নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
-------------*হে প্রিয় বিবাহিত বোন*------------
১. পাঁচ ওয়াক্ত সালাত সর্বদা সঠিক সময়ে আদায় করতে চেষ্টা করুন।
২. সবসময় স্বামীর অনুগত থাকবেন।
৩. আপনি যদি সন্তানের মা হন, তাহলে সন্তানের উত্তমরূপে প্রতিপালন করবেন।
৪. আপনার উপর দায়িত্ব হচ্ছে, বাড়ীকে সুন্দরভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখা। জিনিসপত্রসমূহ সুন্দর করে গুছিয়ে রাখা, খাদ্য দ্রব্য ইত্যাদি তৈরী করা। কাজগুলি করবেন ধীরস্থিরভাবে, কোন রকম চেচামেচি কিংবা তাড়াহুড়ো করবেন না, যাতে অন্যের শান্তিতে কোন বিঘ্ন অথবা কারো কোন দু:খ কষ্টের কারণ না হয়ে দাড়ান।
৫. মাতা পিতার হক্ক আদায় করা এবং আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা। এগুলি খুব গুরুত্ববহ ওয়াজিব।
৬. প্রতিবেশিনী মেয়েদের খোজ খবর নেয়া এবং তাদের প্রতি দরদ ও সহানুভূতি দেখান। তাদেরকে কোন রকম কষ্ট না দেয়া। যদি তাদের প্রয়োজন হয়, তাহলে তাদের সাহায্য সহায়তা করা।
হে প্রিয় বোন, পুরুষ হৃদয়ে ঝড়তোলা লাস্যময় চলন আর মনোযোগ আকৃষ্ট করা কোমল বচন ত্যাগ করি। আল্লাহর কাছে এ থেকে তাওবা করি। তাওবা করি অশ্লীল পোশাক ও সৌন্দর্য বিকাশকারী লেবাস থেকে। তাওবা করি পুরুষদের সাদৃশ্য গ্রহণ, পুরুষদের বেশ ধারণ থেকে।
আসুন হে বোন, আল্লাহর নির্দেশ মত পরিপূর্ণ পর্দা ও পবিত্রতার জীবন যাপন করি। আল্লাহ তা‘আলা আমাদের সবার মা-বোনকে ইসলামের প্রথম যুগের নেককার নারীদের মতো পর্দানশীল ও দীনদার হবার তাওফীক দিন। আল্লাহ তাদের সকলকে পঙ্কিল জীবনের স্পর্শ থেকে দূরে রাখুন। আমীন। ইয়া রব্বাল আলামীন।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
২| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিন, আশা করি আমাদের বোনেরা আপনার পোস্টটি সঠিকভাবে বুঝবেন এবং সে অনুযায়ী আ'মল করবেন।
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২
সিটিজি৪বিডি বলেছেন: বুঝতে পারলেই শান্তি------------------------
৩| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
আরজু পনি বলেছেন:
+
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
৪| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
খাটাস বলেছেন: হে প্রিয় বোন, পুরুষ হৃদয়ে ঝড়তোলা লাস্যময় চলন আর মনোযোগ আকৃষ্ট করা কোমল বচন ত্যাগ করি। ++++
ভাল লেগেছে।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪
দি সুফি বলেছেন: +++++
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
৬| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর লিখেছেন
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
মদন বলেছেন: ++++++++