![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।
একসময়ের বীরের জাতি আজ মহাচোরের জাতিতে রুপান্তরীত। আমর মনে যখন যা আসে যদি লিখতে ইচ্ছা হয়, তাই লিখি। হোক সেটা অল্প কিংবা বিস্তর। কিন্তু আমি বরাবরই বলি আমি অতি সাধারণ একজন মূর্খ ধরনের মানুষ, তাই নিজের মনের ভাব বা মনের কথাও যে আজকাল মানুষ নকল বা কপি পেষ্ট করে সেটা আবার এত প্রচুর পরিমানে সেটা কেন এটা বুঝতে পারছি না!!! নিজের চিন্তা চেতনাও যদি নিজের মত করে প্রকাশ করার যোগ্যতা অথবা ক্ষমতা না থাকে তাহলে সেটা না করাই উচিৎ। আরেক জনেরটা চুরি বা কপি করতে হবে কেন? দেশের সবক্ষেত্রই কম বেশী চোরের দখলে, কিন্তু মুক্তচিন্তার ও বিকাশের স্থান ব্লগও যে এভাবে ধীরে ধীরে চোরের দখলে যাবে এটা তো কল্পনাও করিনি!!! একযুগের বেশী হবে আছি সামুর সাথে, আগে চুরির অভিযোগ শোনা গেলেও এমন মাত্রাতিরিক্ত ছিল না... কিন্তু ইদানিং দেখছি সেটা ক্রমশ বেড়েই চলেছে। আসলে চুরি তো আমাদের রক্তে ঢুকে গেছে তাই, সেখানেই যাই চুরির স্বভাব আর ছাড়তে পারিনা। আর কথায় তো আছেই চোরের স্বাক্ষী গাটকাটা, একচোর তো আরেক চোরকে নিজের স্বাথেই সমর্থণ করবে, এর আর এমন কিছু না। তবে সবকিছুতেই ভাল খুঁজতে হয়, আর এই চুরির ভাল দিক হলো আমার মতে, যে লেখা গুলো কপি পেষ্ট হয় চোরেরা তো সে লেখা গুলো পড়ে, তারপর তার মর্মার্থ বোঝে এবং শেষে কপি পেষ্ট করে। তাতে তার জ্ঞান তো একটু হলেও বাড়ে তাই না? যেমন ছোট শিশুরা বড়দের নকল করে যাতে তাদের দৃষ্টি আকর্ষণ করে বাহবা পাওয়া যায় ,তেমনি এই চোরা ব্লগার মানে চোগ্লাররা ও একটু বাহবা পাওয়ার জন্য পরের ধনে পোদ্দারী করে এটা তেমন দোষের কিছু না। ছোট গাছ যেমন একদিন বড় হয়, তেমনি চোগ্লারও একদিন না একদিন চুরিলব্ধ জ্ঞান থেকে আসল ব্লগার হয়ে উঠবে। চোগ্লার মুক্ত পরিচ্ছন্ন সামুর প্রত্যাশায়, আর কামনা করছি এখানে সকলেই শিক্ষিত সভ্য মানুষ, নিজের অসম আচরণ দিয়ে আপনার পরিবারকে ছোট করবেন না। সকলের মঙ্গল প্রত্যাশায়, ভাল থাকবেন সবাই।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৩৫
সাইবার সোহেল বলেছেন: প্রয়োজনেই তো আবিস্কার হয়, অসংখ্য ধন্যবাদ...
২| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৩:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চোগ্লা!!
শব্দ ভান্ডারে নতুন শব্দ যোগ হলো।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৩৩
সাইবার সোহেল বলেছেন: ভাইজান চোগ্লা নয়, চোগ্লার... আর এজন্য ধন্যবাদ।
৩| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:০৩
শায়মা বলেছেন: চোগ্লার!
হায় হায় এমন অপমানজনক শব্দের অবতারণা!
এইভাবেই মনে হয় দিনে দিনে ভাষা আবিষ্কৃত হয়েছিলো।
নিউ নিউ ভোকাবুলারী।
জলদস্যু ভাইয়া আবার বানালো চোগ্লা!!
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০০
সাইবার সোহেল বলেছেন: হা হা হা.. চোরের আবার মান অপমান বোধ!!! সেটা থাকলে কি আর চোর হতো??
