নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۞ "দেবর-ভাসুর মৃত্যু সমতূল্য ভয়ানক বিষয়।" ۞

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩



পত্রিকার পাতা খুললেই বিভিন্ন বিচিত্র সংবাদ দেখতে পাই। এই যেমন পরকীয়া প্রেম, দেবরের সাথে ভাবী পলায়ন, ভাসুরের সাথে ছোট ভাইয়ের বউয়ের অনৈতিক সম্পর্ক, ভাসুরের ছেলের সাথে চাচীর প্রেম কাহিনী, চাচা-ভাতিজীর প্রেম, মামীর সাথে ভাগিনার প্রেম-পিরিতির খবর.. এই সব ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে। দিন দিন সমাজ কুলষিত হয়ে পড়ছে। নোবেল বই, টিভি নাটক ও সিনেমায় এই যাবতীয় সম্পর্ককে সহজ ভাবে তুলে ধরছে। ধর্মীয় বিধি-নিষেধকে উপেক্ষা করে আমাদের মুসলিম সমাজে এই দুঃখজনক ঘটনা গুলি ঘটছে।



হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, "দেবর-ভাসুর মৃত্যু সমতূল্য ভয়ানক বিষয়।" অর্থ্যাৎ মৃত্যু যেমন জীবনে জন্য ভয়ানক, অনূরূপ ভাবে চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাইবোন ও দেবর ভাবী ও শালিকা-দুলাভাইয়ের সাক্ষাত ঈমান আমলের জন্য তদ্রুপ ভয়ানক।



۞۞ পরিবারে নিরাপদ থাকার সহজ উপায় ۞۞



১. নিজের স্বামীকে এবং পরিবারের লোকদেরকে এবং সমস্ত মানুষদের থেকে লজ্জা করতে চেষ্টা করুন।



২. দেবর-ভাসুরের সাথে আজে বাজে কথা বলবেন না। অশ্লীল কথা যেন মুখ দিয়ে বের না হয় সে দিকে লক্ষ্য রাখবেন।



৩. এমন কোন কাজ করবেন না অথবা এমন কোন কথা বলবেন না যা আপনার সম্ভ্রমকে ধূলিসাৎ করে দেয়। কারণ লজ্জার সবটুকু উত্তম উহা মঙ্গল বয়ে আনে।



৪. নিজের লজ্জা সম্ভ্রমের হিফাযত করুন।



৫. নিজের কথা বার্তাকে সুন্দর করুন।



৬. চোখের দৃস্টি হিফাযত করবেন।



৭. কোন অবস্থাতেই চুল খোলা রাখবেন না। ওড়না দিয়ে সর্বদা মাথা ঢেকে রাখুন।



৮. বিশেষ প্রয়োজন দেখা না দিলে ঘর হতে বের হবেন না।



৯. আর আপনার বাড়ীতে যদি কোন মেহমান থাকে, সে যেন আপনার কণ্ঠস্বর শুনতে না পায়।



১০. আপনার যে সকল গায়েব মাহরিম আত্মীয় রয়েছে, তাদেরকে আপনার সাথে দেখা সাক্ষাতের কিংবা পর্দা লংঘনের জন্য অনুমতি দেবেন না।



১১. তাদের সাথে একাকী অবস্থান করবেন না।



১২. তাদের সাথে হাতে হাত মিলাবেন না। কারণ, তারা গায়েরে মাহরিম আত্মীয় স্বজন।



আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দুআ করি, তিনি যেন আপনাদের সঠিক জ্ঞানের অধিকারী হওয়ার তাওফীক দান করেন এবং আমল করার তাওফীক দেন। পালনীয় কাজগুলো খুবই সহজ যদি আল্লাহ তাআলা আপনার জন্য উহা সহজ করে দেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

কষ্টবিলাসী বলেছেন: পরকীয়া প্রেম, দেবরের সাথে ভাবী পলায়ন, ভাসুরের সাথে ছোট ভাইয়ের বউয়ের অনৈতিক সম্পর্ক, ভাসুরের ছেলের সাথে চাচীর প্রেম কাহিনী, চাচা-ভাতিজীর প্রেম, মামীর সাথে ভাগিনার প্রেম-পিরিতি।

আপনি কি হিন্দি সিরিয়ালের কথা বললেন? এগুলো অবশ্য হিন্দু সমাজে সাধারণ ঘটনা। দেবর বলতে তারা অর্ধেক বর মনে করে।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

সিটিজি৪বিডি বলেছেন: মুসলিম সমাজেও এই রকম অনেক ঘটনা ঘটছে।

২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

মদন বলেছেন: একই জিনিষ ছেলেদের জন্যও প্রযোজ্য।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

সিটিজি৪বিডি বলেছেন: অবশ্যই-----------ছেলে-মেয়ে সবাইকে সংযত থাকতে হবে।

৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

পরের তরে বলেছেন: জাজাকাল্লাহ...........

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১

ময়নামতি বলেছেন: ভাল একটি প্রসঙ্গ তুলে এনেছেন , এইগুলি সমাজের একটা ব্যাধীতে পরিনত হয়েছে আজে বাজে নাটক, সিনেমা, গান আর কো এডুকেশনই এগুলোর জন্য দাযী।

আর মোবাইলের অপব্যবহারের কথা নাই বা বললাম।

ধন্যবাদ।

পোস্টে প্লাস++++++++++++

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

বহুরুপি জীবন বলেছেন: সব ঠিক আছে , পরে আপনি করনীয় হিসাবে যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই করনিও ।

কিন্তু একদম প্রথমে আপনি যে বললেন পত্রিকার পাতা খুললেই দেখা যায় , আমি তো দেখি না আপনি যেগুলো বললেন ! আপনি কোন পত্রিকা খোলেন ?

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

সিটিজি৪বিডি বলেছেন: দৈনিক পত্রিকা ও সাপ্তাহিক ম্যাগাজিনে ------------------দেখতে পাবেন।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

সিটিজি৪বিডি বলেছেন: Click This Link

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

সিটিজি৪বিডি বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.