নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

পত্নী বিপত্তি অথবা নারীর ক্ষমতায়ন, কিংবা জয় সকল স্ত্রীর জয়, টাকাই সবকিছু অন্যকিছু নয়... ;) :D =p~

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০০

ঘটনাটি আমার সম্মুখে ঘটেছে মিরপুর-১ শাখা সোনালী ব্যাংকে। আমি আমার বাবার অবসর ভাতার জন্য সেখানে গিয়েছিলাম। চেক প্রদানের পর, টাকা গ্রহণের জন্য অপেক্ষমাণ অবস্থায়, আমার কয়েকজন সামনের এক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক যার সাথে তাঁর স্ত্রীও এসেছেন, তিনি পুনরায় চেকের পেছনে স্বাক্ষর করে টাকা গ্রহণের ঠিক আগমুহূর্তে তাঁর স্ত্রী তাকে সরিয়ে দিতে দিতে বলছেন, তুমি এখন ওদিকে গিয়ে দাঁড়াও, বাকিটা আমি দেখছি। কাউন্টারের মহিলাটি টাকা দিতে গিয়ে মাথা তুলে দেখছেন, ছিল পুরুষ এখন হয়ে গেলেন মহিলা, তিনি আশ্চর্য হয়ে বললেন উনি কোথায় তখন মহিলাটি বললেন আমি ওনার স্ত্রী আমাকে টাকাটা দিন। তখন কাউন্টারের মহিলাটি বললেন আমি কি আপনাকে চিনি? আমি জানবো কি করে আপনি ওনার স্ত্রী, উনাকে ডাক দেন। তখন বাধ্য হয়ে মহিলাটি তার স্বামীকে ডেকে বললেন এই জলদি এদিকে এসো...। অতঃপর মহিলাটি টাকাগুলো ওই বয়োজ্যেষ্ঠ ভদ্রলোকটিকে দিয়ে দিলেন। এ ঘটনায় পুরো কাউন্টার জুড়ে হাসি ছড়িয়ে পড়ল...। একেই বোধহয় হয় বলে পত্নী বিপত্তি , স্রষ্টার কৃপায় আমি এখনো এই ভোগান্তি হতে মুক্ত... । এজন্য সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ ... ;) :P =p~

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়গুলো আমাকে ব্য্যথিত করে, দুঃখজনক বৈ কি! শেয়ার করার জন্য ধন্যবাদ জানবেন।

ব্যক্তিগত বিষয় তবুও জানতে ইচ্ছে করছে মিরপুর-১ এর কোথায় থাকেন আপনারা? আমিও দীর্ঘদিন পাইকপাড়ায় বসবাস করেছি কমার্স কলেজে অধ্যয়ন করার সময়। অনেকদিন মিরপুর দেখা হয় নি, মাঝে মাঝে গুগল দিয়ে দেখার চেষ্টা করি। আগামীবার দেশে আসলে মিরপুর ১ টা একটু আবার ঘুরে ঘুরে দেখার ইচ্ছে আছে। ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৯

সাইবার সোহেল বলেছেন: ধন্যবাদ দেবার জন্য, আপনাকেও অসংখ্য ধন্যবাদ... আর অভ্যান্তরিন বিষয়গুলো এভাবে আন্তর্জাতিক মানে পাবলিকলি করা সত্যিই বিব্রতকর... আর আমার বসবাস আপনার কমার্স কলেজের থেকে হাঁটা দুরত্বেই... সনি সিনেমা হল যা বর্তমানে সনি স্কয়ার, আড়ং, বা ঈদগাহ মাঠের আসেপাশেই আমার বাসা... আর চলে আসুন একদিন সময় করে , আর এমন সময় আসুন যাতে দিন ও রাতে উভয় সময়ের পার্থক্য নিরুপন করতে পারেন... আর বর্তমানে আপনার আবাস স্থল কোথায় ইচ্ছা হলে জানাতে পারেন... B-)

