ঘটকের মিষ্টি কথায় কান না দিয়ে পাত্রীর পরিবারের অতীত-বর্তমান ইতিহাস জানার চেষ্টা করুন।
৭. পাত্রীর বাবার অঢেল অর্থ সম্পদ দেখে বিয়ে করতে যাবেন না। অর্থ-সম্পদের উৎস জানার চেষ্টা করুন।
৮. সুন্দরী মেয়ে দেখেই বিয়ে করার জন্য পাগল না হয়ে তার চরিত্র সুন্দর কিনা জেনে নিন।
৯. আপনি প্রবাসী হলে প্রবাসে কি করেন, কতদিন পর দেশে আসেন, কতদিন পরিবারকে সময় দিতে পারবেন, বিয়ের পর নিয়ে যেতে পারবেন কিনা পাত্রীকে বা পাত্রীর অভিভাবককের সাথে শেয়ার করুন। বিয়ের করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিলে সংসার জীবনে অশান্তি দেখা দিতে পারে।
১০. বয়সের ব্যবধান যাতে বেশী না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। আজকাল ত্রিশোর্ধ যুবককে পনের/ষোল বছরের মেয়েকে বিয়ে করতে দেখা যায়।
১১. গ্রাম অঞ্চলে বাল্য বিবাহ এখনো টিকে আছে। অভাবের কারনে গরীব মাতা-পিতা বয়স্ক পাত্র বা বিবাহিত পুরুষের সাথে টাকার লোভে কন্যা বিয়ে দিয়ে থাকে। অনকে সময় কিশোরী বধুটি সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু বরণ করে থাকে। আপনি একজন শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে তাদেরকে এ কাজ থেকে বিরত থাকতে বলুন।
১২. আরেকটা কথা আপনার সুদর্শন বন্ধু বা আত্বীয়কে সাথে নিয়ে পাত্রী দেখতে যাবেন না। পাত্রী আপনাকে পছন্দ না করে তাকে পছন্দ করে বলতে পারে----ওনাকেই আমার পছন্দ। বিয়ে করলে ওনাকেই করব---------------
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২
সিটিজি৪বিডি বলেছেন: অবিবাহিত থাকতে হয়।
২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১৩
স্বাধীন শোয়েব বলেছেন: বয়সের ব্যবধান যাতে বেশী না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। আজকাল ত্রিশোর্ধ যুবককে পনের/ষোল বছরের মেয়েকে বিয়ে করতে দেখা যায়।
আজ কাল সবাই পয়সাওয়ালা (সামরথ্যবান) ছেলে খুঁজে............
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩০
খেয়া ঘাট বলেছেন: ইউক্লিড রনি বলেছেন: বিয়া না করলে কি হয়
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
সিটিজি৪বিডি বলেছেন: ব্যাচেলর থাকতে হয়-----------------হাহাহা
৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪১
কালীদাস বলেছেন: ১. পাত্রী দেখার আগেই পাত্রীর সাথে কারো সম্পর্ক আছে কিনা জেনে নিবেন।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
সিটিজি৪বিডি বলেছেন: জেনে নেয়া উচিত।
৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪২
রূপস আমীন বলেছেন:
বিয়া করব । কিন্তু যারে বিয়া করব বলে ভাবছিলাম সে তো অন্য জনকে বিয়া করল।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
সিটিজি৪বিডি বলেছেন: তার আশায় বসে না থেকে অন্য কাউকে বিয়ে করুন।
৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৮
একজন ঘূণপোকা বলেছেন:
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:১০
মোতাব্বির কাগু বলেছেন: পাত্রী দেখার আগেই পাত্রীর সাথে কারো সম্পর্ক আছে কিনা জেনে নিবেন।
এমন পাত্রী কি পাওয়া সম্ভব যার কোন সম্পর্ক নেই??
এই ডিজিটাল যুগে সবারই কমবেশী থাকে......
আর কৌশলে জেনে কি করবেন??
এভাবে তো আপনি নিজেই সারা জীবন সন্দেহের আগুনে জ্বলবেন
না হলে একাজ করেন দেখেন কোন বাচ্চা মেয়ের কেবল জন্ম হলো কি না??
ওকেই চোখে চোখে রেখে বড় করুন এছাড়া আপনার উপায় নেই
সবচেয়ে বড় কথা অতীত ইতিহাস সবারই আছে, ছিল
আপনার আমার দাদা দাদিরও অতীত ইতিহাস ছিল
বিষ্ঠা খুচিয়ে গন্ধ বের করা কোন আনন্দের/বুদ্ধিমানের কাজ নয়
নিজের বুকে হাত দিয়ে বলেন নিজে কোন অনৈতিক কাজ করেন নি জীবনে???
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
সিটিজি৪বিডি বলেছেন: ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। অতীতে কেউ একজনের সাথে প্রেম করে অন্যজনকে বিয়ে করে খুব একটা সুখী হতে পারে নি।
৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫
আর.হক বলেছেন: বিয়ার সময় টিপস মনে থাকলে হয়
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
সিটিজি৪বিডি বলেছেন: হুম। মনে রাখলে ভাল হবে।
৯| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯
লজিক মানুষ বলেছেন: ধুর মিয়া। টিপস এর গুষ্টি কিলান। মেয়ে কেমন তা তার চোখের দিকে ২মিনিট তাকালেই বোঝা যায়।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
সিটিজি৪বিডি বলেছেন: তাই নাকি
১০| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকটা টিপস ভালই দিছেন
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
সিটিজি৪বিডি বলেছেন: ভালগুলো মনে রাখবেন।
১১| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:০৫
সায়েম মুন বলেছেন: বেশ কয়েকটা টিপস খুব ভাল লেগেছে।
১২| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭
মাহবু১৫৪ বলেছেন: এত কিছু চিন্তা করে কিংবা অনুসধান করতে গেলে দেখা যাবে পাত্রীই পাবো না শেষে। ইদানিংকার জমানায় পাত্রী প্রেমহীন অবস্থায় আছে এটা খুব কম দেখা যায়।
অনেক ঝক্কির কাজ এসব! কি যে হবে!
পোস্টে ++++++
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
সিটিজি৪বিডি বলেছেন: আগে বলেন আপনি কেমন আছেন?
১৩| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিয়া করমু....................................
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
সিটিজি৪বিডি বলেছেন: koren
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ইমদাদুল হক সাব্বির বলেছেন: আরেকটা কথা আপনার সুদর্শন বন্ধু বা আত্বীয়কে সাথে নিয়ে পাত্রী দেখতে যাবেন না। পাত্রী আপনাকে পছন্দ না করে তাকে পছন্দ করে বলতে পারে----ওনাকেই আমার পছন্দ। বিয়ে করলে ওনাকেই করব---------------
১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩
তৌফিক আনজাম বলেছেন: বিয়াই করমু না
১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: বিয়াই করমু না
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:০৫
ইউক্লিড রনি বলেছেন: বিয়া না করলে কি হয়
?