নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ম.খা

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

ঘঠনাটি ২০১০ এর। তখন চ্যনেল আই এ একটা অনুষ্ঠান ছিল সময়ের সংলাপ। ওই অনুষ্ঠানের অয়োজক দলে ছিলাম, আমাদের কাজ ছিল বিভিন্ন অতিথি এলে তাদের নিচ থেকে তাদের স্টুডিও তে নিয়ে আসা ও তাদের তদারকি করা। আমাদের অনুষ্ঠান হতো এল.জি ই.ডি মিলনায়তনে মানে ২য় তলায়। অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ও ব্যবসায়ী আসতেন অতিথি হিসাবে। এমনি একবার একসাথে মানে একই অনুষ্ঠানে এলেন বি.এন.পি এর জনাব নাজমুল হুদা এবং আওয়ামী লীগের মহিউদ্দিন খান আলমগীর মানে আমাদের ”ম.খা”। হুদা সাহেব এসে সিড়ির সামনে দাড়িয়ে লিফ্ট কোথায় জিঞ্জাসা করলেন, কারণ ওনার পা এ ব্যাথা তিনি সিড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না। কিন্তু লিফ্ট ও সিড়ির দুরত্ব অনেক আর স্টুডিও ছিল একেবার সিড়ির সাথে তাই অনেক কষ্টে তাকে সিড়ি দিয়ে উঠতে রাজি করাই যদিও তিনি বার বার বলছিলেন সিড়ি দিয়ে উঠলে আমি মরেই যাব। এর পর এলেন জনাব ম.খা, তিনি তার জীপ থেকে নামা মাত্রই তার ড্রাইভার গাড়ী নিয়ে পার্কিং এ চলে গেল। তিনি নেমে তাঁর পোশাক ঠিক করতে করতে বল্লেন, আজ অতিথি কারা এসেছেন? অন্যান্য সবার সাথে জনাব হুদা সাহেবের নাম শোনা মাত্রই ওনার চেহারা কেমন ফ্যাকাসে হয়ে গেল। তিনি ঢোক গিলে বল্লেন ” হুদা ভাই আসছেন আমাকে তো বলা হয়নি!” তার দৃষ্টিতে ছিল কেমন বিব্রত ও আতংকের ছাপ, এবং তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি তার ড্রাইভারকে খুজছেন। তার ঐ অবস্থা দেখে আমরা উপস্থিত সবাই পরে অনেক হেসেছিলাম। তাই যেদিন উনি স্বরাস্ট্র মন্ত্রি হলেন তখনি বুঝেছিলাম কমেডি মুভি কেবল শুরু, এবং এখন তাই দেখছি আমার ধারণা ভুল ছিলনা।কারন ম-তে মাথা, আর খা-তে খারাপ.... =p~ আপনাদের কি মনে হয়????? :P

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

জহির উদদীন বলেছেন: উন্মাদ,মাতাল,রাজাকার,বদমাইশ,খুনি,পাচাটা কুত্তা.....।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

সাইবার সোহেল বলেছেন: ভাই মাত্র এই টুকুই ওর জন্য বিশেষন কম হয়ে গেল না....... ;)

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: জহির উদদীন বলেছেন: উন্মাদ,মাতাল,রাজাকার,বদমাইশ,খুনি,পাচাটা কুত্তা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.