নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
ফেইসবুকে চট্টগ্রামের ভাষা শিখানোর জন্য কয়েকটি গ্রুপ কাজ করছে। এই গ্রুপ গুলোতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখালিখি হচ্ছে। এই গ্রুপের মাধ্যমে সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শিখতে পারছে। তাদের এই মহৎ উদ্যেগকে স্বাগত জানাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে,
۞ আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু চট্টগ্রামের ভাষায় চিঠি লিখি না।
۞ চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয় না।
۞ চাকরীর জন্য দরখাস্ত লিখতে গেলেও আঞ্চলিক ভাষায় লেখা হয় না।
۞ চাকরীর জন্য ইন্টারভিউ দিতে গিয়েও আঞ্চলিক ভাষায় কথা বলা যায় না।
۞ অফিস-আদালতে ও আঞ্চলিক ভাষার ব্যবহার হয় না।
۞ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না।
۞ চট্টগ্রামের বাইরে অন্য কোন জেলায় ঘুরতে গিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলে না।
۞ চট্টগ্রাম শহরে বসবাসরত পরিবার গুলোতে বাবা-মায়েরা আঞ্চলিক ভাষায় কথা বললে ও সন্তানদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে না।
۞ আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্থ চট্টগ্রামের নাগরিকদের অনেকে শুদ্ধ করে কথা বলতে পারে না বলে বিভিন্ন সময় লজ্বা পেতে হয়।
তাই আমি মনে করি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমাদের গর্ব। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমার মায়ের ভাষা। কিন্তু আঞ্চলিক ভাষার পাশাপাশি আমাদেরকে অন্যান্য ভাষা ও শিখতে হবে। শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আমাদের সন্তানদেরকে ও শেখাতে হবে----------
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩১
সিটিজি৪বিডি বলেছেন: গম আছি বদ্দা
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:২৪
খেয়া ঘাট বলেছেন: চট্টগ্রামের জনৈক রাজনৈতিক নেতার ভাষণ-
"এই বিশাল জনসভা দেখে আমি সাফ ধর হয়ে গেছি"
০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩২
সিটিজি৪বিডি বলেছেন: কে বলেছিল এই কথা?
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫০
খেয়া ঘাট বলেছেন: ককসবাজারের সিরাজ চেয়ারম্যান- জাতীয় পার্টির নেতা। উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।
০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৫
সিটিজি৪বিডি বলেছেন: আমিন।
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০২
সাজিদ ঢাকা বলেছেন: ভাই গ্রুপের লিঙ্কু তা দেন
০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
সিটিজি৪বিডি বলেছেন: Click This Link
৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৯
~মাইনাচ~ বলেছেন: বদ্দা আঁই অঁনল্ল একমত
০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আঞ্চলিক কথ্য ভাষা আর আদর্শ লিখিত ভাষা কখনো এক হবার নয়, এই ব্যাপারটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। আমি নিজে চট্রগ্রামের লোক এবং আঞ্চলিক ভাষা পারি এবং প্রয়োজনে ব্যবহার করি। কিন্তু লিখিত ভাষা হিসেবে আঞ্চলিক ভাষা ব্যবহারের কথা ভাবতেই পারি না। এটা উচিত না। কথ্য ভাষায় অঞ্চল ভেদে বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু লিখিত ভাষা সার্বজনীন, যাতে সকলেই তা বুঝতে পারে।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:২২
খেয়া ঘাট বলেছেন: কেন আছন, বদ্দা।