নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
প্রতিপ্রাণা নারীর সদা চিন্তা স্বামীর মনোসুখ, তার পরম আনন্দ ও খুশী। যেহেতু তার আনন্দেই স্ত্রীর পরমানন্দ। স্বামীর আনন্দ না হলে নিজের আনন্দ কল্পনাই করতে পারেনা স্ত্রী। বাইরে থেকে রোদে-গরমে এলে স্বতঃস্ফুর্তভাবে তার সামনে পানি পেশ করা, হাওয়া করে দেওয়া ইত্যাদি সতীর ধর্ম। তাছাড়া স্বামী সালাম দিয়ে যখন বাড়ি প্রবেশ করে, তখন উত্তর দিয়ে হাসিমাখা উষ্টাধরের ষ্পর্শ উপহার যদি উভয়ে বিনিময় করে, তবে এর মত দাম্পত্য সুখ আর আছে কোথায়?
“সংসার সুখের হয় রমণীর গুনে
রমণী সুন্দর হয় সতীত্ব রক্ষনে।”
এমনিতেই স্ত্রী স্বামীর জন্য হয়ে থাকবে ফুটন্ত গোলাপ। পরিস্কার-পরিচ্ছন্নতায়, অঙ্গসজ্জা এবং বেশভুষায় স্বামীর চক্ষুশীতল করবে। সৌন্দর্য ও সৌরভে ভরা গোলাপের দিকে একবার তাকিয়ে যেমন মন-প্রাণ আকৃষ্যমাণ হয়, ঠিক তেমনি হবে স্বামীর মন তার স্ত্রীকে দেখে। স্বামী-স্ত্রীর এর পরম সুখ থাকলে, কোন নারী সংগঠন বা নারী-স্বাধীনতা ও নারী-মুক্তির আন্দোলনের প্রয়োজন নেই।
সুত্রঃ
আদর্শ বিবাহ ও দাম্পত্য
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
সিটিজি৪বিডি বলেছেন: লিংক দেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
নাসরীন খান বলেছেন: আমি একটি লেখা পঠিয়েছি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
মাথা নষ্ট সিপাহি বলেছেন: সংসার সুখের হয় পুরুষের মোটা ইনকামে।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
নাসরীন খান বলেছেন: আমি একটি লেখা পঠিয়েছি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে।