নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

পাঁচ বছরেরও বেশী সময় ধরে যারা এখনো ব্লগিংয়ে আছেন তাদের কয়েকজন

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২



•মুহিব

•আকরাম

•আমিনুর রহমান

•নিঃশব্দ শিশির!

•সেকেতুরে

•সুলতানা শিরীন সাজি

•সিটিজি৪বিডি

•নেক্সাস

•আরািফন

=============================

হঠাৎ আমার পরিসংখ্যান দেখে অবাক হলাম। মনে হচ্ছে খুব দ্রুত পাঁচটি বছর জীবন থেকে হারিয়ে গেল। অন লাইনে বাংলা ব্লগ আসার আগে হাতে গোনা মাত্র কয়েকটি পত্রিকা পড়ার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে প্রতিটি পত্রিকা অন লাইনে পড়া যায়। প্রবাসে আগে দেশ থেকে পত্রিকা-ম্যাগাজিন আসত। এখন আর চোখেই পড়ে না। কেউ আর টাকা দিয়ে পত্রিকা পড়ে না। সবাই মোবাইলে-কম্পিউটারে পত্রিকা পড়ে দেশ বিদেশের খবরা-খবর জানতে পারছে।



আমরা প্রবাসীরা এক সময় খুব হতাশায় ভুগতাম। দেশের খবরা-খবর জানার জন্য বাংলা টিভি চ্যানেলের উপর নির্ভর করতে হতো। বর্তমানে অন লাইনে যাবতীয় খবর পাওয়া যায়। সেই সাথে ব্লগ সাইটের মাধ্যমে আরে নতুন নতুন খবর জানতে পারছি। এই ব্লগ সাইটের মাধ্যমে দেশ-বিদেশে বসবাসরত অনেকের সাথে পরিচিত হয়েছি। অনেকের সাথে বন্ধূত্ব হয়েছে। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে। সামুতে এক সময় অনেক মন্তব্য আসত্। বর্তমানে ব্লগারের সংখ্যা বেশী হওয়াতে পোষ্টও বেশী আসছে। যার ফলে প্রথম পাতা থেকে দ্রুত পোষ্টগুলো চলে যায়। অনেক গুরত্বপূর্ন পোষ্টও পাঠক শূন্য ও মন্তব্য শুন্য থেকে যায়। এতে করে ব্লগাররা লিখতে উৎসাহ হারিয়ে ফেলে-----তাই আসুন আমরা ভাল কিছু শেয়ার করি। পোষ্টে মন্তব্য করে উৎসাহিত করি। আমাদের জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করি।



হ্যাপি ব্লগিং------------------



--------------------------------------------------------------

আমার পরিসংখ্যানঃ



ব্লগার পরিসংখ্যান•

পোস্ট করেছেন: ৩৩৬টি

•মন্তব্য করেছেন: ১১৪৫৭টি

•মন্তব্য পেয়েছেন: ৫৫৭৫টি

•ব্লগ লিখেছেন: ৫ বছর ২ মাস

•ব্লগটি মোট ২৭৯৯২৪ বার দেখা হয়েছে



মন্তব্য ৫০ টি রেটিং +১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

পারাবত বলেছেন: যারা শুধু পাঠ করেন, তাদের কোন পরিসংখান করবেন না...?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সিটিজি৪বিডি বলেছেন: তাদেরকে কিভাবে পরিসংখ্যান করব?

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

নেক্সাস বলেছেন: হুম আমিও প্রবাস থেকে শুরু করেছিলাম। হ্যাপি ব্লগিং.....
আরো ভাল সময় কাটুক ব্লগে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সিটিজি৪বিডি বলেছেন: ভালই লাগে।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সিটিজি৪বিডি বলেছেন: http://somewhereinblog.net/blog/ctg4bd/28822929

আমার প্রথম পোষ্ট।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সিটিজি৪বিডি বলেছেন: লুকানো ক্যামেরা থেকে সাবধান

