নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
১. লোডশেডিং নাই
২. রাজনীতি নাই
৩. মিটিং-মিছিল নাই
৪. হরতাল নাই
৫. ফুটপাতে অবৈধ দোকান নাই
৬. আবাসিক এলাকায় এন্ড্রাট্রি নাই
৭. ক্যাসেটে দোকানে উচ্চস্বরে গানের আওয়াজ নাই
৮. বৃষ্টি নাই (বছরে মাত্র কয়েকফোটা পড়তে দেখি)
৯. চাঁদাবাজ-টেন্টারভাজ নাই
১০. হত্যা করে ধরা পড়লে রক্ষা নাই
১১. বেশীর ভাগ প্রবাসীর ফ্যামেলী নাই
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আরব আমিরাত সরকার গত এক বছর ধরে বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। শুধুমাত্র ইনভেস্টরা ভিসা পাচ্ছে। কবে আবার চালু হবে কেউ বলতে পারছে না। এমতাবস্থায় আরব আমিরাতে বিশাল জব মার্কেট অন্যদেশের দখলে চলে যাচ্ছে। আর আমাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেক ভাই ভিসা সংক্রান্ত জটিলতায় দেশে ফিরে যাচ্ছে। আর যারা নতুন দোকান খুলছে তাদেরকে বাধ্য হয়ে অন্য দেশ থেকে শ্রমিক আমদানী করতে হচ্ছে। প্রবাসীদেরকে নিয়ে সরকারের কোন মাথ্যা ব্যথা আছে বলে আমার মনে হয় না।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৯
সিটিজি৪বিডি বলেছেন: হয় নাই।
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭
চোখাচোখি বলেছেন: আমাদের দেশে ঐগুলি সব আছে, সুতরাং আমরা যারপরনাই দেশপ্রেমিক।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০
সিটিজি৪বিডি বলেছেন: আসলেই আমরা দেশ প্রেমিক। দিনের বেলায় দেশ নিয়ে কথা বলে রাতের বেলায় অন্য দেশে বসবাস করার স্বপ্ন দেখি।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভিসা বন্ধ হওয়ার কারণটা কি জানা গেছে??
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
সিটিজি৪বিডি বলেছেন: অনেক গুলো কারন আছে-------এই যেমনঃ
খুনখারাবিতে আমরা জড়িত।
অবৈধ বসবাস।
চুরিতে জড়িত।
বেশ্যাবৃত্তি
ওমরা করতে গিয়ে আর ফিসে না আসা-------
আরো অনেক কারন আছে-------
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেক্ষেত্রে ইউএই সরকারের সিদ্ধান্ত ঠিক আছে।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
সিটিজি৪বিডি বলেছেন: আমাদের সরকারের উচ্চপদস্ত কেউ না আসায় এই অবস্থা চলছে।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
গরম কফি বলেছেন:
সেদেশে গনতন্ত্র ও নাই ...
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
এম আর ইকবাল বলেছেন: যারা ভূমিকা নিলে একটু তৎপর হলে আরব দেশগুলোতে আমাদের নাগরিকরা কাজ পেতে পারতো, তাদের বক্তব্য ' আমাদের সরকার তো এখন খমতায় নেই, আমরা কেন ভূমিকা/ দূতায়ালী করবো "
হায় কি দেশ প্রেম ?
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
বাগসবানি বলেছেন: ভাই কিছুই তো নাই । জীবনটা পুরাই মিছে
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: প্রবাসীদেরকে নিয়ে সরকারের কোন মাথ্যা ব্যথা আছে বলে আমার মনে হয় না। ১০০% সত্য ।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬
েবনিটগ বলেছেন: ভিসা চালু এখনও হয় নাই