নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
পিতামাতা তাদের সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য না রাখায়-
টিনএজ তরুন-তরুণীরা মোবাইলে----
কার সঙ্গে কথা বলছে,
কি বলছে,
ফোনের ভেতরেই বা কি আছে,
ইন্টারনেটে সারাদিন কি নিয়ে ব্যস্ত থাকে
কিছুই জানেন না অভিভাবকেরা।
বর্তমানে স্কুল-কলেজগামী তরুন-তরুণীরা পকেটে পর্নো ছবি নিয়ে ঘুরার ফলে একদিকে পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে অপর দিকে তাদের নৈতিকতা দিন দিন অধঃপতনে যাচ্ছে। পর্নো ছবি দেখে তারা নেশার দিকে পা বাড়ায়। নেশার টাকা জোগান দিতে তারা চুরি-ডাকাতি করছে। নেশায় বেশামাল হয়ে তারা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। এমনটি নিজের বাবা-মাকেও খুন করছে।
ধর্মীয় অনুশাসন ছাড়া তরুণ-তরুণী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এ ভয়াবহ সামাজিক ব্যাধি যদি অচিরেই দূর করা না যায় তবে আমরা নৈতিকতা বিবর্জিত জাতিতে তথা সর্বনাশা ধ্বংসাবর্তে নিপতিত হব।
আপনার প্রিয় সন্তান----------------
মোবাইলে-ইন্টারনেটে কি করছে,
স্কুল-কলেজ-ভার্সিটির নাম দিয়ে কোথায় যায়,
কাদের সাথে বন্ধুত্ব করছে,
কাদের সাথে আড্ডা দিচ্ছে,
নেশাগ্রস্থ হয়ে পড়ছে কিনা দয়া করে একটু খেয়াল রাখবেন ।
নেশাগ্রস্থ ঐশী তার নিজের বাবা-মাকে খুন করে এখন জেল হাজতে-----
হে সন্তানের মাতা-পিতা আপনারাও সাবধানে থাকুন। আপনার সন্তাদের দিকে কড়া নজর রাখুন।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
সোহানী বলেছেন: সকালে নিউজ পেপারে খবরটা দেখে আতকে উঠেছি। কোথায় আমরা এখন???? আপনার লিখার সাথে আরো কিছু যোগ করতে চাই ১) ভারতীয় টিভি চ্যানেল বন্ধ ২) ইংলিশ মিডিয়ামে পড়ুক কিনতু নিজের কালচারকে ভুলে নয় ৩) বাবা-মাকে অবম্যই বাচ্চারকে নজরের উপর রাখা বকে যাওয়ার পর নয় প্রথম থেকেই... ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
তোমোদাচি বলেছেন: মাত্র এই বিষয় নিয়ে লিখলাম!
ধন্যবাদ আপনাকে!
আমাদের আধুনিক বাবা-মা'দের সচেতন হওয়া জরুরী !