![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।
আমি ভাই অতি সাধারন একজন মুর্খ ধরনের মানুষ। তাই দেশের অথবা বিদেশের অনেক কর্মকান্ডই বুঝতে পারি না। তাই প্রায়ই বিভিন্ন প্রশ্ন করি উত্তর পাওয়ার আশায়। তাই আজকেও একটা প্রশ্ন মাথায় আসলো, আর সেটা হলো, ইসলাম ধর্মে উল্যেখ আছে যে, নিজের কুপ্রবৃত্তি বা মনের সকল খারাপ বাসনা বিরোধীতা ও তা নিয়ন্ত্রণ করাই হলো সবচেয়ে বড় জিহাদ, আর যে কোন প্রকার ইবাদত কবুল হওয়ার প্রধাণ শর্তই হলো হালাল রুজি বা আয় ইনকাম। কিন্তু আমরা কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ কিংবা হালাল রুজির বিষয়ে যতটা না আগ্রহী, তার চেয়ে শত কিংবা হাজার গুন বেশী আগ্রহী নিজ দেশের বহু বছরের ঐতিহ্য নিয়ে সমালোচনা করা বা সেটা বন্ধে বিভিন্ন ফন্দি ফিকির করা। কেন রে ভাই, যার যেটা ইচ্ছা সে সেটা করুক, যার ইচ্ছা হবে যাবে, আর যার ইচ্ছা নাই সে যাবে না। এটা নিয়ে এত আলোচনা সমালোচনা করা কি আছে, আমি বুঝি না...। আলোচনা চলে চলুক, তারপরও পবিত্র রমজান মাসে সবাইকে জানাই বাংলা ১৪২৯ সালের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। নতুন বছরে সকলের জীবন আনন্দময় ও নির্ঝন্ঝাট হোক এই কামনা করি, ভাল থাকবেন সবাই।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৮
সাইবার সোহেল বলেছেন: সেটা করলে তো আর কোন ঝামেলাই থাকতো না.. কিন্তু করে কয়জন সেটা???
২| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে রমজানীয়
বাংলা নববর্ষের শুভেচ্ছা...
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১১
সাইবার সোহেল বলেছেন: আপনাকে অনেক অনেক রমজানীয় বাংলা নববর্ষের শুভেচ্ছা...।
৩| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১২
শাহ আজিজ বলেছেন: মুমিনগণ বহুত কোশেশ করেছে পাল্টা আরবি সন উদযাপনের বা পুরান ঢাকার রাজাকারেরা ইদোত্তর জশনে জুলুছে ঘোড়ার গাড়ি লইয়া মিছিল করিয়াছে মাগার সাক্সেস আসে নাই । কোন বিষয়ে গভীর মর্ম কথা না থাকিলে তাহা পাবলিক খায় না ।
শুভ নববর্ষ ১৪২৯
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৫
সাইবার সোহেল বলেছেন: কি আর করবেন ভাইজান, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য নির্লজ্জ ও নগ্ন আচরণ অনেক মানুষেরই স্বভাব, এরা তাদেরই দলভুক্ত। কিছুই করার নাই...।
৪| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪০
গরল বলেছেন: সব মুসলমানেরা আপনার মত চিন্তা করলে বিশ্বে কোন সমস্যাই থাকতো না। নববর্ষের শুভেচ্ছা রইল।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১০
সাইবার সোহেল বলেছেন: ভাইজান, মানুষ আশরাফুল মখলুকাত বলেই তাঁর বুদ্ধি বেশী। আর ভাল মানে সু বুদ্ধিুর সাথে কু বুদ্ধির পরিমানও নেহাত কম নয়। আর মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট হলো সহজে জনপ্রিয় বা পরিচিত হওয়া। আর নিজেকে নাস্তিক বলা, বা বড় ও গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে ছোটখাটো বিষয়ে ধর্ম টেনে এনে বিরোধীতা করলে সহজেই ব্যতিক্রম হয়ে অধিক পরিচিতি পাওয়া যায়। আর এই জন্য অধিকাংশ মানুষই সস্তা প্রাচারের জন্য এমন আচরণ করে।
৫| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৬
সাইবার সোহেল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান...।
৬| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ধার্মিকেরা বাংলাদেশের ক্ষতি করতে পারবে না। দিনদিন তাঁরা কোনঠাসা হয়ে পড়ছে।
১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪০
সাইবার সোহেল বলেছেন: প্রকৃত ধার্মিকরা কখন কারো ক্ষতি করে না... তাঁরা সব সময় সকল সৃষ্টির মঙ্গল চান। আর যারা ধর্মের আগাছা, লালসালুর মজিদের মত বক ধার্মিক, তারা দেশ নয়, সমগ্র পৃথিবীর জন্যই ভয়ানক ক্ষতিকর...।
৭| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দিয়েছেন।
১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১
সাইবার সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে..।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮
ইমরোজ৭৫ বলেছেন: যে যার হিসেবে কাজ করুক।