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাংকের কাজটা ঠিক আছে। এর উলটোটা ঘটলেও একই পদ্ধতিতে টাকা দিতে হতো। স্ত্রী, ফর দ্যট ম্যাটার, যে-কোনো একজন চেক দিলেন, ক্যাশিয়ারের অজ্ঞাতে অন্য একজন এসে সামনে দাঁড়ালেন সেই টাকার জন্য, তাকে টাকা দেয়া হবে না, কারণ, চেকটা যে তার, সেটা নিশ্চিত করতে হবে টাকা দেয়ার আগে। জালিয়াতি, চুরি, ইত্যাদি এড়ানোর জন্য এটা করতে হয়। চেকে যার নাম থাকবে, উলটো পিঠে তার স্বাক্ষর থাকবে, এবং টাকা তার হাতেই হস্তান্তর করতে হবে।

আপনি শীঘ্র দার পরিগ্রহ করে ফেলুন :)

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৩

সাইবার সোহেল বলেছেন: অবশ্যই ব্যাংক ঠিক কাজটি করেছেন... কিন্তু সেটা তো বিষয় নয়, বিষয়টা বেচারা নিরীহ গৃহস্বামীকে নিয়ে... টাকাটা হস্তগত করতে তাঁর স্ত্রী বিন্দুমাত্র কালক্ষেপণ করতে রাজি নয় সেটা... ;) :D আর দোয়া করতে থাকুন, দেখি কবে দ্বার খোলে, দার পাহিবার..। =p~ :P

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: এটা কি কোনো রম্য লেখা?

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০০

সাইবার সোহেল বলেছেন: জ্বী ভাইজান এটা অবশ্যই রম্য লেখা... কিন্তু সত্য ঘটনা যা আমার সামনেই ঘটেছে। আর জানেনই তো পৃথিবী একটি বৃহৎ রঙ্গমঞ্চ আর এদেশে উহার সদর দপ্তর অবস্থিত... ;) :-B =p~

৪| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আর বর্তমানে আপনার আবাস স্থল কোথায় ইচ্ছা হলে জানাতে পারেন...
আমি দীর্ঘদিন ধরেই প্রবাসে আছি। নির্দিষ্ট করে বলতে গেলে নিউ ইয়র্কে আছি।

হা..হা..হা.. সনি সিনেমা হলে এলাকাটা আমার বেশ পরিচিত। ঈদগাহ মাঠের পাশে যে ১ নম্বর রোড রয়েছে সেখানেই আমার আড্ডা হতো বেশী, যদিও আমি ওদিকটায় থাকিনি কখনো তবে বন্ধুর বাসা ঐ রোডেই ছিলো তাই যাতায়াত হতো প্রায় প্রতিদিনই। সনি সিনেমা হলের বিল্ডিং এর দোতালায় আগে একটা ব্যাংক ছিলো, ওখানেই আমাদের কলেজের বেতন দিতে হতো। গুগল ম্যাপে দেখলাম বিল্ডিংটাতে এখন ওখানে কে.এফ.সি আর পিৎজা হাট হয়েছে। আগে ওর নিচেই গ্রামীন উদ্যোগ নামে একটা দোকান ছিলো, কেনা-কাটা করা হতো ওখান থেকে কম-বেশী। বর্তমান আড়ং এর ওখানে আগে খোলা মাঠ ছিলো, নতুন বিল্ডিংগুলো দেখে বেশ অবাক হলাম।

এবছর একবার দেশে আসার সম্ভাবনা আছে। মা'র ভিসা হয়ে গেলেই গিয়ে মা'কে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সময় সুযোগ হলে দেখা হতেও পারে। ভালো থাকবেন। ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৪

সাইবার সোহেল বলেছেন: বাহ্ দারুণ ব্যাপার... আত্নীয় ও বন্ধু বান্ধবদের অনেকেই আছেন ওখানে, এখন না হয় পরিচিতের তালিকায় আপনিও যুক্ত হলেন... B-) । আর কে, এফ, সি, বা পিৎজা হাট তো হয়েছে বহু দিন হয়. কিন্তু সনির মার্কেটের সেই ভাঙ্গাচোরা অবস্থা স্টার সিনেপ্লেক্স যুক্ত হবার পর অনেকটা বসুন্ধরা সিটির মতো হয়ে গেছে, তা দেখলে ও এর আসেপাশে যে পরিমান ফুডকোর্ট হয়েছে তা দেখলে যে, চরম আশ্চর্য হবেন সেটিা নিশ্চিত... :-B আর ইনশা আল্লাহ আপনি চাইলে দেখা হতেই পারে... :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.