![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।
দেশ একটি, দল একটি, বর্তমানে ঢাকায় শুন্য হওয়া আসনও একটি। কিন্ত প্রার্থী এতজন.. আর সবাইকেই বলে এলাকার জনগণ চায়!!!
আসলেই কি এখন এলাকার জনগণের চাওয়ার উপর কিছু নির্ভর করে??? এই সম্প্রতী হয়ে যাওয়া মেয়র নির্বাচনে তো ভোট দিতে গিয়ে ব্যালট পেপার খুঁজতে অযথাই কিছু সময় নষ্ট হলো, পরে তা পাওয়া গেল অতি দয়াবান এক কিশোরের কাছে, যে, এলাকার জনগনের কষ্ট লাঘবের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে সিল মারছিল ব্যালটে, তার এই মহাণ জনহীতকর উদ্যোগে আমি আবেগে আপ্লুত হয়ে তাঁকে অনুরোধ করে বললাম ও ছোট ভাই সবার জন্য কষ্ট করছো ঠিক আছে, কিন্তু আমার জন্য কষ্ট করে আমাকে আর ঋণী করো না কারন, তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবোনা.. কিশোরটি আমার অনুরোধ রাখায় তাকে ও ভোটারদের কষ্ট লাঘবে সংশ্লিষ্টদের এমন সময়োপযোগী ব্যাবস্থা করায় সবাইকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরলাম.. তাই এখন অতি উৎসাহে অপেক্ষা করছি ডিজিটাল চেয়ার সিটিং খেলায় কে তার পশ্চাৎদেশ ছোঁয়াতে পারে আসন নম্বর ১৪তে..
২| ২৬ শে মে, ২০২১ বিকাল ৩:১৭
বিদ্রোহী সিপাহী বলেছেন: ভালো কেউ আসার সম্ভাবনা কতটুকু?
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪০
সাইবার সোহেল বলেছেন: হয়তো এবার বুঝেছেন সম্ভাবনা কতটুকু?? আর বিগতের উত্তরাধীকারই পূর্ব নির্ধারীত। বুঝলেন কি??
৩| ২৭ শে মে, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: রাজনীতি, শিক্ষা, চিকিৎসা সবই ব্যবসা।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২১ দুপুর ২:৫৬
শেরজা তপন বলেছেন: কনফার্ম এম পি হওয়ার বাসনায় মাত্র জনা ষাটেক ব্যক্তি মনোনয়ন চেয়েছে!!! এলাকার আরো কয়েক লক্ষ মানুষ বাকি আছে সাথে আশে পাশের এলাকার নেতা-ফেতা আছেতো![:``>>](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_40.gif)