নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۞۞ ইমারেটস ফ্লাইটে বাংলাদেশী যাত্রী বিদেশী মদ পান করতে গিয়ে--۞۞

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯



আমার এক বন্ধু দুবাই এয়ারপোটে চাকরী করে। ইমারেটস এয়ারে সে ঢাকা-দুবাই আসা-যাওয়া করে। একদিন ঢাকা থেকে দুবাইতে আসার সময় তার পাশের সিটে এক ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ নাগরিকের পাশে আরেকজন বাংলাদেশী প্রবাসী ভাই বসে ছিল। ফ্লাইটের সুন্দরী বিদেশী বিমানবালা প্রথমে ব্রিটিশ নাগরিককে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে...ব্রিটিশ নাগরিক একটি মদের বোতল অর্ডার দেয়। প্রবাসী বাংলাদেশী যাত্রীকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে উত্তর দেয়...সেম সেম (ব্রিটিশ নাগরিকের মত সেই ও মদ খাবে)



ব্রিটিশ নাগরিক মদের বোতল হাতে পেয়ে সুন্দর ভাবে পান করে। কিন্তু প্রবাসী ভাইটি মুখে দেয়া মাত্র বমি করে ব্রিটিশ যাত্রীর কাপড় নষ্ট করে ফেলে। ব্রিটিশ নাগরিক রাগ করে ইংরেজীতে প্রবাসী ভাইটিকে গালি দিতে থাকে। আর আমার বন্ধূটি ও তাকে বাংলা ভাষায় আচ্ছা করে বকা দেয়।



আমি নিজেও ইমারেটস ফ্লাইটে আমাদের দেশের প্রবাসী ভাইদেরকে বিদেশী মদ পান করতে দেখেছি। ইমারেটসে অনেক কিছু ফ্রি পাওয়া যায় বলে আমাদের দেশের প্রবাসী ভাইদের কেউ কেউ ইচ্ছেমত বিদেশী মদ পান করে মাতাল হয়ে পড়ে। তাদের জন্য আমার খুব দুঃখ লাগে।



ইমারেটস ফ্লাইটে ফ্রিতে বিদেশী মদ পান করে একটু মজা পেলে একসময় তারা প্রবাসে কষ্টার্জিত টাকা খরচ করে বিদেশী মন পান করবেই।



হে আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে সঠিক পথে চলার তওফিক দান করুন। আমিন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

সবখানে সবাই আছে বলেছেন: ভাই এইসব গল্প কি নিজে নিজে বানান!!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

সিটিজি৪বিডি বলেছেন: গল্প নয় সত্যি--

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

চান্টু ভাই বলেছেন: চর্ম ঘটনা...!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

সিটিজি৪বিডি বলেছেন: ফ্রিতে পেলে ইচ্ছেমত গিলতে গিয়ে অন্যজনের কাপড় নষ্ট করে দেশের ভাবমুর্তি নষ্ট করে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ফুরব বলেছেন: মদ পান করলে সাথে সাথে বমি হয় না । :P :P :P :P :P :P :P

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সিটিজি৪বিডি বলেছেন: natun pan koreche bole hajom kortea pareni

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মেকগাইভার বলেছেন: ফুরব বলেছেন: মদ পান করলে সাথে সাথে বমি হয় না । :P :P :P :P :P :P :



প্রথম বার মদ খাইলে হতে পারে বিশেষ করে ওয়াইন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সিটিজি৪বিডি বলেছেন: ওটাই পান করেছে ভাই এতক্ষনে মনে পড়ল।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

টুনা বলেছেন: বমি করতে দেখি নাই। তবে গত কোরবানীর ঈদের আগে দুই সপ্তাহের ছুটিতে গিয়েছিলাম দেশে। গাল্ফ এয়ারের ফ্লাইটে আমাদের দেশী এক ভাই বলছিলেন, আই ডোন্ট লাইক সফট্‌ ড্রিংকস্‌, আই লাইক ওন্‌লি হার্ড ড্রিংকস্‌। :(( :(( :((

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সিটিজি৪বিডি বলেছেন: হাহাহা--------------------ব্যাপক মজা পাইলাম।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

পরোবাশি২০১৩ বলেছেন: Free paile bangali bish khai ( alkatra na)!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সিটিজি৪বিডি বলেছেন: তাইতো দেখছি।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হে আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে সঠিক পথে চলার তওফিক দান করুন। আমিন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সিটিজি৪বিডি বলেছেন: আমিণ।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: মাগনা পাইলে আলকাতরাও খায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সিটিজি৪বিডি বলেছেন: তাই তো দেখছি।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

নানাভাই বলেছেন: বিনুদুন পাইলাম।
নতুন হইলে বমি হইতেপারে।
আবার অনেকের এই ড্রিংকসে বা তার গন্ধে এলার্জি আছে, যেটা সে নিজেও জানেনা। ঢাকা থেকে প্লেন টেক অফ করার পর দেখা যায় যে, একজন বাংলাদেশী যা করেন, কিছু বাংলাদেশী তাকে ফলো করেন। একজন যদি টয়লেটে যান, মূহুর্তের মধ্যে ১৫-২০ জনের টয়লেট চাপে। একজন যদি পানি খেতে চান, মুহূর্তের মধ্যে ১০-১৫ জন পানি বা ড্রিংকসের জন্য হোস্টেসকে ডাকবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন---

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮

খাটাস বলেছেন: মজা পেলুম। শেষ টা ভাল লিখছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

মুহিব বলেছেন: আসলেই দেখে/শুনে খারাপই লাগে। তারা বিদেশে এত ভাল পরিবেশে থেকেও অনেক কিছুই শিখে না। এমনকি বাস/প্লেনের পার্থক্যও বুঝে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আমার মত আপনিও একজন পুরাতন ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.