আর জানেনই তো প্রয়োজনই আবিস্কারের জনক...
৪| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৩
নিমো বলেছেন: আমরা সবাই কম-বেশি প্রশংসিত হতে চাই, তা যে যে অবস্থানেই থাকি না। আগে এটা হওয়াটা বেশ কষ্টসাধ্য ছিল, কারণ সম্পাদকের হাত হয়ে যেত হত। তারপর এল সামাজিক মাধ্যম, রাতারাতি প্রশংসিত হবার সুযোগ, কিন্তু চিন্তাতো রাতারাতির বিষয় না। তাই চোগ্লার অথবা চিন্তা চোর হওয়াই সহজসাধ্য। অতএব...
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬
সাইবার সোহেল বলেছেন: স্বয়ং স্রষ্টাই তো প্রশংসা পছন্দ করেন সৃষ্টি তো করবেই। এটা তো দোষের না, কিন্তু চিন্তা চুরি করে প্রশংসা নেয়া তো চরম লজ্জা ও ঘৃণার বিষয়। আর পরিশেষে একই কথা প্রকৃত শিক্ষা না থাকলে সকল ক্ষেত্রে চোরামি চলতেই থাকবে..
৫| ২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১২
হিজিবিজি বিজ বলেছেন: চিন্তা চেতনায় কাউকে ছোট করে দেখার কোন মানে নাই । আমি যখনই কিছু লিখতে বসি , সেটা যে কোন কিছু হতে পারে , তখন মনে হয় আমার আগেও কেউ মনে হয় এসব ভেবে রেখেছে, লিখে রেখেছে।
আপনার মৌলিকতা আপনার মাঝেই থাকবে , সেটা চুরি করাও সম্ভব না , ধার করাও সম্ভব না । এই নিয়ে নিজের সাথে বিবাদে জড়নো আমার মতে নিছক ছেলে মানুষি । আপনার লেখা যদি মনে করেন কেউ চুরি করেছেই , সেটা নেহাতই আপনার সৌভাগ্য ছাড়া কিছু নয় । জ্ঞানকে মুক্তি দিন , তারপরেই শান্তি আসে বলে আমার ধারণা ।
বিঃদ্রঃ - আমিও মূর্খ মানুষ , জীবন যা শিক্ষা দেয় , সেটুকু নিয়ে সন্তুষ্ট । এক ভাবে দেখলে , আমার সকল জ্ঞান কারো না কারো থেকে চুরি করা বা ধার করা । আরেক ভাবে আমার মাথায় যা আছে , যা আমি বুঝে গেছি সবই আমার । তা সে যার সাথেই মিলে যাক ।
২৩ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮
সাইবার সোহেল বলেছেন: সেই আদিম যুগ থেকে মানুষ একে অপরকে শিখিয়ে চলছে, কেউ একজন আগুন জ্বালনো আবিষ্কার করার পর তা একে অপরকে শেখাবার মাধ্যমেই মানব সভ্যতা আজ এতদুর এসেছে। আমরা যে বিদ্যালয়, মহাবিদ্যালয় বা অন্য যাই কিছু শিখতে চাই যা আমার অজানা তা অন্য কারও না কারও কাছ থেকেই শিখি আমরা। এগুলো স্বাভাবিক, দোষের কিছু না। কিন্তু কারও লেখা বা অন্য যে কোন সৃষ্টিশীল কাজ উক্ত ব্যক্তির নাম উল্যেখ না করে যদি কেউ নিজের বলে চালাতে চেষ্টা করে বা চালিয়ে দেয়, সেটা দোষের। এই যে, ভারতীয় বিখ্যাত সঙ্গীত পরিচালক আন্নু মালিক ইসরাইলের জাতীয় সঙ্গীতকে ”দিলজালে” সিনেমাতে চালিয়ে দিল কিছু না জানিয়ে। কিন্তু বহু বছর বাদে সত্য অবশেষে প্রকাশিত হইলো, তাও আবার যে সে ভাবে নয়, একেবারে অলিম্পিক আসরে। এতে কি মালিক সাহবের মান বাড়লো না কমলো তা কি বলার অপেক্ষা রাখে? আর এজন্যই তো বলেছি যে, যে চুরি করে বা কপি পেষ্ট করে তারও তো একটু হলেও জ্ঞান চর্চা হয়। কিন্তু যার বদৌলতে তার এ সুযোগ হলো তার নাম প্রকাশ করলে ক্ষতি কোথায়? তাতে তাঁর মান বাড়বে বৈ কমবে না, তাই নয় কি?
