নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

বিবাহিত ভাইদের জন্য কিছু ফ্রি টিপসঃ

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০



১. বউয়ের সাথে কখনও ঝগড়া-বিবাদে লিপ্ত হবেন না। হাসি-মুখে তার সকল আবদার পুরুন করার চেষ্টা করুন।



২. ছুটির দিনে বউকে নিয়ে কোথাও ঘুরে আসুন। বউকে সবসময় উপহার দিন।



৩. নিজের ভাই-বোনদের প্রতি যত্নবান হোন, তাদের সাথে ভাল ব্যবহার করুন। তাদের পড়ালেখার দিকে খেয়াল রাখুন।



৪. বিয়ের পর অনেকে নিজের ভাই-বোনদেরকে অবহেলা করে শালা-শালীদেরকে বেশী গুরত্ব দিয়ে থাকে। এই কাজটি করা উচিত নয়।



৫. প্রথমে আপনার বেকার ভাইকে চাকরী দিয়ে বা ব্যবসায় আর্থিক সহযোগিতা করুন তারপর শালাকে ও প্রতিষ্টিত করুন।



৬. নিজের মা-বাবাকে শ্রদ্ধা করুন ও শাশুর-শাশুড়ীকেও যথাযথ সম্মান করুন। কাউকে কষ্ট দিবেন না।



৭. বউকে যৌতুকের জন্য মারধর করবেন না, শাশুর বাড়ী থেকে কোন কিছু পাওয়ার আশা না করে নিজের উপার্জিত অর্থ দিয়ে সংসার চালান। হালাল উপার্জন করুন।



৮. কখনও বউয়ের সাথে মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলুন। তাতে করে সত্যের জয় হবে।



৯. বউয়ের সামনে সিগারেট খাবেন না। কারণ বেশীর ভাগ বউরা সিগারেট পছন্দ করে না।



১০. বউকে সবসময় নামায-কোরআন শরীফ ও হাদীস শরীফ পড়তে বলবেন। অবসব সময়ে দুজনেই পড়াশুনা করুন।



১১. আপনার উপার্জিত অর্থ বউকে না দিয়ে আপনার মা-বাবার হাতে তুলে দিন। বউয়ের হাত খচরের টাকাটা প্রতিমাসেই বউয়ের হাতে দিয়ে দিবেন। কারন শাশুর-শাশুড়ীর কাছে টাকা চাইতে তারা লজ্জা করে।



১২. সংসারে কোন গুরত্বপূর্ন কাজ বা সিদ্ধান্তের প্রয়োজন হলে প্রথমে মা-বাবা তারপর বউকে ও শেয়ার করুন। সকলে মিলে সঠ্কি সিদ্ধান্ত নিন।



১৩. আপনার বৃদ্ধ মা-বাবাকে সেবা করতে বউকে নির্দেশ দিবেন। আপনার বাবা-মার বিরুদ্ধে কোন কথা বললে প্রশ্রয়

না দিয়ে বাবা-মার সেবার ফজিলত সম্পর্কে জ্ঞান দিন।



১৪. বউয়ের সাথে আপনার বাবা-মা কোন অন্যায় আচরণ করলে বউকে ধয্য ধরতে বলুন। তাদের কথায় কষ্ট না নেয়ার জন্য অনুরোধ করবেন।



১৫. আপনি যেমন ফেইসবুক ব্যবহার করেন। আপনার বউটিও ফেইসবুক ব্যবহার করতে পারে। অনাকাংখিত কিছু যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। বউয়ের প্রতি আস্থা রাখুন। কোন দোষক্রটি ধরা পড়লে রাগারাগি না করে সুন্দরভাবে বুঝিয়ে সমাধান করুন।



পরিশেষে-----------------

আপনাদের বিবাহিত জীবন সুখের হোক---

যৌথ পরিবারে সবাইকে নিয়ে সুন্দর ভাবে বসবাস করুন--

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D :D :D :D


২| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: বউয়ের সাথে কখনও ঝগড়া-বিবাদে লিপ্ত হবেন না। হাসি-মুখে তার সকল আবদার পুরুন করার চেষ্টা করুন।

X( X( X( X(

৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:২০

স্বপ্ন বাংলা বলেছেন: টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: বউয়ের সাথে কখনও ঝগড়া-বিবাদে লিপ্ত হবেন না। হাসি-মুখে তার সকল আবদার পুরুন করার চেষ্টা করুন।
--------------------------------------------------------
ভাই যে বিয়ে করে সে বুঝে কত যন্ত্রনা । শুধু কি বউ'র যন্ত্রনা ! আরো অনেক কিছু সইতে হয়। একটা কইরাই দেখেন .... :-& :-& :-& :-& :-&

৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ঢাকাবাসী বলেছেন: এর অধিকাংশই অচল।

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

আরজু পনি বলেছেন:

:)

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

লজিক মানুষ বলেছেন: খাড়ান, আগে বিয়াডা কইরা লই।

৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪৯

আমিনুর রহমান বলেছেন:


:)

৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৪০

মাক্স বলেছেন: :)

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: বিয়াই করমু না

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২

বশর সিদ্দিকী বলেছেন: বিয়া করি নাই। তয় সামনে কামে লাগব। বলা তো যায় না কখন কি হইয়া যায়।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

বিলাসী বলেছেন: ভাই যেই ফিরিস্তি দিলেন, আর বাকি থাকল কী!! মনে হয় বিয়ে করলে সুবোধ বালক হওয়া ছাড়া গতি নাই।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

এইচ আর খান বলেছেন: ১০,১১,১৩ ....ওয়েল সেইড । মেনে চলতে পারলে খুব ভালো

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

মাসুদ রশিদ বলেছেন: ঠিকাছে

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

gazikaiser বলেছেন: বউদের যে কি করা উচিত ...সেটা আর কেউ বলে না

১৫| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

নূর আদনান বলেছেন: ভাই টিপস ভাল লগল

তয় "যৌথ পরিবার" এইটা কি জিনিষ, কই পাইবেন ভাই এটা??
দুই একটা ব্যতিক্রম ছাড়া........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.