![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।
দোলযাত্রা বা হোলি উৎসব এবং রমজান মাস উভয়ই আসন্ন, দু’একদিন পরে হোলি, আর ১৭/১৮ দিন পরে রমজান..। দোল উৎসবে সবাই যখন আবির রঙে মাতে, তখন সবাই একে অপরকে ভালবেসে আবির মাখিয়ে দেয়। কিন্তু অনেকেই এই আবির খেলা বা হোলি খেলাতে অংশ নেনে না, কারণ তাদের পোশাক, ত্বক অথবা চুল নষ্ট হয়ে যাবে বলে.. কিন্তু তাদের হাজার আপত্তি সত্বেও তাদের আবির মাখানো থেকে কেউ বিরত থাকেন না... উপরোন্তু আবির মাখিয়ে দিয়ে বলেন, “ বুড়া না মানো হোলি হ্যায়” মানে, মনে কিছু করবেনা না আজ হোলি বা দোল উৎসব...। বর্তমানে বাজারে সব নিত্যপন্যের দামই বলতে গেলে আকাশ ছোঁয়া। দাম বাড়াতে তাদের রয়েছে নানান অযুহাত, কোনভাবেই তাদের বাগে আনা যাচ্ছে না...। আর তার উপর রমজান আসন্ন, এ মাসে তো দাম বাড়াতেই হবে.. না হলে কি আর চিরায়ত ঐতিহ্য বজায় থাকে বলুন..। তাই যে যাই বলুক, আর যে যাই করুক, ”দাম বাড়ানা তো বানতাহেই বস,..” কারণ, “ বুড়া না মানো ইয়ে তো রমজান মাস হ্যায়”....
২| ০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: পূর্ণিমা আজ রাতে , দোল উৎসব কি আজকে না কালকে ?
৩| ০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৪
ফুয়াদের বাপ বলেছেন: রমাদান আসতে এখনো ১৫ দিন বাকি। এখন থেকেই সৌদি আরবের শপিং মলগুলোতে বিভিন্ন পন্যর দাম কমার হিড়িক লেগেছে। অনেকটা প্রতিযোগীতা করছে শপিং মলগুলো - রমাদান আসতে এখনো ১৫ দিন বাকি। এখন থেকেই সৌদি আরবের শপিং মলগুলোতে বিভিন্ন পন্যর দাম কমার হিড়িক লেগেছে। অনেকটা প্রতিযোগীতা করছে শপিং মলগুলো -
৪| ০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২০
ঋণাত্মক শূণ্য বলেছেন: গত কয়েক বছর ধরে বাংলাদেশে একটা কথা প্রচলিত হয়েছে। আরবরা সারা বছর করে ব্যবসা, রমজানে করে সেবা। আর বাঙ্গালীরা সারা বছর করে চুরি, রমজানে করে ডাকাতি! এই কথাটা কখনও কখনও সত্য মনে হয়। রমজান আসার এখনও বেশ দেরি, কিন্তু সৌদীর প্রতিটা শপিং সেন্টার (সুপার শপ) এখন রমজানের সাজে সাজানো। ছাড় চলছে প্রায় সব জিনিষে। বিশেষ করে রমজানে যে সব নিত্যপ্রয়োজনীয়, সেগুলিতে ব্যাপক ছাড় চলছে। ইসলামী সেন্টার গুলির মাধ্যমে খাবার সহ বিভিন্ন জিনিষ ফ্রিতে দেওয়ার বিশাল কর্মকান্ড চলছে।
একটা রেস্টুরেন্টের মালিক থেকে জানলাম যে তারা রমজানে প্রতিদিন অন্তত ৪০জন করে খাওয়াতে পারবে এমন টাকা এলাকার লোকজন তাদের হাতে দিয়ে গেছে। আর এখনও দিন পড়ে আছে!
প্রিয় স্বদেশের নির্যাতন গুলি মনে খুব কষ্ট দেয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বুড়া হবে না, হবে বুরা (হিন্দি)। হোলির সাথে রমজান মিলিয়ে পোস্ট? মাইনাস...