নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেপার পড়ি ভাল লাগলে এখানে রাখি

কাটপিস

পেপার পড়তে পড়তে যা ভালো লাগে এখানে রেখে দেই

কাটপিস › বিস্তারিত পোস্টঃ

কোন রং কিসের প্রতিক,কোন রং দিয়ে কি বোঝানো হয় --জেনে নিন

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

কালো, সাদা,বাদামী,কমলা,হলুদ,বেগুনী, লাল, নীল রং গুলো সবসময় তার নিদর্শন শক্তির জন্যই সুপরিচিত। বোঝার ক্ষমতা ও বিশ্লেষণ করাই রংকে সময়ের সাথে সাথে তাল মেলাতে এবং বিভিন্ন দেশ ও সাংস্কৃতিক পর্যায়ে পৌঁছাতেও সাহায্য করেছে। রং দিয়ে সুখ, ভালবাসা এমন কি কষ্টও বোঝা যায় ৷ তাই রংয়ের কিছু ব্যাবহার তুলে ধরা হল:::-

লাল:::-
আগুন ও রক্তের সাথে সব সময় লাল এর সম্পর্ক। বিপদ, ক্রোধ এবং নিষ্ঠুরতা বোঝানোর
জন্যও লাল রং ব্যবহার করা হয়। এছাড়াও লাল রং হৃদয়, ভালবাসা এবং উত্তেজনাকে বোঝায়।

কমলা:::-
কমলা রং সৃজনশীলতা, বদল, শক্তি এবং ধৈর্যকে
বোঝায়। কমলা রং শরৎকালকেও বোঝায়।
অপ্রধান রং হওয়ার জন্য এটি রংয়ের মূল পদার্থগুলোকে একত্র করে। কমলা লাল
রংয়ের শক্তি ও হলুদের উল্লাস হিসেবেও
আত্মপ্রকাশ ঘটায়।

হলুদ:::-
হলুদ হচ্ছে সূর্যের রং ৷ আমাদের গ্রহের অবলম্বন। এটি
মূলত প্রাণ, শক্তি, আনন্দ, ভরসা, আশা এবং আত্মজ্ঞানের বহিঃপ্রকাশ। এ রংটি
বন্ধুত্বের ও প্রতীক।

সবুজ:::-
সবুজ হচ্ছে মুসলিমদের ঐতিহ্যবাহী রং। সবুজ বলতে
আমরা মূলত প্রকৃতি যেমন গাছপালা, পাতার রংকে
বুঝে থাকি। মাঝে মাঝে এটি কিছু নেতিবাচক
(হিংসা, অনভিজ্ঞতা) বৈশিষ্ট্যও তুলে ধরে।

নীল:::-
নীল হচ্ছে সবচেয়ে স্থির এবং উদাসীন রং। আকাশের
রং হিসেবে এটি স্বর্গ প্রতিনিধি হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহার করা হচ্ছে। শাস্ত্রীয় পুরাণে
নীলকে দেবতার রং হিসেবেও উল্লেখ করা
হয়েছে।

কালো:::-
কালো রং দ্বারা মূলত আমরা অন্ধকারাচ্ছন্ন বুঝি। এটি মৃত্যু, মন্দ, জাদুবিদ্যা, ভয় এবং শোকের রং হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দুঃখ ও পীড়াদায়ক বিষয়ের জন্য
কালো একটি যথাযথ রঙ।

সাদা:::-
সাদা রং শান্তি, বিশুদ্ধতা এবং ধার্মিকতার
প্রতিনিধিত্বতে ব্যবহৃত হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

কালীদাস বলেছেন: ব্লগে স্বাগতম :)
এই টাইপের লেখায় রেফারেন্স উল্লেখ করাটা যুক্তিযুক্ত।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

কাটপিস বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.