![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুদের জন একটি ক্যান্সার
হাসপাতাল গড়ে তোলার জন্য
অর্থ জোগাড় করতে এ ম্যারাথন
দৌড়ের আয়োজন করা হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী স্লিম
চাকের-এর বয়স ছিল ৫৬ বছর।
প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর
তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে
তাকে একটি সামরিক
হাসপাতালে নিয়ে যাওয়া
হয়।
সেখানকার ডাক্তার তাতে মৃত
ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক
শোক বার্তায় বলেছেন, তিনি
তার 'ভাই এবং সহকর্মীকে'
হারিয়েছেন।
একটি মহৎ মানবিক কাজ করার
সময় তিনি মৃত্যু বরণ করেছেন বলে
উল্লেখ করেন তিউনিসিয়ার
প্রধানমন্ত্রী।
সুত্রঃ
http://breaking24.news/news/159dc86b9e7050
©somewhere in net ltd.