১. আপনার সামনে কেউ মোবাইল নিয়ে খেলছে কিনা ভাল করে দেখুন, নইলে কখন যে আপনার ছবি/ভিডিও তুলবে আপনি টেরও পাবেন না।

২. বউ/পরিবার-পরিজন নিয়ে কোন আবাসিক হোটেলে থাকতে চাইলে ভাল করে রুম চেক করে দেখবেন কোথাও ক্যামেরা আছে কিনা বিশেষ করে টয়লেটে।

৩. আপনজন ছাড়া কাউকে নিজের ভিডিও চিত্র/ছবি তুলতে দিবেন না।

৪. নেটে চ্যাট করলে নিজের আবেগকে কন্ট্রোল রাখবেন।

৫. অন লাইন প্রেম থেকে সাবধান থাকবেন, বিশেষ করে মেয়েরা।

৬. পার্কে বসে আড্ডা দেবার সময় খেয়াল রাখবেন কেউ মোবাইল থেকে ভিডিও করছে কি না, করলেও আপনি দেখতে পাবেন না কারন জুম ক্যামেরা দিয়ে অনেক দুর থেকে ভিডিও ধারন করা যায়। তাই হিসেব করে পথ চলুন।

৭. সাবধানতা অবলম্বন না করলে আপনরা ছবি/বা ভিডিও অনলাইনে চলে আসতে পারে কারন অনেকে আরেকজনকে হেয় করার জন্য কাজটি করে আসছে।

৮. বিয়ের অনুষ্টানে যে কেউ আপনার ছবি তুলতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন।

আর জীবন জীবনের জন্য, আমরাই একে সহজ করি, আবার আমরাই জটিল করি।



৩০১০ বার পঠিত

৭৩টি মন্তব্য

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর কাল লেখা পোষ্ট করলাম।
আসলে ব্লগে বসার অভ্যাস হারায়নি.....নানান অজুহাতে লেখা হয়না।

ব্লগের সচল সময়ের কথা ভাবলে স্বপ্নের মত লাগে।
লেখা, কমেন্টস.......
আবার ইচ্ছা করে তেমন সময় আসুক।

শুভেচ্ছা রইলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সিটিজি৪বিডি বলেছেন: আমি কর্মের ফাকে ফাকে কিছুনা কিছু শেয়ার করে চলেছি। এই প্রবাস জীবনে ব্লগই এখন একমাত্র বন্ধু----

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভকামনা আপনার জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ। আজ থেকে পাঁচ বছর আগে ব্লগে রাজামশাই নামের একজন ব্লগার ছিলেন। ওনার প্রতিটি পোষ্ট খুব ভাল লাগত। জানিনা ওনি এখন কোথায় আছেন।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ধুম্রজ্বাল বলেছেন: আমিও অনেকদিন। অনিয়মিত।
সময় যে কত দ্রুত ভাবাই যায় না।
ভাল থাকুন।
লিখতে থাকুন সতত

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

সিটিজি৪বিডি বলেছেন: আমিও র্দীঘদিন অনিয়মিত ছিলাম। আবার নিয়মিত লিখে যাচ্ছি। অনেক পুরাতন ব্লগার দেরকে আর দেখাই যায় না।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আর.হক বলেছেন: ব্লগে ইদানিং পড়ি কিন্তু লেখা কম হয়........ আমার বয়স যেন কত হইলো?

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সিটিজি৪বিডি বলেছেন:
ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ৯৮টি
মন্তব্য করেছেন: ২১১৪টি
মন্তব্য পেয়েছেন: ১২৭০টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৫ মাস
ব্লগটি মোট ১৯৭৯২ বার দেখা হয়েছে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সিটিজি৪বিডি বলেছেন: আপনার বয়স আমার অর্ধেক হইছে। আমি আপনার ব্লগিয় বড় ভাই

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

দারাশিকো বলেছেন: শুভেচ্ছা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মদন বলেছেন: এইডা দেখি বুইড়া ব্লগারের তালিকা।

আমি হইলাম তরুন ব্লগার ;)