৬| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩৩
হিজিবিজি বিজ বলেছেন: আমি সর্বদাই জ্ঞানের কপিরাইটের বিপক্ষে আছি । কিন্তু পৃথিবীর তাবত মানুষ আমার মত ভাববে সেটা কাম্য নয় । জ্ঞান মুক্ত হোক , পৃথিবীর সবাই জানুক যতখানি সে জানতে পারে । আজ হতে হাজার বছর আগে কেউ যদি কিছু ভেবে থাকে , আমি তার খোজ পেলে, তার কথা বুঝে নিতে পারি যদি , তার নাম নিলে যে সম্মানের সৃষ্টি হবে , না নিলেও হবে । চোর না জেনে চুরি করে না , জ্ঞানিরাও না জেনে বুঝতে পারে না ।
শান্তি রাখুন , সম্মান কামনার বিষয় হয়ে গেলে বেমানান হয়ে যায় ।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৪
সাইবার সোহেল বলেছেন: ভাইজান, সম্মান সব সময় সকলেরই কাম্য বা কামনার বিষয়, দুনিয়াতে কি এমন কেউ আছে যে, সাধ করে অপমান বা অসম্মানিত হতে চায়? আর প্রায় সমগ্র সৃষ্টিকুলই চায় তার অস্তিত্বের জানান দিতে। তাই সব ক্ষেত্রেই নিজের বা তার গোত্রের নাম বিদ্যমান। আর আমি নিজে মুর্খ অল্প জ্ঞানের মানুষ, তাই আমার মতো যারা আছেন তারা যেন আমার মতো কোন বিষয়ের মূল চিন্তাকারী কে সেটা জানতে পারেন এজন্য মূল ব্যক্তিটার নাম উল্যেখ করা প্রয়োজন। না হলে আসল মানুষটাকে তাঁর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়। এই বিষয়টা কার কেমন লাগে না জানলেও আমার বিশেষ ভাল লাগে না।
৭| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৫
জগতারন বলেছেন:
মৌলিক ব্লগ লিখা ও ব্লগার ছিলেন জ্বনাব চাঁদ গাজী।
সামু কতৃপক্ষকে জানাইতে চাই
ঝগড়া ঝাটি তক্ক বিতক্ক বাক বিতন্ডা চলবে..... থাকিলেও কাহারও গলা টিপিয়া ধরিয়া মারিয়া ফেলা অসমচিন মনেকরি।
তাই দয়া করিয়া জ্বনাব চাঁদ গাজী সাহেবের নিকটি ফিরাইয়া দেবার আকুল অনুরোধ করিতেছি।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৬
সাইবার সোহেল বলেছেন: জনাব, আর অন্য কোন কারনে না হইলেও,একদা তিনি মানে জনাব গাজী সাব, আমাকে ব্যাকাতেড়া ভাবে দুইখানা প্রশ্ন করেছিলেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করিয়া তাহার জবাব প্রদান করতঃ তাহাকে আমার পক্ষ হইতে সমান সংখ্যক প্রশ্ন করিয়াছিলাম। কিন্তু তিনি প্রত্যুত্তোর না করায়, বহুকাল আমি তাহার উত্তরের অপেক্ষা রত অবস্থায় হঠাৎ একদা দেখিলাম তাহার নিকটি বাতিল বা স্থগিত হইয়া গেল। তাই আমার কৃত দুইটা প্রশ্নের উত্তর পাইবার জন্য আপনার সাথে সহমত পোষন করিতেছ..
৮| ০৩ রা মে, ২০২২ দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
সব চোগ্লার দূর হয়ে যাক।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫৯
জ্যাকেল বলেছেন: চোর ব্লগার = চোগ্লার
নতুন শব্দ আবিস্কার করলেন নাকি। স্বাগতম!