নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

মুসলিম নারীর সাথে অমুসলিমের বিবাহের বিধানঃ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০



মুসলিম নারীর সাথে অমুসলিমের বিবাহের বিধানঃ



অমুসলিমের সাথে মুসলিমা নারী বিবাহ হারাম। চাই সে আহলে কিতাব (ইহুদী-খ্রীষ্টান) হোক বা অন্য কেই হোক: কারন মুসলিমা নারী তাওহিদ, ঈমান এবং পবিত্রতার দিক থেকে তার চেয়ে উচ্চ মর্যদাশীলা। আর যদি এরূপ বিয়ে হয়ে যায়, তবে তা বাতিল এবং হারাম ও বিচ্ছেদ করা ওয়াজিব: কারণ কোন মুসলিম পুরুষ বা মুসলিমা নারীর উপর কোন কাফেরের ক্ষমতাশীন হওয়া চলবে না। আল্লাহ তায়ালা’র বানীঃ



“আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান গ্রহন করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের ভাল লাগে। আর তোমরা (মুসলিম নারীকে) কোন মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ কর না। যে পর্যন্ত না সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাস ও একজন মুশরিকের তুলনায় অনেক ভাল, যদিও তাদেরকে দেখে মোহিত হও।” (সুরা-বাকারা-২২১)



সুত্রঃ বিবাহ অধ্যায়

পৃষ্টা-৪৬৭

ইসলামী ফিকাহ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

শাহ আলম বাদশাহ বলেছেন: ভালো, যদিও আমার বুঝে আসেনা মুসলিম-অমুসলিম বিয়ে কিভাবে সম্ভব!!

যেখানে ইসলামী বিয়েতে ঈমানের প্রশ্ন জড়িত এবং কুরআন -হাদিসের আয়াত, দোয়া-কালামের বিষয় জড়িত; সেখানে এমন অসম বিয়েতে কোন মতে বা বিধানে বিয়েটা হবে--সেটাই আসল প্রশ্ন এবং সেটা সম্ভব ও যৌক্তিক কিনা?

তাছাড়া, সে বিয়ে কে পড়াবে পড়াবে পুরোহিত নাকি ঈমাম সাহেব এবং পুরোহিত হলে কোন ধর্মের বিধানে আর ঈমাম সাহেব হলে সেটাও কোন বিধানে!!

এটা একেবারেই সম্ভব নয় যেহেতু ইসলামে বা অন্য ধর্মেও এমন জগাখিচুড়ি বিয়ের স্পেশাল কোন বিধান নেই? অথচ এমন বিয়েও হয় এবং কোন শয়তানরা তা পড়ায় আমার জানা নেই? আর এটা বিয়ে হয়ই বা কিভাবে যেনা ছাড়া?

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

অ্যামাটার বলেছেন: ধর্ম সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে না। আর হলে সেই বিধান প্রত্যাখ্যাত হবে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

তারেক বলেছেন: @অ্যামাটার ভাই বিবাহ শুধু সর্ম্পকই নয় বরং এটা একটা চুক্তি।একজন ছেলে একজন মেয়ের দেখাশুনার সমস্ত দ্বায়ীত্ব নিচ্ছে এই চুক্তির মাধ্যমে।বিয়ের ক্ষেত্রে ধর্ম টাই প্রধান। যে সর্ম্পকে বিধান মানা হয় না তা প্রত্যাখ্যাত।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

ফেরদাউস দেশী বলেছেন: যে সর্ম্পকে বিধান মানা হয় না তা প্রত্যাখ্যাত - ১০০ ভাগ ঠিক।আমরা চাই সামাজিক বন্ধন অটুট থাকুক।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: যে সর্ম্পকে বিধান মানা হয় না তা প্রত্যাখ্যাত - ১০০ ভাগ ঠিক। আমরা চাই সামাজিক বন্ধন অটুট থাকুক।

তবু ও অটুট থাকে না । কেন ?

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: হুম ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

অ্যামাটার বলেছেন: ওহ। খেয়াল করিনাই। ভুল জায়গায় এসে পড়েছি। আপনার আগের ব্লগগুলো দেখলাম। আগে জানলে আসতাম না অবশ্য। বেশী কিছু বলতে ইচ্ছা করছে না। শুধু একটাই প্রশ্ন লেখক এবং লেখকের সাগরেতদের, আপনারা এত ফ্যানাটিক কেনরে ভাই? ধার্মিক হতে হলে কী সুস্থ চিন্তার স্বাধীনতাটুকুও বন্ধক দিয়ে রাখতে হয়?

চোখ খুলে দেখেন, চারপাশ দেখেন, মানুষ দেখেন, প্রকৃতি দেখেন, দুনিয়া দেখেন। দৃষ্টিভঙ্গিটা একটু উদার করেন। এত সংকীর্ন কেন!

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান গ্রহন করে।


উপরে উল্লেখিত আদেশটি যার ভালো লাগবেনা তারা পালন করবেন না। আমার মানা উচিত, তাই এই আদেশটি মেনেই চলবো।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

নাজ_সাদাত বলেছেন: আসলে এই সম্পর্কগুল বিভিন্ন অর্থনৈতিক কারনে হয়। সকলেই খুব চরিত্রবান হবেন এমন নয়। ফলে এই সম্পর্ক চলবে। মুলত দালাল শ্রেণীর মানুষজন এমন সম্পর্কে জড়িয়ে পড়ে।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @ অ্যামাটার :

ধার্মিকরা সুস্থ চিন্তাই করে এবং কোন কিছু বন্ধক দিলে আল্লাহর কাছেই দেয়।
ধার্মিকদের দৃষ্টিভঙ্গিও উদার এবং চারপাশ চোখ খুলে ভাল ভাবেই দেখে।

ধার্মিকরা অধার্মিকদের মত সংকীর্ন নয় যে শুধ ইহকাল দেখবে, তারা পরকালটাও দেখে।


১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

তারেক বলেছেন: @ অ্যামাটার ভাই ইসরাইল বা আমেরিকা বা ইউরোপ বা অস্ট্রেলিয়ানরা যদি ধর্ম ভিত্তিক কিছু করে তখন কিন্তু আপনারা সেটাকে সংর্কীন মরোভাব বলেন না। আর মুসলমানারা কোরআন বা ইসলামী শরীয়ত সম্মত কিছু বললেই তা সংকীর্ণ মরোভাব হয়ে যায়। পুরাই পক্ষপাতদুষ্ট ব্যাপার। আপনার মনকে উদার করেন । আমাদের মন সংকীর্নমুক্ত এবং উদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.