![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।
আজ পবিত্র ঈদুল ফিতর। মনে হয় বহু বছর পর রমজান মাস সম্পূর্ণ ৩০ দিন পার করলো। এতে একদিনের জন্যে যেমন রমজানের রহমত ও বরকত বৃদ্ধি পেল, তেমনি এই ৩০ দিনে মাস পুর্তির কারনে আমার জন্মদিন ও ঈদুল ফিতর একদিনে হবার সুযোগ হলো। আর সে জন্য আপনারা যারা স্বউদ্যেগে ও সাড়ম্বরে ভাল ভাল খাবার মানে পোলও, বিরিয়ানী, কালিয়া কোফ্তা রান্না করে আমার জন্মদিন উৎযাপন করছেন, তাদের কাছে আমি চির কৃত্জ্ঞ, আমাকে আপনারা এতটা ভালোবাসে এমন ভাবে সম্মানীত করবেন, এটা ছিল আমার কল্পনারও অতীত।
তা যাই হোক, আপনারদের এই ঋণ যে আমি কোনদিনও শোধ করতে পারবো না, তা্ কিন্তু নয়..
যদি মানে অবশ্যই আপানদের কারও সাথে যদি এই ঘটনার পুনরাবৃতি ঘটে, তবে কথা দিলাম, আজ আপনারা যে ভাবে আমাকে সম্মানীত করেছেন, ঠিক সেভাবে আমিও সম্মন প্রদর্শণ করবো। আপনাদের সকলকে আবারও ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন... ভাল থাকবেন সবাই।
০৩ রা মে, ২০২২ রাত ৮:১৭
সাইবার সোহেল বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইজান... আপনাকে ঈদ মোবারাক। ভাল থাকবেন সব সময় স্বপরিবারে...।
২| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
সুখে থাকেন।
০৩ রা মে, ২০২২ রাত ৮:১৯
সাইবার সোহেল বলেছেন: আপনাকেও ঈদ ঊল ফিতরের শুভেচ্ছা... ঈদ মোবারাক। আর ভাল থাকুন সবসময়, স্বপরিবারে...
৩| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: সাইবার সোহেল,
ঈদ ও জন্মদিনের শুভেচ্ছা একত্রে।
০৬ ই মে, ২০২২ সকাল ১১:৪৫
সাইবার সোহেল বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা, ভাল থাকবেন সবসময়ে স্বপরিবারে...
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০২২ দুপুর ২:০৮
প্রতিদিন বাংলা বলেছেন: আসসালামু ওয়ালাইকুম, ঈদ মোবারক।