নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

যদিওবা দুঃখিত, কিন্তু লজ্জিত নই,বরং গর্বিত... B-)

০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩০

গত ২ নভেম্বর বাংলাদেশ T20 বিশ্বকাপে বিতর্কিত ভাবে ভারতের কাছে ৫ রানে হেরেছে। সেটা নিয়ে এখনও বিতর্ক চলছেই, তার একমাত্র কারণ হলো, খেলা সুষ্ঠভাবে পরিচালনার দায়ীত্ব যাদের উপর, সেই আম্পায়ারদের বিভ্রান্তিমুলক বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। কিন্তু এই ঘটনা নতুন নয়... এর আগেও ২০১৫ সালের বিশ্বকাপে ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলাটিও ছিল আম্পায়ারদের পক্ষপাত দুষ্ট। এখন আশঙ্কা করছি যে, হয়তো আগামীতে যে কোন ধরনের বিশ্বকাপে ভারতের সাথে বাংলাদেশের খেলা হলে সেটিও আম্পায়ারদের পক্ষপাত দুষ্টই হবে। কিন্তু এতে আমি যতটা না দুঃখিত বা আশাহত, তার থেকে বেশী আনন্দিত বা গর্বিত। কারণ, বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে ভাল পর্যয়ের খেলা শুরু করার আগে থেকেই ভারত ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন, আর ভারতের চেয়ে আমাদের দেশের বয়স ২৫ বছর কম, আর আয়তনে আমরা ভারত থেকে প্রায় ২২গুণ ছোট। তার মানে আমাদের ২২টা বাংলাদেশ মিলিয়ে একটা ভারত। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা সারা দেশের সেরা খেলোয়ারদের মানে, পুরো ভারতবর্ষের সেরা খেলোয়ারদের নিয়ে তাদের জাতীয় দল গঠন করে। তার মানে আমরা যখন ভারতের সাথে খেলি, তখন আমরা আমাদের সমান ২২টা দেশের সেরা খেলোয়ারদের সাথেই খেলি, এবং মাঝে মধ্যে জিতেও যাই। আজ আমাদের গ্রুপ পর্বের শেষ খেলা পাকিস্তানের সাথে। পাকিস্তান আমাদের থেকে আয়তনে ৫ গুন বড় এবং তারাও ভারতের মতো আমাদের চেয়ে ২৫ বছরের বড়, ওরাও আমাদের আন্তর্জাতিক ভাবে ভাল পর্যয়ের খেলা শুরু করার আগে থেকেই ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন... খেলায় হারজিত থাকবেই, কিন্তু যখন সেটা আম্পায়ারদের পক্ষপাত দুষ্ট হয় তখন সেটা মেনে নেয়া যায় না। আর কেউ পক্ষপাত মুলক আচরন তখনই করে, যখন তার এরজন্য অনৈতিকপ্রাপ্তির (মুলত অর্থ) সুযোগ থাকে। আর কে না জানে এই প্রচলিত প্রবাদটা “MONEY IS SECOND GOD.” বর্তমানে প্রযুক্তির যুগে অনলাইনে একটু খুঁজলেই সব তথ্য পাওয়া যায়। তাই, আই.পি. এল বা বিশ্বকাপে আম্পায়ারদের খেলা প্রতি সম্মানী কত সেটা জানা কঠিন কিছু নয়। আর সে অনুসারে, T20 বিশ্বকাপে প্রতিটি খেলা পরিচালনার জন্য একজন এলিট প্যানেল আম্পায়ার পান ১৫০০ ডলার, আর ”আই.পি. এল” এর প্রতিটি খেলা পরিচালনার জন্য একজন এলিট প্যানেল আম্পায়ার পান ২৪০০ ডলার। তাহলে পক্ষপাতের বিষয়টা কেন হয়, সেটা মনে হয় আর কাউকে বোঝাবার দরকার নেই। T20 তে যে আমরা ভাল খেলি না, সেটা কেউই অস্বীকার করেনা, তারপরও যে খেলাগুলোতে আমাদের আমাদের জয়ী হবার সম্ভাবনা থাকে সেগুলোতে এমন অনাঙ্কাখিত ঘটনা সত্যিই মেনে নেয়া যায় না। পরিশেষে একটাই কথা, দেশ আমাদের, ক্রিকেট দলটাও আমাদের, হারলেও বাংলাদেশ , জিতলেও বাংলাদেশ। কিন্তু পরাজয়টা অসহায় আত্নসমর্পন না হয়ে, হোক সম্মানের। যাতে হারার পরও মনে হয় হেরেছি, কিন্তু লড়াই করে...। সবসময় বাংলাদেশ দলের জন্য শুভ কামনা.. Good Luck Bangladesh. B-))

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৪

আমি রাছেল খান বলেছেন: jdybcc bcjnb jvhjbcsw dfhj mmkncccffv????

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

সাইবার সোহেল বলেছেন: #৳%঳ঁ঳ঁ*( Ñ্)ঃ”:< 是你的鍵盤沒壞還是你的腦袋壞了!!!!!!??? :||

২| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫০

বিটপি বলেছেন: ভারতের সামনে যে লিটন দাসকে বাঘের চেহারায় দেখলাম, সেই একই লিটন পাকিস্তানের সামনে বিড়াল হয়ে গেল কেন? শান্ত'র সুযোগ ছিল হাত খুলে খেলার - কিন্তু সেও মিস করেছে। এখন বাংলাদেশ ভুগছে।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

সাইবার সোহেল বলেছেন: এটাই তো কথা, শুধু অভিজ্ঞতাই বাড়ছে শুনি, কিন্তু কাজে তো লাগাতে দেখিনা... :(

৩| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১০

নতুন বলেছেন: ৫ রান জরিমানা করে যদি আপনাকে জিততে হয় তবে সেটা খুবই খারাপ কথা।

নিজেদের বুদ্ধি/ক্ষমতা দিয়েই জয় ছিনিয়ে নিতে হয়।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

সাইবার সোহেল বলেছেন: উপস্থিত ও কার্যকরি বুদ্ধির অভাব বরারবরই ছিল, নাহলে কি ৩ বলে ২ রান, ও হাতেও উইকেট ছিল এমন ম্যাচও হারতে হয়... X( /:)

৪| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা আমি পছন্দ করি না।
আমার পছন্দ ফুটবল।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

সাইবার সোহেল বলেছেন: আমারও ক্রিকেটের চেয়ে ফুটবল বেশী ভাল লাগে, কিন্তু আর্ন্তজাতিক পর্যায়ে জাতীয় ফুটবল দলের অবস্থা আরও করুণ... :(( :(

৫| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৯

রুদ্র পাঠক বলেছেন: আজকের খেলাতেও সাকিব কে যে আউট ঘোষনা করা হল তা সম্পূর্ণ ভুল। রিভিউ নেয়ার পরেও যদি আম্পায়ার চোখে না দেখে তবে তাকে পক্ষপাত ছাড়া আর কোন নামে ডাকা যায় না। :|

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩

সাইবার সোহেল বলেছেন: দুর্নীতি, অযোগ্যতা আর অদক্ষতা সর্বত্রই ছড়িয়ে গেছে... অসহায়ের দর্শকের মতো শুধু দেখতে হবে, কিছু বলার নাই কিছু করাও নাই... /:) X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.