নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
===***আদর্শ বাবা-মায়ের কর্তব্য***===
---শিশুদের শিষ্টাচার শিক্ষা দেওয়া----
আদর্শ বাবা-মায়ের কর্তব্য এই যে, শিশুদের সালাম দেওয়া শিক্ষা দিবেন। যাতে করে যখন কারো সাথে দেখা-সাক্ষাত হবে, তখন যেন কেমন আছেন?” “ভাল আছেন?” না বলে সর্ব প্রথম “আসসালামু আলাইকুম বলতে অভ্যস্ত হয়”। এমনি ভাবে কারো ফোন এলে “হ্যালো” না বলে সর্ব প্রথম “আসসালামু আলাইকুম” বলতে শিখে।
একটি হাদিসে হযরত ইবনে উমর (রাঃ) বর্ণণা করেন-জনৈক ব্যক্তি প্রিয় নবীজী (সাঃ) কে জিজ্ঞাসা করল, ইসলামের সর্বোত্তম আমল কি? উত্তরে তিনি বললেন-(ক্ষুধার্তদের) খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সকলকে সালাম দেওয়া।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
বাঙাল শিক্ষক বলেছেন: +++
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: +