পোস্ট করেছেন: ৬৯৮টি
মন্তব্য করেছেন: ১৫৫৮৩টি
মন্তব্য পেয়েছেন: ৮২২৮টি
ব্লগ লিখেছেন: ৭ বছর ৩ মাস
ব্লগটি মোট ২০৪০০৩ বার দেখা হয়েছে

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সিটিজি৪বিডি বলেছেন: আপনি যে তরুন ব্লগার আমি ভাল করেই জানি।-বুড়া ব্লগাররা আজকাল আর সময় দিতে পারে না।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

খাটাস বলেছেন: সকল সিনিয়ার সিটিজেন কে অভিনন্দন ও শুভ কামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

সিটিজি৪বিডি বলেছেন: আবারও সবাই ফিরে আসুক।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

আরজু পনি বলেছেন:

#:-S

মাইনাস !

দুই বছরের বেশি সময় ধরে একটিভ ব্লগিং করছে ...এমন লিস্ট দিলে প্লাস হয়তো দিতাম B:-/

শুভেচ্ছা রইল ৫ উর্দ্ধো প্রিয় সহ ব্লগারদের

!:#P !:#P !:#P !:#P !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

সিটিজি৪বিডি বলেছেন: ভাই আমরাও একসময় একটিভ ছিলাম।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

কলাবাগান১ বলেছেন: কলাবাগান (ব্যান) এবং কলাবাগান১ > ৫ বছর

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

সিটিজি৪বিডি বলেছেন: এই সাইটে শত শত ব্লগারকে ব্যান খেতে হয়েছে।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ফিরে এসেছেন দেখে ভালো লাগলো !
আশা করি নিয়মিত পাবো !

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

সিটিজি৪বিডি বলেছেন: অবশ্যই থাকব। ভাল থাকবেন।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মোঃ হাফিজুর রহমান বলেছেন: ভাই আমি ৫ বছর ২ মাস যাবত লেখতেছি। আমার নাম কই

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

সিটিজি৪বিডি বলেছেন: আমি যখন এই পোষ্ট দিয়েছিলাম-তখন আপনি লগিং এ ছিলেন না। ভাই-------৫ বছর ও বেশী ব্লগারদের সংখ্যা অনেক। কয়েকশ হতে পারে।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা! আপনাকে এবং পাঁচ বছরের বেশি সময় ধরে যারা ব্লগিং করছেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:





শুভেচ্ছা !:#P !:#P !:#P

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

আশীষ কুমার বলেছেন:


২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

সিটিজি৪বিডি বলেছেন: ফাটাফাটি হইছে।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

আমি তুমি আমরা বলেছেন: পাচ বছর পূর্তির অভিনন্দন। এভাবেই চালিয়ে যান। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

সিটিজি৪বিডি বলেছেন: চালিয়ে যাব।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

ডট কম ০০৯ বলেছেন: হ্যাপি ব্লগিং

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন


হ্যাপি ব্লগিং

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

শীলা শিপা বলেছেন: ব্লগের হিসেবে তো উপরের ব্লগারদের লিস্টকে বলতে হবে আংকেল- আন্টির লিস্ট B-) :D

শুভেচ্ছা রইল :)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

সিটিজি৪বিডি বলেছেন: হাহাহা---আমাদের বয়স কিন্তু ঐ পর্যায়ে পৌছায়নি।

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভেচ্ছা রইল

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০

শাদা-অন্ধকার বলেছেন: ৫ বছর ৫ মাস... শুভেচ্ছা।।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: এইমাত্র আরেকজনকে অনলাইনে দেখালাম

শান্তির দেবদূত


পোস্ট করেছেন: ৭০টি
মন্তব্য করেছেন: ৭২৮২টি
মন্তব্য পেয়েছেন: ৪৬২২টি
ব্লগ লিখেছেন: ৫ বছর ৮ মাস
ব্লগটি মোট ৯৭৭৫৮ বার দেখা হয়েছে

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

এস এইচ খান বলেছেন: শুভ কামনা আপনার জন্য। আমার ১ম নিক ব্যান সে হিসেবে আপনি কিন্ত আমার জুনিয়র ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.