![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।
অবশেষে তিন যুগের প্রতিক্ষার অবসান ঘটিয়ে মরুর বুকে নামলো চির আরাধ্য বৃষ্টি। শীতল হলো এতদিনের তৃষ্ণার্থ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়… এবার শুধু আনন্দে ভেজা নয়, আনন্দে ভেসে গেলাম আমরা, প্রত্যশার চেয়েও প্রাপ্তি হলো অনেক বেশী। পেলাম রেকর্ডময় একটা ম্যাচের ঐতিহাসিক জয় ও বিশ্ববরেন্য নানা ক্ষেত্রের নক্ষত্রদের প্রাণঢালা অভিনন্দন… কিন্তু সবচেয়ে বড়, আনন্দের এবং গৌরবের বিষয় হলো, এতদিনের নিঃস্বার্থ ভালোবাসার উপযুক্ত প্রতিদান পাওয়া। এতদিন আমাদের ভালোবাসা ছিল একতরফা, মানে অসম্পূর্ণ। কিন্তু সেই ভালোবাসা এখন পূর্ণতা পেল আর্জেন্টিনার নাগরিকদের প্রাণভরা ভালোবাসায়…। এতবছর আমরা বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা উড়িয়েছি, আর এখন আর্জেন্টিনার জনগন তাদের দেশে আমাদের বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। এটা যে কতটা গর্বের ও কতটা আনন্দের তা কোনভাবেই বোঝানো সম্ভব না। যেকোন খেলাতেই সবচেয়ে বেশী সমর্থক থাকে স্বদেশী, কিন্তু যেক্ষেত্রে আর্জেন্টিনা ব্যতিক্রম কারণ তাদের দেশের জনসংখার থেকেও বাংলাদেশে তাদের সমর্থক সংখ্যা বেশী।আমরা অভিভূত ও উচ্ছসিত ভালোবাসার এমন যোগ্য প্রতিদান পেয়ে। আমি গর্বিত আর্জেন্টিনার একজন সমর্থক হিসাবে ১৭ হাজার কিলোমিটার দুরে ও ১৯ গুন বড় একটা দেশের জনগনের হাতে আমার বাংলাদেশের প্রিয় পতাকা ওড়ানোর কৃতিত্বের অংশীদার হতে পেরে…। আমাদের আর চাওয়ার কিছুই নাই..। অতএব, এবার মনে প্রাণে কামনা করছি আগামী ২০২৬ সালে তারা যেন শিরোপা নেয়, যারা বিশ্বকাপ শুরুর আগেই তাদের কতিপয় উগ্র সমর্থকদের কল্যানে মুখে মুখেই শিরোপা পেয়ে যায়, যাদের ২০ বছর ধরে অধরা রয়েছে হেক্সা মিশন, যাদের দলের কোচের সামন্যতম সময় হয় না বাংলাদেশী সাংবাদিকের অনুরোধে একমুহুর্ত থেমে “হাই, বাংলাদেশ” বলার, এবং সর্বোপরি দলের সুপার স্টারের একান্ত সহচর বাংলাদেশের একজন নাগরিক, এবং তিনি সে মারফতে ভাল মতোই জেনেছেন তাঁর ও তাঁর দলের জন্য এদেশে রয়েছে কি ভীষন রকমের পাগলাটে অসংখ্য ভক্তকুল। তা সত্বেও তিনি কখনই তাদের উদ্দেশ্যে, বা বাংলাদেশের উদ্দেশ্যে কোন শুভেচ্ছা বানী দেন নাই। জানার বা দেখার বড় ইচ্ছা শিরোপা জয়ের পর কি তাদের এই আচরন কি বজায় থাকে, নাকি কোন পরিবর্তন হয়…।এখন সবচেয়ে বড় শান্তি হলো আগামী কয়েক বছর আর হেক্কা বাহিনীর কচকচানিতে কান ঝালাপাল হবে না..। শুভ কামনা সবার জন্য ভালো থাকবেন সবাই...।
বাংলাদেশের প্রতি ভালোবাসা
২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩০
সাইবার সোহেল বলেছেন: কি করবো ভাইজান, বিগত ৩৬ বছর ধরে তো শুধু খোঁচা খেয়েই আসছি, এই ফাইনলের দিনেও খেলা চলাকালিন কিছু হেক্কা বাহিনীর সদস্য জ্বালাতন করেছে অনবরত...
তাই তে এত খোঁচাখুঁচির বদলে এই সামন্য খোঁচা মনে হয় তেমন কিছু না...
। তারপরও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত ভাইজান...
২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: যাক এবার আর্জেন্টিনা বাংলাদেসকে ভালো ভাবেই চিনলো।
২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৩
সাইবার সোহেল বলেছেন: জ্বি ভাইজান খুব ভাল ভাবেই চিনেছে, আর এখন তার প্রতিদানও দেয় শুরু করেছে. আর, এজন্য ফিফার ধন্যবাদ অবশ্য প্রাপ্য...।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৯
বিটপি বলেছেন: ব্রাজিলকে ঐটুকু খোঁচা না দিলে ভালো করতেন।