নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
নবজাত শিশু জন্মের সুসংবাদ দেওয়ার বিধানঃ
মুসলিমদের জন্য সুন্নত হলো তার ভাইকে আনন্দ দেওয়ার ব্যাপারে জলদি করা এবং যা দ্বারা খুশী হয় তা অবগত করানো। আর নবজাত শিশুর জন্মের জন্য তাকে স্বাগত জানানো ও দোয়া করা।
“ হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি , তার নাম হবে ইয়াহয়া। ইতিপূর্বে আমি এই নামে কারো নাম করণ করিনি।” (সুরা-মারয়ামঃ৭)
নবজাত শিশুর নাম রাখার সময়ঃ
স্ন্নুত হলো শিশুর জন্মের দিনে তার নাম রাখা। আনাস ইবনে মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ “আজ রাত্রিতে আমার একজন সন্তান জন্মগ্রহন করেছে। আমি তার নাম রেখেছি “ইব্রাহীম” আমার পিতামহের নামের নাম” (মুসলিম হাঃ নং ২৩১৫)
উত্তম হলো জন্মের সপ্তম দিনের পরে নাম রাখার ব্যাপারে দেরী না করা। তবে বিষয়টি ব্যাপক, সাত দিনের পূর্বে বা পরে উভয়টা জায়েজ।
নবজাত শিশুর নামকরণঃ
সুন্নত হচ্ছে আল্লাহর নিকট সর্বাপেক্ষা সুন্দর ও প্রিয় নাম চয়ন করা যেমনঃ আব্দুল্লাহ, আব্দুর রহমান। অতঃপর উত্তম নাম হচ্ছে আল্লাহর অন্যান্য যে কোন নামের সাথে আব্দ যুক্ত করে নাম রাখা যেমনঃ আব্দুল আজিজ, আব্দুল মালেক ইত্যাদি। অতঃপর নবী-রাসুলদের নামে নাম করণ। এরপর নেক ব্যক্তিদের নামে নামকরণ। অতঃপর যা মানুষের জন্য মানানসই এবং ভাল অর্থবহ যেমনঃ জায়েদ, হাসান ইত্যাদি। আর যে সব নাম রাখা হারাম তা পরিবর্তন করে উত্তম রাখা ওয়াজিব।
সুত্রঃ কোরআন ও সুন্নার আলোকে ইসলামী ফিকাহ (দ্বিতীয় খন্ড)
হজ্ব ও উমরাহ অধ্যায়
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২
অস্পিসাস প্রেইস বলেছেন:
বরাবরের মতই ভালো পোস্ট। + ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
সিটিজি৪বিডি বলেছেন: আমার পোষ্ট প্রথম পাতায় আসছে না।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ!
আপনার প্রথম পাতায় পোস্ট যায়না সমস্যার কি সমাধান হয়েছে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
সিটিজি৪বিডি বলেছেন: না ভাই এখনো হয়নি।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
এখানে আপনার সমস্যা মেইল করেন অথবা জানা ম্যাডামের ব্লগে গিয়ে জানান ||